২০২৩–২৪ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ
২০২৩–২৪ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ, স্পনসরশিপের কারণে ইউসিবি মহিলা ফুটবল লিগ ২০২৩–২৪ নামেও পরিচিত।[১] এটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি বাংলাদেশ মহিলা ফুটবল লিগের ৬ষ্ঠ আসর, বাংলাদেশের মহিলা ফুটবলের শীর্ষ স্তর।[২] লিগটি ২৭ এপ্রিল ২০২৪-এ শুরু হয়েছিল এবং ২৮ মে ২০২৪-এ শেষ হয়েছিল।[৩] [৪] [৫] বসুন্ধরা কিংস বর্তমান শিরোপাধারী, আগের সংস্করণে টানা ৩য় শিরোপা জিতেছে।[৬]
মৌসুম | ২০২৩–২৪ |
---|---|
তারিখ | ২৭ এপ্রিল–২৮ মে ২০২৪ |
চ্যাম্পিয়ন | নাসরিন এসসি (১ম শিরোপা) |
মোট খেলা | ৩৬ |
মোট গোলসংখ্যা | ২০০ (ম্যাচ প্রতি ৫.৫৬টি) |
সেরা খেলোয়াড় | মোসাম্মৎ সুলতানা (বাংলাদেশ সেনাবাহিনী) |
শীর্ষ গোলদাতা | সাবিনা খাতুন (নাসরিন স্পোর্টিং ক্লাব) (১৭টি গোল) |
সর্বোচ্চ স্কোরিং | জামালপুর কেএ ০–১৯ নাসরিন এসসি (২৯ এপ্রিল ২০২৪) |
দীর্ঘতম টানা জয় | ৮টি ম্যাচ নাসরিন স্পোর্টিং ক্লাব |
দীর্ঘতম টানা অপরাজিত | ৮টি ম্যাচ নাসরিন স্পোর্টিং ক্লাব |
দীর্ঘতম টানা জয়বিহীন | ৮টি ম্যাচ জামালপুর কেএ |
দীর্ঘতম টানা পরাজয় | ৮টি ম্যাচ জামালপুর কেএ |
← ২০২১–২২ ২০২৪–২৫ → |
নাসরিন স্পোর্টিং ক্লাব বর্তমান শিরোপাধারী, ২০২৩–২৪ সংস্করণে ১ম শিরোপা জয়লাভ করেছিল।[৭]
ভেন্যু
সম্পাদনাসবগুলো ম্যাচই বাংলাদেশের ঢাকার শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা | |
---|---|
শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২৫,০০০ | |
দল
সম্পাদনাক্লাব ও অবস্থান
সম্পাদনাবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে যে নিম্নলিখিত ৯টি অংশগ্রহণকারী দল লিগে অংশ নেবে।
দল | অবস্থান | অংশগ্রহণ |
---|---|---|
এআরবি কলেজ এসসি | নোয়াখালী | ৩য় |
বাংলাদেশ সেনাবাহিনী | ঢাকা | ১ম |
ঢাকা রেঞ্জার্স এফসি | ঢাকা | ২য় |
ফরাশগঞ্জ এসসি | ঢাকা (ফরাশগঞ্জ) | ২য় |
জামালপুর কেএ | জামালপুর | ৪র্থ |
নাসরিন স্পোর্টিং ক্লাব | ঢাকা | ৪র্থ |
সিরাজ স্মৃতি সংসদ | রাজশাহী | ২য় |
সদ্যপুষ্কুরীনি | রংপুর | ৩য় |
উত্তরা এফসি | ঢাকা (উত্তরা) | ২য় |
কর্মী ও পৃষ্ঠপোষকতা
সম্পাদনাদল | প্রধান কোচ | অধিনায়ক | কিট প্রস্তুতকারক | শার্ট স্পনসর (বুক) |
---|---|---|---|---|
এআরবি কলেজ | গোলাম রায়হান বাপন | তহুরা খাতুন | তোমা গ্রুপ | |
বাংলাদেশ সেনাবাহিনী | গোলাম রব্বানী ছোটন | মেহেনুর আক্তার মিম | ||
ঢাকা রেঞ্জার্স এফসি | মোঃ শফিকুল হাসান পলাশ | রঞ্জনা রানী | ||
ফরাশগঞ্জ এসসি | খোকন দাশ | সাদিয়া আক্তার | ||
জামালপুর কেএ | মোঃ শফিকুল ইসলাম | ফারেদা খাতুন | স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ | |
নাসরিন স্পোর্টিং ক্লাব | শাহাদাত হোসেন | সাবিনা খাতুন | ওয়েরিক্স | বার্জার পেইন্টস |
সদ্যপুষ্কুরীনি | শামীম খান মিসকিন | রুমা আক্তার ওতি | রংপুর গ্রুপ | হার্ভার্ড এক্সসেল ডিজিটাল স্কুল |
সিরাজ স্মৃতি সংসদ | মোঃ শহিদুজ্জামান কামাল | রুমা আক্তার | ||
উত্তরা এফসি | মোঃ জামান আহমেদ | সৌরভি আক্তার ইতি |
লিগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | নাসরিন (C) | ৮ | ৭ | ১ | ০ | ৬৭ | ৪ | +৬৩ | ২২ | বিজয়ী |
২ | এআরবি কলেজ | ৮ | ৬ | ১ | ১ | ৪৮ | ৫ | +৪৩ | ১৯ | |
৩ | সেনাবাহিনী | ৮ | ৬ | ০ | ২ | ২৪ | ৫ | +১৯ | ১৮ | |
৪ | সদ্যপুষ্কুরীনি | ৮ | ৪ | ১ | ৩ | ১৬ | ১৮ | −২ | ১৩ | |
৫ | সিরাজ | ৮ | ৩ | ২ | ৩ | ১৬ | ৬ | +১০ | ১১ | |
৬ | ফরাশগঞ্জ | ৮ | ৩ | ০ | ৫ | ১১ | ২৫ | −১৪ | ৯ | |
৭ | ঢাকা রেঞ্জার্স | ৮ | ২ | ১ | ৫ | ১২ | ২৯ | −১৭ | ৭ | |
৮ | উত্তরা | ৮ | ২ | ০ | ৬ | ৫ | ৩৫ | −৩০ | ৬ | |
৯ | জামালপুর কেএ | ৮ | ০ | ০ | ৮ | ১ | ৭৩ | −৭২ | ০ |
ফলাফল
সম্পাদনাফলাফল টেবিল
সম্পাদনাম্যাচের ফলাফল
সম্পাদনারাউন্ড প্রতি অবস্থান
সম্পাদনালিগ শীর্ষ ও চ্যাম্পিয়ন | |
রানার্স–আপ |
মৌসুম পরিসংখ্যান
সম্পাদনাগোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৩৬টি ম্যাচে ২০০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৫.৫৬টি গোল।
উৎস: বাফুফে
- ১৭টি গোল
- ১৫টি গোল
- মোসাম্মৎ সাগরিকা (এআরবি স্পোর্টিং ক্লাব)
- ১১টি গোল
- সুমাইয়া মাতসুশিমা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- তহুরা খাতুন (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মোসাম্মৎ সুলতানা (বাংলাদেশ সেনাবাহিনী)
- অল্পী আক্তার (সিরাজ স্মৃতি সংসদ)
- ১০টি গোল
- ৭টি গোল
- ঋতু পর্ণা চাকমা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- কল্পনা আক্তার (ঢাকা রেঞ্জার্স)
- ৬টি গোল
- সৌরভি আকন্দ প্রীতি (এআরবি স্পোর্টিং ক্লাব)
- থুইনুয়ে মারমা (সিরাজ স্মৃতি সংসদ)
- মারিয়া মান্দা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ৫টি গোল
- মনিকা চাকমা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সানজিদা আক্তার (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- তনিমা বিশ্বাস (বাংলাদেশ সেনাবাহিনী)
- ৪টি গোল
- পপি রানী (ফরাশগঞ্জ এসসি)
- শিখা আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী)
- শিলা আক্তার (সদ্যপুস্কুরিনী যুব এসসি)
- কাকলি সোরেন (সদ্যপুস্কুরিনী যুব এসসি)
- ৩টি গোল
- মুনকি আক্তার (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মোছাঃ হালিমা আক্তার (এআরবি স্পোর্টিং ক্লাব)
- তসপিয়া আক্তার তিশা (সিরাজ স্মৃতি সংসদ)
- কৃষ্ণা রানী সরকার (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- হৈমন্তি খালকো (ফরাশগঞ্জ এসসি)
- মাসুরা পারভিন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- স্বপ্না রানী (এআরবি স্পোর্টিং ক্লাব)
- ২টি গোল
- আফিদা খন্দকার (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মারুফা আক্তার (ঢাকা রেঞ্জার্স এফসি)
- শ্রী শান্তি মার্ডি (ঢাকা রেঞ্জার্স এফসি)
- বিথিকা কিসকু (ঢাকা রেঞ্জার্স এফসি)
- সিমোতি স্বর্ণালি তরকে (ফরাশগঞ্জ এসসি)
- মোছাঃ বন্যা খাতুন ফরাশগঞ্জ এসসি)
- জোসনা (উত্তরা এফসি মহিলা)
- সাহেদা আক্তার রিপা (এআরবি স্পোর্টিং ক্লাব)
- সুরমা জান্নাত (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মার্জিয়া (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- নওসন জাহান নীতি (বাংলাদেশ সেনাবাহিনী)
- নুসরাত জাহান মিতু (সিরাজ স্মৃতি সংসদ)
- ইলামনি আক্তার ইলা (উত্তরা এফসি মহিলা)
- সাথী মুন্ডা (ফরাশগঞ্জ এসসি)
- রুমা আক্তার ওতি (সদ্যপুস্কুরিনী যুব এসসি)
- ১টি গোল
- রুমা আক্তার (সিরাজ স্মৃতি সংসদ)
- স্বপ্না আক্তার (উত্তরা এফসি মহিলা)
- মমিতা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী)
- কোহাতি কিসকু (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মৌসুমী আক্তার (সিরাজ স্মৃতি সংসদ)
- তাসপিয়া আক্তার তিশা (সিরাজ স্মৃতি সংসদ)
- উমেহলা মারমা (সিরাজ স্মৃতি সংসদ)
- ক্রানুচিং মারমা (সিরাজ স্মৃতি সংসদ)
- মাহফুজা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী)
- রুবিনা আক্তার (জামালপুর কাঁচারীপাড়া একাদশ)
- রেহেনা আক্তার (ঢাকা রেঞ্জার্স এফসি)
- মোছাঃ জারমিন আক্তার (ঢাকা রেঞ্জার্স এফসি)
- রূপালী রায় রূপা (সদ্যপুস্কুরিনী যুব এসসি)
আত্মঘাতী গোল
সম্পাদনা† বোল্ড ক্লাব ম্যাচের বিজয়ীর ইঙ্গিত দেয়
খেলোয়াড় | ক্লাব | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ | উৎস |
---|---|---|---|---|---|
নন্দিতা আক্তার জুটি | সিরাজ স্মৃতি সংসদ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ১–২ | ১০ মে ২০২৪ | [৮] |
হ্যাটট্রিক
সম্পাদনা† বোল্ড ক্লাব ম্যাচের বিজয়ীর ইঙ্গিত দেয়
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নারী ফুটবল লীগ জমজমাট করতে উদ্যোগ!"। Daily Janakantha। ১৪ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "ইউরোপের আদলে বাংলাদেশের ফুটবলের সূচি"। Daily Prothom Alo। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "বিদেশি বাড়িয়ে নতুন মৌসুম"। www.samokal.com। ৩১ জুলাই ২০২৩। ১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "নারী লীগ ডিসেম্বরে, সুপার লীগ কবে?"। www.offsidebangladesh.com। ২৯ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "নারী লীগেরও বিদেশী ফুটবলার"। www.jagonews24.com। ৩০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস"। www.channel24.tv.com। ৩০ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "Women's Football League: Nasrin Sports Academy emerge as new champions beating Dhaka Rangers"। www.unb.com.bd। ২৮ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪।
- ↑ "আত্নঘাতী গোলে নাসরিনের কষ্টার্জিত জয়"। www.samakal.com। ১০ মে ২০২৪। ১১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৪।
- ↑ ক খ গ "জামালপুর কাচারিপাড়া একাদশকে গোল বন্যায় ভাসিয়ে দিলো নাসরিন স্পোর্টস একাডেমি"। www.offsidebangladesh.com। ২৯ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ "সাগরিকার নৈপুণ্যতায় এআরবি'র বড় জয়"। www.offsidebangladesh.com। ৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৪।
- ↑ "নারীদের লিগে ১৭ গোল দিল তহুরা-সাগরিকারা"। www.samakal.com। ১০ মে ২০২৪। ১১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৪।
- ↑ "নাসরিন ও আতাউরের গোল উৎসব"। www.offsidebangladesh.com। ১৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
- ↑ "আলপী আক্তারের হ্যাট্রিকে সিরাজ স্মৃতি সংসদের বড় জয়"। www.offsidebangladesh.com। ১৬ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৪।
- ↑ "নারী লীগে ফরাশগঞ্জ ও রেঞ্জার্সের জয়!"। www.offsidebangladesh.com। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।