২০২৩–২৪ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।
২০২৩–২৪ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
শ্রীলঙ্কা | আফগানিস্তান | ||
তারিখ | ১ অক্টোবর ২০২৩ – ১৫ অক্টোবর ২০২৩ | ||
অধিনায়ক |
ধনঞ্জয় দে সিলভা (টেস্ট) কুশল মেন্ডিস (ওডিআই) ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (টি২০আই) |
হাশমতউল্লাহ শাহিদি (টেস্ট ও ওডিআই) ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৪১) | রহমত শাহ (১৪৫) | |
সর্বাধিক উইকেট | প্রভাত জয়াসুরিয়া (৮) | নাভিদ জাদরান (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | প্রভাত জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–০ ব্যবধানে জয়ী | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী |
দলীয় সদস্য
সম্পাদনাএকমাত্র টেস্ট
সম্পাদনা২–৬ ফেব্রুয়ারি ২০২৪
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- চামিকা গুণাসেকারা (শ্রীলঙ্কা), নূর আলী, জিয়া-উর-রহমান আকবর, মোহাম্মদ সলিম ও নাভিদ জাদরান (আফগানিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
- ধনঞ্জয় দে সিলভা শ্রীলঙ্কার অধিনায়কত্ব টেস্ট প্রথমবার।
- কসুন রজিতা-এর বদলি হিসেবে খেলেন চামিকা গুণাসেকারা আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালীন ৩য় দিনে শ্রীলঙ্কার জন্য কনকাশন বিকল্প।
- ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।