২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

বাংলাদেশ ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা জুলাই থেকে অগাস্ট ২০২২-এ অনুষ্ঠিত হয়। [১] ওডিআই সিরিজটি হবে নতুন করে শুরু হওয়া ২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ প্রতিযোগিতার অংশ।[২][৩]

২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে বাংলাদেশ
তারিখ ৩ – ২৭ জুলাই ২০২১
অধিনায়ক ব্রেন্ডন টেলর (টেস্ট, ওডিআই)
সিকান্দার রাজা (টি২০আই)
মমিনুল হক (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
মাহমুদুল্লাহ রিয়াদ (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ব্রেন্ডন টেলর (১৭৩) মাহমুদুল্লাহ রিয়াদ (১৫০)
সর্বাধিক উইকেট ব্লেসিং মুজারাবানি (৯) মেহেদী হাসান (৯)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রেজিস চাকাভা (১৬৪) লিটন দাস (১৫৫)
সর্বাধিক উইকেট লুক জংউই (৬) সাকিব আল হাসান (৮)
সিরিজ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ওয়েসলি মাধেভেরে (১৫০) সৌম্য সরকার (১২৬)
সর্বাধিক উইকেট লুক জংউই (৫) শরিফুল ইসলাম (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সৌম্য সরকার (বাংলাদেশ)

দলীয় সদস্য সম্পাদনা

টেস্ট ওডিআই টি২০আই
  জিম্বাবুয়ে   বাংলাদেশ   জিম্বাবুয়ে   বাংলাদেশ   জিম্বাবুয়ে   বাংলাদেশ

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

৩–৪ জুলাই ২০২১
৩১৩/২ঘো (৯০ ওভার)
সাকিব আল হাসান ৭৪* (৫৬)
লুক জংউই ১/২৩ (১১ ওভার)
২০২ (৭৪.৫ ওভার)
টিমিসেন মারুমা ৫৮ (১৩২)
সাকিব আল হাসান ৩/৩৪ (১২.৫ ওভার)
২২/০ (৭.১ ওভার)
তামিম ইকবাল ১৮* (৩০)
  • বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২১
০৯:৩০
বাংলাদেশ  
২৯৬/৬ (৫০ ওভার)
  • বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খারাপ আলোর কারণে আর কোনও খেলা সম্ভব হয়নি।

একমাত্র টেস্ট সম্পাদনা

৭–১১ জুলাই ২০২১
Scorecard
৪৬৮ (১২৬ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ১৫০* (২৭৮)
ব্লেসিং মুজারাবানি ৪/৯৪ (২৯ ওভার)
২৭৬ (১১১.৫ ওভার)
তাকুদজওয়ানাশে কৈতানো ৮৭ (৩১১)
মেহেদী হাসান ৫/৮২ (৩১ ওভার)
২৮৪/১ঘো (৬৭.৪ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১১৭* (১১৮)
রিচার্ড এনগারভা ১/৩৬ (৯ ওভার)
২৫৬ (৯৪.৪ ওভার)
ব্রেন্ডন টেলর ৯২ (৭৩)
মেহেদী হাসান ৪/৬৬ (৩০.৪ ওভার)
বাংলাদেশ ২২০ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ)

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৬ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে  
২৭৬/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ
১২১ (২৮.৫ ওভার)
লিটন দাস ১০২ (১১৪)
লুক জংউই ৩/৫১ (৯ ওভার)
রেজিস চাকাভা ৫৪ (৫১)
সাকিব আল হাসান ৫/৩০ (৯.৫ ওভার)
বাংলাদেশ ১৫৫ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিটন দাস (বাংলাদেশ)

২য় ওডিআই সম্পাদনা

১৮ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে  
২৪০/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ
২৪২/৭ (৪৯.১ ওভার)
সাকিব আল হাসান ৯৬* (১০৯)
লুক জংউই ২/৪৬ (৮ ওভার)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, জিম্বাবুয়ে ০।

৩য় ওডিআই সম্পাদনা

২০ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে  
২৯৮ (৪৯.৩ ওভার)
  বাংলাদেশ
৩০২/৫ (৪৮ ওভার)
তামিম ইকবাল ১১২ (৯৭)
ওয়েসলি মাধেভেরে ২/৪৫ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) তার মধ্যে খেলেছে ২০০তম ওডিআই
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, জিম্বাবুয়ে ০।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২২ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে  
১৫২ (১৯ ওভার)
  বাংলাদেশ
১৫৬/২ (১৮.৫ ওভার)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডিওন মাইয়ার্স (জিম্বাবুয়ে) তার টি২০আই অভিষেক হয়।
  • সৌম্য সরকার (বাংলাদেশ) টি২০আইতে তার ১,০০০তম রান করেছেন।

২য় টি২০আই সম্পাদনা

২৩ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে  
১৬৬/৬ (২০ ওভার)
  বাংলাদেশ
১৪৩ (১৯.৫ ওভার)
জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েসলি মাধেভেরে (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শামিম হোসেন (বাংলাদেশ) তার টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

২৫ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে  
১৯৩/৫ (২০ ওভার)
  বাংলাদেশ
১৯৪/৫ (১৯.২ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৌম্য সরকার (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Complete 2021 schedule of Bangladesh cricket team with Shakib Al Hasan set for comeback"The National। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২১ 
  2. "Schedule for inaugural World Test Championship announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  4. "Mahmudullah makes shock decision to retire from Test cricket"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১ 
  5. "Shadman, Shanto tons set Zimbabwe 477 to win"BD Crictime। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১