২০২১ ত্রিদেশীয় কাপ (কিরগিজস্তান)
২০২১ ত্রিদেশীয় কাপ কিরগিজ ফুটবল ইউনিয়ন কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট।[১][২] ২০২১ সালের ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সবগুলো খেলাই দোলেন অমুরজাকভ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩][৪][৫] এতে কিরগিজস্তান জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | কিরগিজস্তান |
শহর | বিশকেক |
তারিখ | ২–৭ সেপ্টেম্বর ২০২১ |
দল | ৩ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | কিরগিজস্তান |
রানার-আপ | ফিলিস্তিন |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩ |
গোল সংখ্যা | ৮ (ম্যাচ প্রতি ২.৬৭টি) |
অংশগ্রহণকারী দেশ
সম্পাদনাবন্ধনীতে ফিফা র্যাংকিং (১২ আগস্ট ২০২১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ])।
- কিরগিজস্তান (১০১)
- ফিলিস্তিন (১০২)
- বাংলাদেশ (১৮৮)
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কিরগিজস্তান (H, C) | ২ | ২ | ০ | ০ | ৫ | ১ | +৪ | ৬ |
২ | ফিলিস্তিন | ২ | ১ | ০ | ১ | ২ | ১ | +১ | ৩ |
৩ | বাংলাদেশ | ২ | ০ | ০ | ২ | ১ | ৬ | −৫ | ০ |
ম্যাচ
সম্পাদনাকিরগিজস্তান | ৪–১ | বাংলাদেশ |
---|---|---|
মলদোজুনুস্সাফ ১০' শুকুরাফ ৩৯' রুস্তামাফ ৪৬' দুইশাবিয়াকাফ ৮৯' |
প্রতিবেদন | সুফিল ৫৩' |
পরিসংখ্যান
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৩টি ম্যাচে ৮টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৬৭টি গোল।
১টি গোল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bishkek Will Host The Three Nations Cup With The Participation Of The National Team"। kfu.kg। ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Three Nations Cup: Kyrgyzstan held first training in preparation for friendly matches against Palestine and Bangladesh"। AKIpress। ২৪ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "Кыргызский футбольный союз"। kfu.kg। ২০২১-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৬।
- ↑ "Кыргызский футбольный союз"। kfu.kg। ২০২১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৬।
- ↑ "তিন জাতির টুর্নামেন্টের বাংলাদেশ দল ঘোষণা"। এনটিভি। ২৪ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।