২০২১ ত্রিদেশীয় কাপ (নেপাল)

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

২০২১ ত্রিদেশীয় কাপ হলো অখিল নেপাল ফুটবল সংঘ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল প্রতিযোগিতা যা ২০২১ সালের মার্চ মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল।[২][৩][৪]

২০২১ ত্রিদেশীয় কাপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল
শহরকাঠমান্ডু
তারিখ২৩ – ২৯ মার্চ ২০২১
দল৩ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন   নেপাল
রানার-আপ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা৪ (ম্যাচ প্রতি ১টি)
শীর্ষ গোলদাতা৩ জন খেলোয়াড়
(প্রত্যেকে ১ গোল)
সেরা খেলোয়াড়রোহিত চন্দ[১]

মাঠ সম্পাদনা

প্রতিযোগিতার সকল খেলা নেপালের কাঠমান্ডুতে অবস্থিত দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

কাঠমান্ডু
দশরথ রঙ্গশালা
ধারণক্ষমতা: ১৫,০০০
 

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  বাংলাদেশ +১ ফাইনালে উন্নীত
    নেপাল (H)
  কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ −১
উৎস: NEPAL90’
(H) স্বাগতিক।

খেলাসমূহ সম্পাদনা

লিগ পর্ব সম্পাদনা

কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩  ০–১  বাংলাদেশ
প্রতিবেদন বাইয়ামান   ৩০' (আ.গো.)
রেফারি: নবীন্দ্র মহার্জন (নেপাল)

নেপাল    ০–০  কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩
প্রতিবেদন
রেফারি: তেজস নাগভেনকার (ভারত)

বাংলাদেশ  ০–০    নেপাল
প্রতিবেদন
রেফারি: তেজস নাগভেনকার (ভারত)

ফাইনাল সম্পাদনা

বাংলাদেশ  ১–২    নেপাল
প্রতিবেদন
রেফারি: তেজস নাগভেনকার (ভারত)

পরিসংখ্যান সম্পাদনা

এই প্রতিযোগিতায় ৪টি ম্যাচে ৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ১টি গোল।

১টি গোল

১টি আত্মঘাতী গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rohit Chand Is Adjudged The MVP"GoalNepal। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  2. "ANFA | Three Nations Cup 2021"the-anfa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  3. Service, Himalayan News (৬ মার্চ ২০২১)। "ANFA to host three-nation series"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  4. Scores, Daily Live (১৬ মার্চ ২০২১)। "ANFA Publish the Fixtures of Three Nations Cup 2021" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২