২০২১ কোপা আমেরিকা গ্রুপ বি

২০২১ কোপা আমেরিকার গ্রুপ বি-এর (যা উত্তরাঞ্চল হিসেবেও পরিচিত) সকল ম্যাচ ২০২১ সালের ১২ হতে ২৭শে জুন তারিখ পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে।[] এই গ্রুপে কলম্বিয়া, এই আসরের আয়োজক ও পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পেরু একে অপরের মুখোমুখি হয়েছে।[]

মূলত, ২০২০ সালের ১৩ই জুন হতে ১লা জুলাই তারিখ পর্যন্ত এই গ্রুপের সকল ম্যাচ কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[] তবে ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।[]

অবস্থান দল অংশগ্রহণ সেরা সাফল্য ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
বি১   কলম্বিয়া ২৩তম বিজয়ী (২০০১) ৩য়
বি২   ব্রাজিল ৩৭তম বিজয়ী (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯) ১৫তম
বি৩   ভেনেজুয়েলা ১৯তম চতুর্থ স্থান (২০১১) ৩০তম
বি৪   ইকুয়েডর ২৯তম চতুর্থ স্থান (১৯৫৯ (ইকুয়েডর), ১৯৯৩) ৫৩তম
বি৫   পেরু ৩৩তম বিজয়ী (১৯৩৯, ১৯৭৫) ২৭তম

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ব্রাজিল (H) ১০ +৮ ১০ নকআউট পর্বে উত্তীর্ণ
  পেরু −২
  কলম্বিয়া −১
  ইকুয়েডর −১
  ভেনেজুয়েলা −৪
উৎস: কনমেবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

কোয়ার্টার ফাইনালে,[]

  • গ্রুপ বি-এর প্রথম স্থান অধিকারী দল (ব্রাজিল) গ্রুপ এ-এর চতুর্থ স্থান অধিক দলের (চিলি) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল (পেরু) গ্রুপ এ-এর তৃতীয় স্থান অধিক দলের (প্যারাগুয়ে) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর তৃতীয় স্থান অধিকারী দল (কলম্বিয়া) গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিক দলের (উরুগুয়ে) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর চতুর্থ স্থান অধিকারী দল (ইকুয়েডর) গ্রুপ এ-এর প্রথম স্থান অধিক দলের (আর্জেন্টিনা) মুখোমুখি হবে।

এই আসরের মূল সময়সূচী এবং কিক-অফের সময় যথাক্রমে ২০১৯ সালের ৩রা ডিসেম্বর এবং ২০২০ সালের ৪ঠা মার্চ তারিখে ঘোষণা করা হয়েছিল।[][] পরবর্তীকালে ২০২১ সালের জন্য ২০২০ সালের ১৩ই আগস্ট তারিখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[][] কাতারের নাম প্রত্যাহারের পর, ২০২১ সালের ১৫ই মার্চ তারিখে নতুন এবং সংক্ষিপ্ত সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[][]

গ্রুপ বি-র নতুন সময়সূচীতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল মেদেয়িনের আতানাসিও গিরার্দোত স্পোর্টস কমপ্লেক্সের সকল ম্যাচ কালির অলিম্পিকো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামের স্থানান্তরিত করা।

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় ব্রাজিল সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি-৩)। কুইয়াবা একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত, এজন্য তাদের স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।

ব্রাজিল বনাম ভেনেজুয়েলা

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
ভেনেজুয়েলা
গো আলিসন
রা.ব্যা. দানিলো
সে.ব্যা. ১৪ এদের মিলিতাও
সে.ব্যা. মার্কিনিয়োস
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৩৮'   ৪৬'
সে.মি. ১৭ লুকাস পাকেতা   ৪৬'
সে.মি. কাজিমিরো (অধি:)
সে.মি. ফ্রেদ   ৪৬'
রা.উ. গাব্রিয়েল জেসুস   ৮৬'
সে.ফ. রিচার্লিসন   ৬৫'
লে.উ. ১০ নেইমার
বদলি খেলোয়াড়:
আলেক্স সান্দ্রো   ৪৬'
১১ এভের্তোন রিবেইরো   ৪৬'
২১ গাব্রিয়েল বারবোসা   ৬৬'   ৬৫'
১৫ ফাবিনিয়ো   ৮৬'
১৮ ভিনিসিউস জুনিয়র   ৮৬'
ম্যানেজার:
  তিতে
 
গো ১২ ইয়োয়েল গ্রাতেরোল
রা.ব্যা. ২১ আলেক্সান্দের গোনসালেস   ৯০+২'
সে.ব্যা. ২৮ আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা. ফ্রান্সিস্কো লা মান্তিয়া
সে.ব্যা. ১৪ লুইস মাগো   ৮০'
লে.ব্যা. ২৭ ইয়োয়ান কুমানা
রা.মি. ১৩ হোসে আন্দ্রেস মার্তিনেস
সে.মি. জুনিয়র মোরেনো
সে.মি. ২৪ বের্নালদো মানসানো   ৬৯'   ৭৭'
লে.মি. ২৩ ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র   ৮৪'
সে.ফ. ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)   ৭৭'
বদলি খেলোয়াড়:
২৫ রিচার্দ সেলিস   ৭৭'
১১ সের্হিও কোর্দোভা   ৭৭'
২৬ এদসোন কাস্তিয়ো   ৮৪'
২০ রোনালদ এর্নান্দেস   ৯০+২'
ম্যানেজার:
  জোসে পেসেইরো

সহকারী রেফারি:[১০]
কার্লোস বারেইরো (উরুগুয়ে)
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

কলম্বিয়া বনাম ইকুয়েডর

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
 
 
 
 
 
 
 
 
 
ইকুয়েডর
গো দাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা. ১৬ দানিয়েল মুনিয়োস   ৭৯'
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ওস্কার মুরিয়ো   ৮২'
লে.ব্যা. ১৭ ইয়াইরো মোরেনো   ৪৫+৫'
রা.মি. ১১ হুয়ান কুয়াদ্রাদো
সে.মি. উইলমার বারিয়োস
সে.মি. ১৫ মাতেউস উরিবে   ২৫'   ৬১'
লে.মি. ১০ এদউইন কার্দোনা   ৮২'
রা.ফ. ১৮ রাফায়েল সান্তোস বোরে   ৯০'
লে.ফ. ১৯ মিগেল বোরহা   ৬১'
বদলি খেলোয়াড়:
উইলিয়াম তেসিয়ো   ৪৫+৫'
২১ সেবাস্তিয়ান পেরেস   ৬১'
দুভান সাপাতা   ৬১'
২৩ দাভিদসন সানচেস   ৮২'
গুস্তাভো কুয়েয়ার   ৮২'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা
 
গো ১২ পেদ্রো ওর্তিস
রা.ব্যা. ১৭ আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা. রোবের্ত আরবোলেদা
সে.ব্যা. পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা. পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি. ১৯ গোনসালো প্লাতা   ৬৯'
সে.মি. ২০ সেবাস মেন্দেস
সে.মি. ২৩ মোইসেস কাইসেদো   ৮০'
লে.মি. ফিদেল মার্তিনেস   ৫৯'
রা.ফ. ১১ মাইকেল এস্ত্রাদা   ৬৯'
লে.ফ. ১৩ এনের ভালেনসিয়া (অধি:)   ৮৭'
বদলি খেলোয়াড়:
১৫ আনহেল মেনা   ৫৯'
১৮ আইর্তোন প্রেসিয়াদো   ৬৯'
২৬ হোর্দি কাইসেদো   ৬৯'
১০ দামিয়ান দিয়াস   ৮০'
ম্যানেজার:
  গুস্তাভো আলফারো

সহকারী রেফারি:[১০]
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
হেসুস হিল মানসানো (স্পেন)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)

কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
 
 
 
 
 
 
 
 
ভেনেজুয়েলা
গো দাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা. ১৬ দানিয়েল মুনিয়োস
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ২৩ দাভিদসন সানচেস
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো
রা.মি. ১১ হুয়ান কুয়াদ্রাদো   ৭৭'
সে.মি. উইলমার বারিয়োস
সে.মি. ১৫ মাতেউস উরিবে   ৮২'
লে.মি. ১০ এদউইন কার্দোনা   ৬২'
রা.ফ. লুইস মুরিয়েল   ৬২'
লে.ফ. দুভান সাপাতা   ৭৩'
বদলি খেলোয়াড়:
২৭ লেয়ান্দ্রো কাম্পাস   ৬২'
১৪ লুইস দিয়াস   ৯০+৪'   ৬২'
১৯ মিগেল বোরহা   ৭৩'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা
 
গো উইলকের ফারিনিয়েস
রা.ব্যা. ২১ আলেক্সান্দের গোনসালেস   ৮৯'
সে.ব্যা. ২৮ আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা. ফ্রান্সিস্কো লা মান্তিয়া   ৫৫'
সে.ব্যা. ১৪ লুইস মাগো
লে.ব্যা. ২৭ ইয়োয়ান কুমানা   ৮৬'
রা.মি. ১৩ হোসে আন্দ্রেস মার্তিনেস   ৮১'
সে.মি. জুনিয়র মোরেনো
সে.মি. ২৪ বের্নালদো মানসানো   ৫৯'
লে.মি. ২৩ ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র   ৮৯'
সে.ফ. ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)   ৫১'   ৮৩'
বদলি খেলোয়াড়:
ইয়ানহেল এরেরা   ৭৭'   ৫৯'
১১ সের্হিও কোর্দোভা   ৮৩'
২০ রোনালদ এর্নান্দেস   ৮৯'
২৬ এদসোন কাস্তিয়ো   ৮৯'
ম্যানেজার:
  জোসে পেসেইরো

ম্যান অব দ্য ম্যাচ:
উইলকের ফারিনিয়েস (ভেনেজুয়েলা)[১১]

সহকারী রেফারি:[১২]
এদুয়ার্দো কার্দোসো (প্যারাগুয়ে)
মিলিসিয়াদেস সালদিভার (প্যারাগুয়ে)
চতুর্থ রেফারি:
দানিয়েল ফেদোরজুক (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
দের্লিস লোপেস (প্যারাগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান গাব্রিয়েল বেনিতেস (প্যারাগুয়ে)

ব্রাজিল বনাম পেরু

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো ২৩ এদেরসন
রা.ব্যা. দানিলো   ৮৪'
সে.ব্যা. ১৪ এদের মিলিতাও
সে.ব্যা. থিয়াগো সিলভা (অধি:)
লে.ব্যা. আলেক্স সান্দ্রো   ৭৭'
রা.মি. গাব্রিয়েল জেসুস   ৫৯'   ৭২'
সে.মি. ১৫ ফাবিনিয়ো
সে.মি. ফ্রেদ
লে.মি. ১৯ এভের্তোন   ৪৬'
রা.ফ. ২১ গাব্রিয়েল বারবোসা   ৪৬'
লে.ফ. ১০ নেইমার
বদলি খেলোয়াড়:
লে.মি. ১১ এভের্তোন রিবেইরো   ৪৬'
রা.ফ. রিচার্লিসন   ৪৬'
রা.মি. ২০ রোবের্তো ফিরমিনো   ৭২'
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৭৭'
রা.ব্যা. ১৩ এমের্সন   ৮৪'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা
 
গো পেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা. আলদো কোরসো
সে.ব্যা. ১৫ ক্রিস্তিয়ান রামোস   ২৩'
সে.ব্যা. লুইস আবরাম
লে.ব্যা. ১৬ মার্কোস লোপেস
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন   ৪৪'   ৭৪'
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো
অ্যা.মি. সের্হিও পেনিয়া   ৬৭'
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৭৪'
সে.ফ. জানলুকা লাপাদুলা   ৬৭'
বদলি খেলোয়াড়:
অ্যা.মি. ১৭ লুইস ইবেরিকো   ৬৭'
সে.ফ. ১১ আলেক্স ভালেরা   ৬৭'
লে.উ. গেরালদ তারাভা   ৮২'   ৭৪'
সে.মি. ২৩ আলেক্সিস আরিয়া   ৭৪'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
নেইমার (ব্রাজিল)[১৩]

সহকারী রেফারি:[১২]
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
ভেনেজুয়েলা
 
 
 
 
 
 
 
 
 
ইকুয়েডর
গো উইলকের ফারিনিয়েস
রা.ব্যা. ২১ আলেক্সান্দের গোনসালেস
সে.ব্যা. হোসে ভেলাসকেস
সে.ব্যা. ২৮ আদ্রিয়ান মার্তিনেস
সে.ব্যা. ১৪ লুইস মাগো
লে.ব্যা. ২৭ ইয়োয়ান কুমানা   ৭৭'
রা.মি. ১৩ হোসে আন্দ্রেস মার্তিনেস   ৭৭'
সে.মি. জুনিয়র মোরেনো   ৮২'
সে.মি. ২৬ এদসোন কাস্তিয়ো
লে.মি. ২৩ ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র   ৮২'
সে.ফ. ফের্নান্দো আরিস্তেগিয়েতা (অধি:)   ৫৭'
বদলি খেলোয়াড়:
১১ সের্হিও কোর্দোভা   ৫৭'
২০ রোনালদ এর্নান্দেস   ৭৭'
১৫ হান কার্লোস উর্তাদো   ৭৭'
২৪ বের্নালদো মানসানো   ৮২'
২৫ রিচার্দ সেলিস   ৮২'
ম্যানেজার:
  জোসে পেসেইরো
গো ১২ পেদ্রো ওর্তিস
রা.ব্যা. ১৭ আঙ্গেলো প্রেসিয়াদো   ৪৫+৩'
সে.ব্যা. রোবের্ত আরবোলেদা
সে.ব্যা. পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা. পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি. ১৫ আনহেল মেনা   ৬৮'
সে.মি. ২০ সেবাস মেন্দেস   ৬৭'
সে.মি. ২৩ মোইসেস কাইসেদো   ৮১'
লে.মি. ১৮ আইর্তোন প্রেসিয়াদো   ৮৮'
রা.ফ. লেওনাদ্রো কাম্পানা
লে.ফ. ১৩ এনের ভালেনসিয়া (অধি:)   ২১'   ৮৩'
বদলি খেলোয়াড়:
ক্রিস্তিয়ান নোবোয়া   ৬৭'
১৯ গোনসালো প্লাতা   ৬৮'
২১ আলান ফ্রাঙ্কো   ৮৩'
ফিদেল মার্তিনেস   ৮৮'
ম্যানেজার:
  গুস্তাভো আলফারো

ম্যান অব দ্য ম্যাচ:
গোনসালো প্লাতা (ইকুয়েডর)[১৪]

সহকারী রেফারি:[১৫]
ক্রিস্তিয়ান শিমান (চিলি)
কাউদিও রিওস (চিলি)
চতুর্থ রেফারি:
লেওদান গোনসালেস (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

কলম্বিয়া বনাম পেরু

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো দাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা. স্তেফানো মেদিনা   ৮১'
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ২৩ দাভিদসন সানচেস
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো
সে.মি. উইলমার বারিয়োস
সে.মি. ২১ সেবাস্তিয়ান পেরেস   ৬০'
রা.উ. ১১ হুয়ান কুয়াদ্রাদো
অ্যা.মি. ১০ এদউইন কার্দোনা   ৭০'
লে.উ. দুভান সাপাতা   ৬১'
সে.ফ. ১৯ মিগেল বোরহা   ২৯'
বদলি খেলোয়াড়:
গুস্তাভো কুয়েয়ার   ৬০'
লুইস মুরিয়েল   ৬১'
২৮ ইমি চারা   ৭০'
২০ আলফ্রেদো মোরেলোস   ৮১'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা
গো পেদ্রো গায়েসে   ৫১'
রা.ব্যা. আলদো কোরসো
সে.ব্যা. ১৫ ক্রিস্তিয়ান রামোস
সে.ব্যা. ২২ আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা. ১৬ মার্কোস লোপেস
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন (অধি:)
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো   ৪৩'
অ্যা.মি. সের্হিও পেনিয়া   ৮৩'
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৯০+২'
সে.ফ. জানলুকা লাপাদুলা   ৮৩'
বদলি খেলোয়াড়:
১৪ উইলদের কারতাহেনা   ৮৩'
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৮৩'
২৪ রাসিয়েল গার্সিয়া   ৯০+২'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
রেনাতো তাপিয়া (পেরু)[১৬]

সহকারী রেফারি:[১৫]
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
এদোয়ার সাভেদ্রা (বলিভিয়া)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
আন্দ্রেস মাতোন্তে (বলিভিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
দানিয়েল ফেদোরসুক (প্যারাগুয়ে)

ইকুয়েডর বনাম পেরু

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ইকুয়েডর
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো এর্নান গালিন্দেস
রা.ব্যা. ১৭ আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা. রোবের্ত আরবোলেদা (অধি:)
সে.ব্যা. পিয়েরো ইঙ্কাপিয়ে   ৫৭'
লে.ব্যা. পেরভিস এস্তুপিনিয়ান
রা.মি. ২১ আলান ফ্রাঙ্কো   ৮২'
সে.মি. ২০ সেবাস মেন্দেস   ৮১'
সে.মি. ২৩ মোইসেস কাইসেদো
লে.মি. ১৮ আইর্তোন প্রেসিয়াদো   ৯০+২'
সে.স্ট্রা. ১০ দামিয়ান দিয়াস   ৬৪'
সে.ফ. লেওনাদ্রো কাম্পানা   ৬৪'
বদলি খেলোয়াড়:
১১ মাইকেল এস্ত্রাদা   ৬৪'
১৫ আনহেল মেনা   ৬৪'
ক্রিস্তিয়ান নোবোয়া   ৮১'
২৬ হোর্দি কাইসেদো   ৮২'
ফিদেল মার্তিনেস   ৯০+২'
ম্যানেজার:
  গুস্তাভো আলফারো
গো পেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা. আলদো কোরসো
সে.ব্যা. ১৫ ক্রিস্তিয়ান রামোস   ৮৮'
সে.ব্যা. ২২ আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা. মিগেল ত্রাউকো
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন   ৯০+৩'
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো
অ্যা.মি. সের্হিও পেনিয়া   ৭৮'
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৮৬'
সে.ফ. জানলুকা লাপাদুলা   ৭৮'
বদলি খেলোয়াড়:
১৪ উইলদের কারতাহেনা   ৭৮'
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৭৮'
মিগেল আরাউহো   ৮৬'
১৭ লুইস ইবেরিকো   ৯০+৩'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
জানলুকা লাপাদুলা (পেরু)[১৭]

সহকারী রেফারি:[১৮]
দিয়েগো সেভিয়া (স্পেন)
আনহেল নেভাদো (স্পেন)
চতুর্থ রেফারি:
পাত্রিসিও লুস্তাউ (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
রিকার্দো দে বুর্গোস বেঙ্গোয়েতসেয়া (কলম্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো (কলম্বিয়া)

ব্রাজিল বনাম কলম্বিয়া

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
গো ১২ ওয়েভের্তোন
রা.ব্যা. দানিলো
সে.ব্যা. মার্কিনিয়োস (অধি:)
সে.ব্যা. থিয়াগো সিলভা
লে.ব্যা. আলেক্স সান্দ্রো   ১৪'   ৬২'
সে.মি. ১১ এভের্তোন রিবেইরো   ২৭'   ৪৬'
সে.মি. কাজিমিরো
সে.মি. ফ্রেদ   ৬৮'
রা.উ. গাব্রিয়েল জেসুস   ৭৭'
সে.ফ. রিচার্লিসন   ৭৭'
লে.উ. ১০ নেইমার   ৮৭'
বদলি খেলোয়াড়:
২০ রোবের্তো ফিরমিনো   ৪৬'
১৬ রেনান লোদি   ৬২'
১৭ লুকাস পাকেতা   ৬৮'
১৯ এভের্তোন   ৭৭'
২১ গাব্রিয়েল বারবোসা   ৭৭'
ম্যানেজার:
  তিতে
গো দাভিদ ওসপিনা (অধি:)   ৮১'
রা.ব্যা. ১৬ দানিয়েল মুনিয়োস
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ২৩ দাভিদসন সানচেস
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো
রা.মি. ১১ হুয়ান কুয়াদ্রাদো   ৭০'
সে.মি. উইলমার বারিয়োস   ৯০+৯'
সে.মি. ১৫ মাতেউস উরিবে
লে.মি. ১৪ লুইস দিয়াস   ৯০+১'
রা.ফ. ১৮ রাফায়েল সান্তোস বোরে   ৬৪'
লে.ফ. দুভান সাপাতা   ৬৪'
বদলি খেলোয়াড়:
গুস্তাভো কুয়েয়ার   ৯০+১২'   ৬৪'
১৯ মিগেল বোরহা   ৬৪'
ওস্কার মুরিয়ো   ৯০+১'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা

ম্যান অব দ্য ম্যাচ:
লুইস দিয়াস (কলম্বিয়া)[১৯]

সহকারী রেফারি:[১৮]
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
হোসে আন্তেলো (বলিভিয়া)
চতুর্থ রেফারি:
লেওদান গোনসালেস (উরুগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)

ইকুয়েডর বনাম ব্রাজিল

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
 
ইকুয়েডর
গো আলিসন
রা.ব্যা. ১৩ এমের্সন
সে.ব্যা. ১৪ এদের মিলিতাও
সে.ব্যা. মার্কিনিয়োস (অধি:)
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৪৯'
সে.মি. ১৫ ফাবিনিয়ো
সে.মি. ২৫ দোগলাস লুইস   ৬৩'
রা.উ. ১৭ লুকাস পাকেতা   ৭৮'
অ্যা.মি. ২০ রোবের্তো ফিরমিনো   ৬৩'
লে.উ. ১৯ এভের্তোন   ৭৮'
সে.ফ. ২১ গাব্রিয়েল বারবোসা
বদলি খেলোয়াড়:
দানিলো   ৪৯'
কাজিমিরো   ৬৩'
১৮ ভিনিসিউস জুনিয়র   ৬৩'
১১ এভের্তোন রিবেইরো   ৭৮'
রিচার্লিসন   ৭৮'
ম্যানেজার:
  তিতে
গো এর্নান গালিন্দেস
রা.ব্যা. ১৭ আঙ্গেলো প্রেসিয়াদো
সে.ব্যা. রোবের্ত আরবোলেদা
সে.ব্যা. পিয়েরো ইঙ্কাপিয়ে
লে.ব্যা. পেরভিস এস্তুপিনিয়ান   ৮৩'
রা.মি. ২১ আলান ফ্রাঙ্কো
সে.মি. ২০ সেবাস মেন্দেস
সে.মি. ২৩ মোইসেস কাইসেদো   ১৭'
লে.মি. ২৭ দিয়েগো পালাসিয়োস   ৭২'
রা.ফ. ১৩ এনের ভালেনসিয়া (অধি:)   ৮৩'
লে.ফ. ১৮ আইর্তোন প্রেসিয়াদো   ৮৪'
বদলি খেলোয়াড়:
১৫ আনহেল মেনা   ১৭'
১৯ গোনসালো প্লাতা   ৭২'
লেওনাদ্রো কাম্পানা   ৮৩'
১৬ মারিও পিনেইদা   ৮৪'
ম্যানেজার:
  গুস্তাভো আলফারো

ম্যান অব দ্য ম্যাচ:
এনের ভালেনসিয়া (ইকুয়েডর)[২০]

সহকারী রেফারি:[২১]
ক্রিস্তিয়ান শিমান (চিলি)
কাউদিও রিওস (চিলি)
চতুর্থ রেফারি:
আন্দ্রেস মাতোন্তে (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)

ভেনেজুয়েলা বনাম পেরু

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
ভেনেজুয়েলা
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো উইলকের ফারিনিয়েস
রা.ব্যা. ১৬ রোবের্তো রোসালেস (অধি:)   ৬৯'
সে.ব্যা. নাউয়েল ফেরারেসি
সে.ব্যা. মিকেল ভিয়ানুয়েভা
সে.ব্যা. ১৪ লুইস মাগো
লে.ব্যা. ২০ রোনালদ এর্নান্দেস   ২১'
রা.মি. ইয়েফেরসোন সাভারিনো   ৫৯'
সে.মি. জুনিয়র মোরেনো
সে.মি. ২৬ এদসোন কাস্তিয়ো   ৬৯'
লে.মি. ২৩ ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র   ৫৯'
সে.ফ. ১১ সের্হিও কোর্দোভা   ৭৮'
বদলি খেলোয়াড়:
১৩ হোসে আন্দ্রেস মার্তিনেস   ৫৯'
১৮ রোমুলো ওতেরো   ৫৯'
২১ আলেক্সান্দের গোনসালেস   ৬৯'
১০ ইয়েফেরসোন সোতেলদো   ৬৯'
১৫ হান কার্লোস উর্তাদো   ৭৮'
ম্যানেজার:
  জোসে পেসেইরো
গো পেদ্রো গায়েসে
রা.ব্যা. আলদো কোরসো
সে.ব্যা. মিগেল আরাউহো
সে.ব্যা. ২২ আলেক্সান্দের কায়েন্স   ২৭'
লে.ব্যা. মিগেল ত্রাউকো
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া   ৭৩'
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন (অধি:)
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো   ৭৩'
অ্যা.মি. সের্হিও পেনিয়া
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৮৩'
সে.ফ. জানলুকা লাপাদুলা   ৮৩'
বদলি খেলোয়াড়:
লুইস আবরাম   ২৭'
১৪ উইলদের কারতাহেনা   ৭৩'
২৪ রাসিয়েল গার্সিয়া   ৭৩'
১১ আলেক্স ভালেরা   ৮৩'
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৮৩'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
আন্দ্রে কারিয়ো (পেরু)[২২]

সহকারী রেফারি:[২১]
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
এদুয়ার্দো কার্দোজো (প্যারাগুয়ে)
চতুর্থ রেফারি:
এবের আকিনো (প্যারাগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
দের্লিস লোপেজ (প্যারাগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান গাব্রিয়েল বেনিতেস (প্যারাগুয়ে)

শাস্তিমূলক পয়েন্ট

সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ ৪র্থ ম্যাচ ৫ম ম্যাচ পয়েন্ট
                                                           
  ব্রাজিল –৬
  কলম্বিয়া –১৪
  ভেনেজুয়েলা –৮
  ইকুয়েডর –৬
  পেরু –৬
  1. দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিনা দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CONMEBOL Copa América 2021 schedule" (PDF)। CONMEBOL.com। ১৩ আগস্ট ২০২০। 
  2. "Quedaron definidos los grupos de la CONMEBOL Copa América 2020" (স্পেনীয় ভাষায়)। CONMEBOL.com। ৩ ডিসেম্বর ২০১৯। 
  3. "PROGRAMA DE PARTIDOS CONMEBOL COPA AMÉRICA 2020" (পিডিএফ)। CONMEBOL.com। ৩ ডিসেম্বর ২০১৯। ২৫ জুন ২০২১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১ 
  4. "Comunicado Oficial"। CONMEBOL.com। ১৭ মার্চ ২০২০। 
  5. "Reglamento CONMEBOL Copa América 2021" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১২ মে ২০২১। ৫ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১ 
  6. "CONMEBOL Copa América 2020 schedule" (পিডিএফ)Colombian Football Federation। ৪ মার্চ ২০২০। ৫ মার্চ ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০ 
  7. "Calendario de la CONMEBOL Copa América 2021" (স্পেনীয় ভাষায়)। CONMEBOL.com। ১৩ আগস্ট ২০২০। 
  8. "La CONMEBOL Copa América 2021 ya tiene fixture definitivo" (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১৫ মার্চ ২০২১। ২১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১ 
  9. "Schedule" (PDF)। CONMEBOL। ১৫ মার্চ ২০২১। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১১ জুন ২০২১। ১৩ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  11. CONMEBOL [@CopaAmerica] (১৭ জুন ২০২১)। "Wuilker Faríñez fue el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  12. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১৫ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  13. CONMEBOL [@CopaAmerica] (১৭ জুন ২০২১)। "Neymar foi o Jogador da Partida diante do Peru" (টুইট) (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  14. CONMEBOL [@CopaAmerica] (২০ জুন ২০২১)। "@Gonzalo_Plata20 🇪🇨 es el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  15. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১৮ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  16. CONMEBOL [@CopaAmerica] (২০ জুন ২০২১)। "Renato Tapia 🇵🇪 fue elegido el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  17. CONMEBOL [@CopaAmerica] (২৩ জুন ২০২১)। "Gianluca Lapadula fue el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  18. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ২১ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  19. CONMEBOL [@CopaAmerica] (২৩ জুন ২০২১)। "Con su golazo, Luis Díaz fue el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  20. CONMEBOL [@CopaAmerica] (২৭ জুন ২০২১)। "Enner Valencia fue elegido el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  21. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ২৬ জুন ২০২১। ২৬ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২১ 
  22. CONMEBOL [@CopaAmerica] (২৭ জুন ২০২১)। "André Carrillo fue elegido el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা