২০২১ কোপা আমেরিকা নকআউট পর্ব

২০২১ কোপা আমেরিকার নকআউট পর্ব ২০২১ সালের ২রা জুলাই কোয়ার্টার-ফাইনালের মাধ্যমে শুরু হয়ে হতে ১০শে জুলাই তারিখে ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে। এই পর্বেরও সকল খেলা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে।[] এই পর্বের কোয়ার্টার-ফাইনালে গ্রুপ এ-এর শীর্ষ ৪টি দল গ্রুপ বি-এর ৪টি দল মুখোমুখি হয়েছিল। অতঃপর কোয়ার্টার-ফাইনালের বিজয়ী ৪টি দল দুই সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেমি-ফাইনালে পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণী খেলায় এবং বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হয়েছিল। ২০২১ সালের ১০ই জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দল (আর্জেন্টিনা) কোপা আমেরিকার শিরোপা জয়লাভ করেছে।

মূলত, ২০২০ সালের ৪ হতে ১২ই জুলাই তারিখ পর্যন্ত এই পর্বের সকল খেলা আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[][] তবে ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।[]

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় ব্রাজিল সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি-৩)।

বিন্যাস

সম্পাদনা

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, তবে;

  • কোয়ার্টার ফাইনালে, অতিরিক্ত সময় খেলার আয়োজন করা হবে না, বরং খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।
  • সেমি-ফাইনালে, তৃতীয় স্থান নির্ধারণী খেলায় এবং ফাইনালে, অতিরিক্ত সময় খেলা হবে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের চতুর্থ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উত্তীর্ণ দল

সম্পাদনা

উভয় গ্রুপের শীর্ষ চার স্থান অধিকারী দল নকআউট পর্বে খেলার জন্য উত্তীর্ণ হয়েছিল।

গ্রুপ ১ম স্থান অধিকারী ২য় স্থান অধিকারী ৩য় স্থান অধিকারী ৪র্থ স্থান অধিকারী
  আর্জেন্টিনা   উরুগুয়ে   প্যারাগুয়ে   চিলি
বি   ব্রাজিল   পেরু   কলম্বিয়া   ইকুয়েডর

বন্ধনী

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৩ জুলাই – ব্রাসিলিয়া
 
 
  আর্জেন্টিনা
 
৬ জুলাই – ব্রাসিলিয়া
 
  ইকুয়েডর
 
  আর্জেন্টিনা (পে.) ১ (৩)
 
৩ জুলাই – গোইয়ানিয়া
 
  কলম্বিয়া ১ (২)
 
  উরুগুয়ে ০ (২)
 
১০ জুলাই – রিউ দি জানেইরু (মা)
 
  কলম্বিয়া (পে.) ০ (৪)
 
  আর্জেন্টিনা
 
২ জুলাই – রিউ দি জানেইরু (নি)
 
  ব্রাজিল
 
  ব্রাজিল
 
৫ জুলাই – রিউ দি জানেইরু (নি)
 
  চিলি
 
  ব্রাজিল
 
২ জুলাই – গোইয়ানিয়া
 
  পেরু তৃতীয় স্থান নির্ধারণী
 
  পেরু (পে.) ৩ (৪)
 
৯ জুলাই – ব্রাসিলিয়া
 
  প্যারাগুয়ে ৩ (৩)
 
  কলম্বিয়া
 
 
  পেরু
 

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা

পেরু বনাম প্যারাগুয়ে

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
পেরু
 
 
 
 
 
 
 
 
 
 
প্যারাগুয়ে
গো পেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা. আলদো কোরসো   ৯০+২'
সে.ব্যা. ১৫ ক্রিস্তিয়ান রামোস
সে.ব্যা. আন্দেরসন সান্তামারিয়া   ১৫'
লে.ব্যা. মিগেল ত্রাউকো
সে.মি. সের্হিও পেনিয়া   ৬০'
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো   ৭৫'   ৮৫'
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৬০'
সে.ফ. জানলুকা লাপাদুলা
বদলি খেলোয়াড়:
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৬০'
২৬ ইলমার লোরা   ৯০+২'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা
 
গো আন্তোনি সিলভা
রা.ব্যা. ১৩ আলবের্তো এস্পানিয়োলা   ৮৭'
সে.ব্যা. ১৫ গুস্তাভো গোমেস (অধি:)   ৪২'   ৪৫+৩'
সে.ব্যা. জুনিয়র আলোনসো
লে.ব্যা. ২৪ দাভিদ মার্তিনেস
রা.মি. ১১ আনহেল রোমেরো
সে.মি. ২৩ মাতিয়াস ভিয়াসান্তি   ৪৯'   ৭৯'
সে.মি. ১৬ আনহেল কার্দোসো   ৪৬'
লে.মি. ১৯ সান্তিয়াগো আরসামেন্দিয়া   ৮৩'
রা.ফ. কার্লোস গোনসালেস   ৬৮'
লে.ফ. রিচার্দ সানচেস   ৮৩'
বদলি খেলোয়াড়:
রোবের্ত রোহাস   ৪৬'
১৮ ব্রাইয়ান সামুদিয়ো   ৬৮'
২৬ রোবের্ত পিরিস দা মোত্তা   ৭৯'
২৮ হুলিও এনসিসো   ৮৩'
গাব্রিয়েল আভালোস   ৮৩'
ম্যানেজার:
  এদুয়ার্দো বেরিসো

ম্যান অব দ্য ম্যাচ:
জানলুকা লাপাদুলা (পেরু)[]

সহকারী রেফারি:[]
কার্লোস বারেইরো (উরুগুয়ে)
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)
আলেক্সান্দের গুজমান (কলম্বিয়া)

ব্রাজিল বনাম চিলি

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
 
চিলি
গো ২৩ এদেরসন   ৮১'
রা.ব্যা. দানিলো
সে.ব্যা. মার্কিনিয়োস (অধি:)
সে.ব্যা. থিয়াগো সিলভা
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৯০+১'
সে.মি. কাজিমিরো
সে.মি. ফ্রেদ
রা.উ. গাব্রিয়েল জেসুস   ৪৮'
অ্যা.মি. ২০ রোবের্তো ফিরমিনো   ৪৬'
লে.উ. রিচার্লিসন   ৯০+১'
সে.ফ. ১০ নেইমার
বদলি খেলোয়াড়:
১৭ লুকাস পাকেতা   ৪৬'
১৪ এদের মিলিতাও   ৯০+১'
১৯ এভের্তোন   ৯০+১'
ম্যানেজার:
  তিতে
 
গো ক্লাউদিও ব্রাভো (অধি:)
রা.ব্যা. মাউরিসিয়ো ইসলা
সে.ব্যা. ফ্রান্সিস্কো সিয়েরালতা   ৫৮'
সে.ব্যা. ১৭ গারি মেদেল
সে.ব্যা. ১৮ সেবাস্তিয়ান ভেগাস   ৬৪'
লে.ব্যা. এউহেনিয়ো মেনা
সে.মি. আরতুরো ভিদাল   ৮৮'
সে.মি. ১৩ এরিক পুলগার   ৭৬'
সে.মি. ২০ চার্লেস আরাঙ্গিস   ৮৮'
রা.ফ. ১১ এদুয়ার্দো ভারগাস
লে.ফ. ১০ আলেক্সিস সানচেস   ৪৬'
বদলি খেলোয়াড়:
২২ বেন ব্রেরেতোন   ৪৬'
২১ কার্লোস পালাসিয়োস   ৭৬'   ৬৪'
জেয়ান মেনেসেস   ৭৬'
গিয়ের্মো মারিপান   ৮৮'
ম্যানেজার:
  মার্তিন লাসার্তে

ম্যান অব দ্য ম্যাচ:
নেইমার (ব্রাজিল)[]

সহকারী রেফারি:[]
এজেকিউয়েল ব্রাইলোভস্কি (আর্জেন্টিনা)
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
গিয়ের্মো গেরেরো (ইকুয়েডর)
ভিডিও সহকারী রেফারি:
আন্দ্রেস কুনিয়া (উরুগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
দানিয়েল ফেদোরসুক (প্যারাগুয়ে)
ক্রিস্তিয়ান লেস্কানো (ইকুয়েডর)

উরুগুয়ে বনাম কলম্বিয়া

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
উরুগুয়ে
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
গো ফের্নান্দো মুসলেরা
রা.ব্যা. নাহিতান নান্দেস
সে.ব্যা. হোসে হিমেনেস
সে.ব্যা. দিয়েগো গোদিন (অধি:)   ৩৫'
লে.ব্যা. ১৭ মাতিয়াস ভিনিয়া
রা.মি. ১৫ ফেদেরিকো ভালভের্দে   ৮০'
সে.মি. মাতিয়াস ভেসিনো
লে.মি. রোদ্রিগো বেন্তানকুর
অ্যা.মি. ১০ জোর্জান দে আরাস্কায়েতা   ৬৮'
রা.ফ. লুইস সুয়ারেস
লে.ফ. ২১ এদিনসন কাভানি
বদলি খেলোয়াড়:
২৫ ফাকুন্দো তোরেস   ৬৮'
২২ মার্তিন কাসেরেস   ৮০'
ম্যানেজার:
  ওস্কার তাভারেস
 
গো দাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা. ১৬ দানিয়েল মুনিয়োস
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ২৩ দাভিদসন সানচেস
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো
রা.মি. ১৮ রাফায়েল সান্তোস বোরে   ৮৭'
সে.মি. উইলমার বারিয়োস
সে.মি. গুস্তাভো কুয়েয়ার
লে.মি. ১৪ লুইস দিয়াস
রা.ফ. লুইস মুরিয়েল   ৬৭'
লে.ফ. দুভান সাপাতা
বদলি খেলোয়াড়:
২৮ ইমি চারা   ৬৭'
১৯ মিগেল বোরহা   ৮৭'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা

ম্যান অব দ্য ম্যাচ:
দাভিদ ওসপিনা (কলম্বিয়া)[]

সহকারী রেফারি:[]
দিয়েগো সেভিয়া (স্পেন)
আনহেল নেভাদো (স্পেন)
চতুর্থ রেফারি:
এবের আকিনো (প্যারাগুয়ে)
ভিডিও সহকারী রেফারি:
রিকার্দো দে বুর্গোস বেঙ্গোয়েতসেয়া (কলম্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো (কলম্বিয়া)
মিলিসিয়াদেস সালদিভার (প্যারাগুয়ে)

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
আর্জেন্টিনা
 
 
 
 
 
 
 
 
 
ইকুয়েডর
গো ২৩ এমিলিয়ানো মার্তিনেস
রা.ব্যা. ২৬ নাউয়েল মোলিনা
সে.ব্যা. হেরমান পেসেলা
সে.ব্যা. ১৯ নিকোলাস ওতামেন্দি   ৪৫+৪'
লে.ব্যা. মার্কোস আকুনিয়া
সে.মি. রোদ্রিগ্রো দে পোল
সে.মি. লেয়ান্দ্রো পারেদেস   ৭১'
সে.মি. ২০ জোভানি লো সেলসো   ৭১'
রা.ফ. ১০ লিওনেল মেসি (অধি:)
সে.ফ. ২২ লাউতারো মার্তিনেস   ৯০+৪'
লে.ফ. ১৫ নিকোলাস গোনসালেস   ৬৬'   ৮৩'
বদলি খেলোয়াড়:
১১ আনহেল দি মারিয়া   ৭১'
১৮ গিদো রোদ্রিগেস   ৭১'
নিকোলাস তাগলিয়াফিকো   ৮৩'
সের্হিও আগুয়েরো   ৯০+৪'
ম্যানেজার:
  লিওনেল স্কালোনি
 
গো এর্নান গালিন্দেস
রা.ব্যা. ১৭ আঙ্গেলো প্রেসিয়াদো   ২০'   ৮৩'
সে.ব্যা. রোবের্ত আরবোলেদা
সে.ব্যা. পিয়েরো ইঙ্কাপিয়ে   ৯০+২'
লে.ব্যা. পেরভিস এস্তুপিনিয়ান   ৪৪'
সে.মি. ২১ আলান ফ্রাঙ্কো   ৩১'   ৭০'
সে.মি. ১০ কার্লোস গ্রুয়েসো   ৪৬'
সে.মি. ২০ সেবাস মেন্দেস
রা.ফ. ১৫ আনহেল মেনা
সে.ফ. ১৩ এনের ভালেনসিয়া (অধি:)
লে.ফ. ২৭ দিয়েগো পালাসিয়োস   ৪৬'
বদলি খেলোয়াড়:
১১ মাইকেল এস্ত্রাদা   ৪৬'
১৯ গোনসালো প্লাতা   ৪৬'
২৩ মোইসেস কাইসেদো   ৭০'
লেওনাদ্রো কাম্পানা   ৮৩'
ম্যানেজার:
  গুস্তাভো আলফারো

ম্যান অব দ্য ম্যাচ:
লিওনেল মেসি (আর্জেন্টিনা)[]

সহকারী রেফারি:[]
দানিলো মানিস (ব্রাজিল)
ব্রুনো পিরেস (ব্রাজিল)
চতুর্থ রেফারি:
ভিক্তোর কারিয়ো (পেরু)
ভিডিও সহকারী রেফারি:
ওয়াগনার রিওয়ে (ব্রাজিল)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
রাফায়েল ত্রাসি (ব্রাজিল)
এদুয়ার্দো কার্দোসো (প্যারাগুয়ে)

সেমি-ফাইনাল

সম্পাদনা

ব্রাজিল বনাম পেরু

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো ২৩ এদেরসন
রা.ব্যা. দানিলো
সে.ব্যা. মার্কিনিয়োস
সে.ব্যা. থিয়াগো সিলভা (অধি:)
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৮৫'
সে.মি. কাজিমিরো
সে.মি. ফ্রেদ   ৮৫'
রা.উ. ১৯ এভের্তোন   ৭০'
অ্যা.মি. ১৭ লুকাস পাকেতা   ৯০+২'
লে.উ. ১০ নেইমার
সে.ফ. রিচার্লিসন   ৮৫'
বদলি খেলোয়াড়:
১১ এভের্তোন রিবেইরো   ৭০'
১৪ এদের মিলিতাও   ৮৫'
১৫ ফাবিনিয়ো   ৮৫'
১৮ ভিনিসিউস জুনিয়র   ৮৯'   ৮৫'
২৫ দোগলাস লুইস   ৯০+২'
ম্যানেজার:
  তিতে
 
গো পেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা. আলদো কোরসো   ৭৫'
সে.ব্যা. আন্দেরসন সান্তামারিয়া
সে.ব্যা. ১৫ ক্রিস্তিয়ান রামোস   ৪৬'
সে.ব্যা. ২২ আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা. মিগেল ত্রাউকো   ৪৬'
রা.মি. সের্হিও পেনিয়া
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া   ৮৯'
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন   ৫৬'
লে.মি. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৮১'
সে.ফ. জানলুকা লাপাদুলা
বদলি খেলোয়াড়:
১৬ মার্কোস লোপেস   ৯০'   ৪৬'
২৪ রাসিয়েল গার্সিয়া   ৪৬'
২৬ ইলমার লোরা   ৭৫'
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৮১'
গেরালদ তারাভা   ৮৯'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
নেইমার (ব্রাজিল)[১০]

সহকারী রেফারি:[১১]
ক্রিস্তিয়ান শিমান (চিলি)
কাউদিও রিওস (চিলি)
চতুর্থ রেফারি:
আলেক্সিস এরেরা (ভেনেজুয়েলা)
সংরক্ষিত সহকারী রেফারি:
এদোয়ার সাভেদ্রা (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
দের্লিস লোপেস (প্যারাগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
এবের আকিনো (প্যারাগুয়ে)
মিলিসিয়াদেস সালদিভার (প্যারাগুয়ে)

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
আর্জেন্টিনা
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
গো ২৩ এমিলিয়ানো মার্তিনেস
রা.ব্যা. ২৬ নাউয়েল মোলিনা   ৪৬'
সে.ব্যা. হেরমান পেসেলা   ৯০+১'
সে.ব্যা. ১৯ নিকোলাস ওতামেন্দি
লে.ব্যা. নিকোলাস তাগলিয়াফিকো
সে.মি. রোদ্রিগ্রো দে পোল
সে.মি. ১৮ গিদো রোদ্রিগেস   ৮৭'
সে.মি. ২০ জোভানি লো সেলসো   ২১'   ৫৬'
রা.ফ. ১০ লিওনেল মেসি (অধি:)
সে.ফ. ২২ লাউতারো মার্তিনেস
লে.ফ. ১৫ নিকোলাস গোনসালেস   ৬৭'
বদলি খেলোয়াড়:
গোনসালো মোন্তিয়েল   ৭২'   ৪৬'
লেয়ান্দ্রো পারেদেস   ৫৬'
১১ আনহেল দি মারিয়া   ৬৭'
ম্যানেজার:
  লিওনেল স্কালোনি
 
গো দাভিদ ওসপিনা (অধি:)
রা.ব্যা. ১৬ দানিয়েল মুনিয়োস   ৭৫'
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা
সে.ব্যা. ২৩ দাভিদসন সানচেস
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো   ৪৬'
রা.মি. ১১ হুয়ান কুয়াদ্রাদো   ৪৫+৪'
সে.মি. উইলমার বারিয়োস   ৮৮'
সে.মি. গুস্তাভো কুয়েয়ার   ৪৬'
লে.মি. ১৪ লুইস দিয়াস
সে.ফ. ১৮ রাফায়েল সান্তোস বোরে   ৪৬'
সে.ফ. দুভান সাপাতা   ৬০'
বদলি খেলোয়াড়:
২৮ ইমি চারা   ৪৬'
১০ এদউইন কার্দোনা   ৮৬'   ৪৬'
২৬ ফ্রাঙ্ক ফাব্রা   ৫৫'   ৪৬'
১৯ মিগেল বোরহা   ৬৩'   ৬০'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা

ম্যান অব দ্য ম্যাচ:
এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)[১২]

সহকারী রেফারি:[১১]
কার্লোস লোপেস (ভেনেজুয়েলা)
হোর্হে উরেগো (ভেনেজুয়েলা)
চতুর্থ রেফারি:
হুয়ান সোতো (ভেনেজুয়েলা)
পঞ্চম রেফারি:
বিরোন রোমেরো (ইকুয়েডর)
ভিডিও সহকারী রেফারি:
হুলিও বাস্কুনিয়ান (চিলি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্তিয়ান গারায় (চিলি)
এদুয়ার্দো কার্দোসো (প্যারাগুয়ে)

তৃতীয় স্থান নির্ধারণী

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
কলম্বিয়া
 
 
 
 
 
 
 
 
 
পেরু
গো ১২ কামিলো ভারগাস
রা.ব্যা. স্তেফানো মেদিনা
সে.ব্যা. ১৩ ইয়েরি মিনা   ৫৫'
সে.ব্যা. ওস্কার মুরিয়ো   ৮৭'
লে.ব্যা. উইলিয়াম তেসিয়ো
রা.মি. ১১ হুয়ান কুয়াদ্রাদো (অধি:)
সে.মি. উইলমার বারিয়োস   ৬২'   ৯০+৩'
সে.মি. গুস্তাভো কুয়েয়ার   ৮৩'
লে.মি. ১৪ লুইস দিয়াস
সে.স্ট্রা. ১০ এদউইন কার্দোনা   ৪৫+৫'   ৪৬'
সে.ফ. দুভান সাপাতা   ৫৫'
বদলি খেলোয়াড়:
২৮ ইমি চারা   ৪৬'
২৩ দাভিদসন সানচেস   ৫৫'
১৯ মিগেল বোরহা   ৫৫'
১৮ রাফায়েল সান্তোস বোরে   ৮৩'
লুইস মুরিয়েল   ৯০+৩'
ম্যানেজার:
  রেইনালদো রুয়েদা
 
গো পেদ্রো গায়েসে (অধি:)
রা.ব্যা. আলদো কোরসো   ৭৮'
সে.ব্যা. আন্দেরসন সান্তামারিয়া
সে.ব্যা. ২২ আলেক্সান্দের কায়েন্স
লে.ব্যা. ১৬ মার্কোস লোপেস
সে.মি. ১৩ রেনাতো তাপিয়া   ২৪'
সে.মি. ১৯ ইয়োশিমার ইয়োতুন
রা.উ. ১৮ আন্দ্রে কারিয়ো   ৬৩'
অ্যা.মি. সের্হিও পেনিয়া   ৭৮'
লে.উ. ১০ ক্রিস্তিয়ান কুয়েভা   ৫০'   ৬৯'
সে.ফ. জানলুকা লাপাদুলা
বদলি খেলোয়াড়:
১৪ উইলদের কারতাহেনা   ২৪'
২৪ রাসিয়েল গার্সিয়া   ৬৯'
২৬ ইলমার লোরা   ৭৮'
২০ সান্তিয়াগো ওরমেনিয়ো   ৭৮'
ম্যানেজার:
  রিকার্দো গারেকা

ম্যান অব দ্য ম্যাচ:
লুইস দিয়াস (কলম্বিয়া)[১৩]

সহকারী রেফারি:[১৪]
ব্রুনো পিরেস (ব্রাজিল)
দানিলো মানিস (ব্রাজিল)
চতুর্থ রেফারি:
গেরি ভারগাস (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
ওয়াগনার রিওয়ে (ব্রাজিল)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
রাফায়েল ত্রাসি (ব্রাজিল)
এদুয়ার্দো কার্দোসো (প্যারাগুয়ে)
লেওদান গোনসালেস (উরুগুয়ে)

ফাইনাল

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
 
আর্জেন্টিনা
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল
গো ২৩ এমিলিয়ানো মার্তিনেস
রা.ব্যা. গোনসালো মোন্তিয়েল   ৮৯'
সে.ব্যা. ১৩ ক্রিস্তিয়ানো রোমেরো   ৭৯'
সে.ব্যা. ১৯ নিকোলাস ওতামেন্দি   ৮১'
লে.ব্যা. মার্কোস আকুনিয়া
রা.মি. ১১ আনহেল দি মারিয়া   ৭৯'
সে.মি. রোদ্রিগ্রো দে পোল   ৬৮'
সে.মি. লেয়ান্দ্রো পারেদেস   ৩৩'   ৫৪'
লে.মি. ২০ জোভানি লো সেলসো   ৫১'   ৬৩'
সে.ফ. ১০ লিওনেল মেসি (অধি:)
সে.ফ. ২২ লাউতারো মার্তিনেস   ৭৯'
বদলি খেলোয়াড়:
১৮ গিদো রোদ্রিগেস   ৫৪'
নিকোলাস তাগলিয়াফিকো   ৬৩'
হেরমান পেসেলা   ৭৯'
১৫ নিকোলাস গোনসালেস   ৭৯'
১৪ এক্সেকিয়েল পালাসিয়োস   ৭৯'
ম্যানেজার:
  লিওনেল স্কালোনি
 
গো ২৩ এদেরসন
রা.ব্যা. দানিলো
সে.ব্যা. মার্কিনিয়োস   ৮২'
সে.ব্যা. থিয়াগো সিলভা (অধি:)
লে.ব্যা. ১৬ রেনান লোদি   ৭০'   ৭৬'
সে.মি. ১৭ লুকাস পাকেতা   ৭২'   ৭৬'
সে.মি. কাজিমিরো
সে.মি. ফ্রেদ   ৩'   ৪৬'
রা.ফ. ১৯ এভের্তোন   ৬৩'
সে.ফ. ১০ নেইমার
লে.ফ. রিচার্লিসন
বদলি খেলোয়াড়:
২০ রোবের্তো ফিরমিনো   ৪৬'
১৮ ভিনিসিউস জুনিয়র   ৬৩'
১৩ এমের্সন   ৭৬'
২১ গাব্রিয়েল বারবোসা   ৭৬'
ম্যানেজার:
  তিতে

ম্যান অব দ্য ম্যাচ:
আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা)[১৫]

সহকারী রেফারি:[১৬]
কার্লোস বারেইরো (উরুগুয়ে)
মার্তিন সোপ্পি (উরুগুয়ে)
চতুর্থ রেফারি:
দিয়েগো আরো (পেরু)
পঞ্চম রেফারি:
হোসে আন্তেলো (বলিভিয়া)
ভিডিও সহকারী রেফারি:
আন্দ্রেস কুনিয়া (উরুগুয়ে)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
দানিয়েল ফেদোরজুক (উরুগুয়ে)
আলেক্সান্দের গুজমান (কলম্বিয়া)
জন ওসপিনা (কলম্বিয়া)

  1. দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিনা দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CONMEBOL Copa América 2021 schedule" (PDF)। CONMEBOL.com। ১৩ আগস্ট ২০২০। 
  2. "PROGRAMA DE PARTIDOS CONMEBOL COPA AMÉRICA 2020" (পিডিএফ)। CONMEBOL.com। ৩ ডিসেম্বর ২০১৯। ২৫ জুন ২০২১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১ 
  3. "CONMEBOL Copa América 2020 schedule" (পিডিএফ)Colombian Football Federation। ৪ মার্চ ২০২০। ৫ মার্চ ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০ 
  4. "Comunicado Oficial" (স্পেনীয় ভাষায়)। CONMEBOL.com। ১৭ মার্চ ২০২০। 
  5. CONMEBOL [@CopaAmerica] (২ জুলাই ২০২১)। "Gianluca Lapadula fue el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  6. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১ জুলাই ২০২১। ১ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 
  7. CONMEBOL [@CopaAmerica] (২ জুলাই ২০২১)। "@neymarjr fue elegido el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  8. CONMEBOL [@CopaAmerica] (৩ জুলাই ২০২১)। "@D_Ospina1 fue el Mejor Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  9. CONMEBOL [@CopaAmerica] (৩ জুলাই ২০২১)। "Messi es el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  10. CONMEBOL [@CopaAmerica] (৫ জুলাই ২০২১)। "Neymar foi o melhor Jogador da Partida" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  11. "Designación de Árbitros" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ৪ জুলাই ২০২১। ৬ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  12. CONMEBOL [@CopaAmerica] (৬ জুলাই ২০২১)। "¡DIBU, FIGURA! Tres penales atajados y a la final Emiliano Martínez es el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  13. CONMEBOL [@CopaAmerica] (৯ জুলাই ২০২১)। "¡DOBLETE Y FIGURA! Dos goles que valieron el tercer lugar y por eso es el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  14. "Designación de Árbitros" (পিডিএফ)CONMEBOL.com (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ৭ জুলাই ২০২১। ৮ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 
  15. CONMEBOL [@CopaAmerica] (১০ জুলাই ২০২১)। "Ángel Di María fue el Jugador del Partido" (টুইট) (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১টুইটার-এর মাধ্যমে। 
  16. "Designación de Árbitros" (পিডিএফ)CONMEBOL.com (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ৭ জুলাই ২০২১। ৮ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা