২০২০–২১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
২০২০-২১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৯ম আসর।[১] লিগে মোট ১২টি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল তাদের আর্থিক সমস্যার কারণে লিগ থেকে প্রত্যাহার করে নিয়েছে। [২] স্বাধীনতা কেএস তাদের প্রথম শিরোপা জিতেছে, দ্বিতীয় স্থানে থাকা নোফেল এসসি বিপিএলে উন্নীত করা হয়েছিল।[৩]
মৌসুম | ২০২০–২১ |
---|---|
তারিখ | ৭ ফেব্রুয়ারি ২০২১ - ১৯ জুলাই ২০২১ |
চ্যাম্পিয়ন | স্বাধীনতা কেএস ১ম শিরোপা |
উন্নীত | স্বাধীনতা কেএস নোফেল এসসি |
অবনমন | ভিক্টোরিয়া এসসি ঢাকা সিটি এফসি |
মোট খেলা | ১৩২ |
মোট গোলসংখ্যা | ২৮৮ (ম্যাচ প্রতি ২.১৮টি) |
শীর্ষ গোলদাতা | আলী আকবর কানন (১৩টি গোল) |
দীর্ঘতম টানা জয় | ৬টি ম্যাচ স্বাধীনতা কেএস |
দীর্ঘতম টানা অপরাজিত | ১৩টি ম্যাচ ফর্টিস এফসি |
দীর্ঘতম টানা জয়বিহীন | ২২টি ম্যাচ ভিক্টোরিয়া এসসি |
দীর্ঘতম টানা পরাজয় | ৬টি ম্যাচ ভিক্টোরিয়া এসসি |
← ২০২১–২২ → |
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হয়েছিল।[৪] [৫] এটি মূলত ২৫ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তবে ১৯ জুলাই শেষ হয়েছিল কারণ করোনভাইরাস মহামারীজনিত কারণে লিগ কয়েকবার স্থগিত হয়েছিল।[৬] [৭] [৮]
দল
সম্পাদনাদল পরিবর্তন
সম্পাদনাপূর্ববর্তী মৌসুম থেকে নিম্নলিখিত দলগুলি বিভাগ পরিবর্তন করেছে:
বিপিএল থেকেসম্পাদনাবিপিএল থেকে অবনমন ঢাকা সিনিয়র ডিভিশন লিগ থেকে উন্নীত
|
বিসিএল থেকেসম্পাদনাবিপিএল-এ উন্নীত হয়েছে ঢাকা সিনিয়র ডিভিশন লিগ-এ অবনমিত
|
দলসমূহের অবস্থান
সম্পাদনাদল | অবস্থান |
---|---|
অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি | ঢাকা |
ঢাকা সিটি এফসি | ঢাকা (খিলক্ষেত) |
ঢাকা ডব্লিউসি | ঢাকা (মতিঝিল) |
ফরাশগঞ্জ এসসি | ঢাকা (ফরাশগঞ্জ) |
ফকিরেরপুল ওয়াইএমসি | ঢাকা (মতিঝিল) |
ফর্টিস এফসি | ঢাকা (বাড্ডা) |
কাওরান বাজার পিএস | ঢাকা (কাওরান বাজার) |
নোফেল স্পোর্টিং ক্লাব | নোয়াখালী |
স্বাধীনতা কেএস | ঢাকা (খিলগাঁও) |
উত্তরা এফসি | ঢাকা (উত্তরা) |
ওয়ারী ক্লাব | ঢাকা (মতিঝিল) |
ভিক্টোরিয়া এসসি | ঢাকা (মতিঝিল) |
ভেন্যুসমূহ
সম্পাদনাসবগুলো ম্যাচই ঢাকার বাসস মোস্তফা কামাল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ঢাকা | ঢাকা | |
---|---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | বাসস মোস্তফা কামাল স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | ধারণক্ষমতা: ২৫,০০০ |
লিগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | BPL |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | স্বাধীনতা কেএস (C, P) | ২২ | ১৩ | ৬ | ৩ | ৩০ | ১১ | +১৯ | ৪৫ | ২০২১–২২ বিপিএলে অগ্রসর |
২ | নোফেল স্পোর্টিং ক্লাব (P) | ২২ | ১৩ | ৫ | ৪ | ৩৪ | ১০ | +২৪ | ৪৪ | |
৩ | ফর্টিস এফসি | ২২ | ১২ | ৭ | ৩ | ৪০ | ১৭ | +২৩ | ৪৩ | |
৪ | কাওরান বাজার পিএস | ২২ | ১২ | ৫ | ৫ | ৩২ | ১৭ | +১৫ | ৪১ | |
৫ | অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি | ২২ | ৬ | ৯ | ৭ | ১৮ | ২০ | −২ | ২৭ | |
৬ | ঢাকা বিশ্বকাপ | ২২ | ৭ | ৬ | ৯ | ২২ | ২৮ | −৬ | ২৭ | |
৭ | ফকিরেরপুল ওয়াইএমসি | ২২ | ৬ | ৮ | ৮ | ২৫ | ২১ | +৪ | ২৬ | |
৮ | ফরাশগঞ্জ এসসি | ২২ | ৫ | ১০ | ৭ | ২৫ | ২৭ | −২ | ২৫ | |
৯ | উত্তরা এফসি | ২২ | ৬ | ৭ | ৯ | ২০ | ২৩ | −৩ | ২৫ | |
১০ | ওয়ারী ক্লাব | ২২ | ৫ | ১০ | ৭ | ২০ | ২৪ | −৪ | ২৫ | |
১১ | ঢাকা সিটি এফসি (R) | ২২ | ৪ | ৯ | ৯ | ১৪ | ২৫ | −১১ | ২১ | ২০২১–২২ প্রথম বিভাগ ফুটবল লিগে অবনতি |
১২ | ভিক্টোরিয়া এসসি (R) | ২২ | ০ | ৪ | ১৮ | ৮ | ৬৫ | −৫৭ | ৪ |
ফলাফল
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Islam, Rakibul (২০২১-০২-০৭)। "আজ মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নশীপ লীগ"। অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চ্যাম্পিয়নশিপ লিগ টিএন্ডটিকে ছাড়াই"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।
- ↑ Islam, Rakibul (২০২১-০৭-১৮)। "বিসিএলে চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া সংঘ"। অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "BCL kicks off February"। UNB। ৬ জানুয়ারি ২০২১।
- ↑ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ৭ ফেব্রুয়ারি। Jago News 24। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০।
- ↑ "BCL 2019-20 season suspended"। Dhaka Tribune। মে ২০, ২০২০।
- ↑ Islam, Rakibul (২০২১-০৫-০৪)। "৩১ মে থেকে শুরু বিসিএল এর দ্বিতীয় পর্ব!"। অফসাইড (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১।
- ↑ Islam, Rakibul (২০২১-০৫-২৬)। "শেষ হলো বিসিএলের দ্বিতীয় পর্বের দলবদল!"। অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আর ফুটবল খেলবে না বিজেএমসি। Bangla Tribune। ২৪ ফেব্রুয়ারি ২০২০।