২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ৩য় সংস্করণ, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট।.[১][২] এটি ১৯-৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩][৪][৫] টুর্নামেন্টে প্রতিটি দলের অংশগ্রহণ ফি ১০,০০০ মার্কিন ডলার করে দেওয়া হবে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে ৫০,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে এবং রানার্স-আপ কে ২৫,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে।[৬]
![]() | |
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
শহর | চট্টগ্রাম |
তারিখ | ১৯-৩০ অক্টোবর ২০১৯ |
দল | ৮ (৫ জাতি থেকে) |
মাঠ | এম এ আজিজ স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৫৯ (ম্যাচ প্রতি ৩.৯৩টি) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
তেরেঙ্গানু বর্তমান ট্রফিধারী। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে তারা চট্টগ্রাম আবাহনী কে ২-১ গোলে পরাজিত করে।[৭]
অংশগ্রহণকারী দল সম্পাদনা
এএফসির পাঁচটি দেশ থেকে আটটি ক্লাব তাদের দল পাঠিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে । এতে বাংলাদেশের দুটি দল, ভারতের তিনটি দল এবং লাওস, মালয়েশিয়া ও মালদ্বীপের একটি করে দল অংশগ্রহণ করে।[৮]
- অংশগ্রহণকারী দলগুলি নিম্নরূপ
ড্র সম্পাদনা
১১ অক্টোবর, ২০১৯ সালে ঢাকার মতিঝিলের বাবুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়। আট দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের দুটি দলই সেমিফাইনালে উঠবে।[৯]
গ্রুপ ড্র সম্পাদনা
গ্রুপ এ | গ্রুপ বি |
---|---|
চট্টগ্রাম আবাহনী (স্বাগতিক) | বসুন্ধরা কিংস |
মোহনবাগান | গোকুলাম কেরালা |
টিসি স্পোর্টস ক্লাব | চেন্নাই সিটি |
ইয়াং এলিফ্যান্টস | তেরেঙ্গানু এফসি |
মাঠ সম্পাদনা
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম | |
---|---|
এম এ আজিজ স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২০,০০০ | |
গ্রুপ পর্ব সম্পাদনা
গ্রুপ এ সম্পাদনা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম আবাহনী (H) | ৩ | ২ | ০ | ১ | ৮ | ৩ | +৫ | ৬ | সেমিফাইনালে অগ্রসর |
২ | মোহনবাগান | ৩ | ২ | ০ | ১ | ৪ | ২ | +২ | ৬ | |
৩ | ইয়াং এলিফ্যান্টস | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৬ | ০ | ৬ | |
৪ | টিসি স্পোর্টস ক্লাব | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৮ | −৬ | ০ |
টিসি স্পোর্টস ক্লাব | ১–৪ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
মোহনবাগান | ১–২ | ইয়াং এলিফ্যান্টস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
টিসি স্পোর্টস ক্লাব | ০–২ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
ইয়াং এলিফ্যান্টস | ২–৪ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
ইয়াং এলিফ্যান্টস | ২−১ | টিসি স্পোর্টস ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
|
চট্টগ্রাম আবাহনী | ০–১ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
|
গ্রুপ বি সম্পাদনা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | তেরেঙ্গানু এফসি | ৩ | ২ | ১ | ০ | ৯ | ৫ | +৪ | ৭ | সেমিফাইনালে অগ্রসর |
২ | গোকুলাম কেরালা | ৩ | ২ | ১ | ০ | ৫ | ১ | +৪ | ৭ | |
৩ | বসুন্ধরা কিংস | ৩ | ১ | ০ | ২ | ৬ | ৯ | −৩ | ৩ | |
৪ | চেন্নাই সিটি | ৩ | ০ | ০ | ৩ | ৫ | ১০ | −৫ | ০ |
চেন্নাই সিটি | ৩–৫ | তেরেঙ্গানু এফসি |
---|---|---|
প্রতিবেদন |
বসুন্ধরা কিংস | ১–৩ | গোকুলাম কেরালা |
---|---|---|
|
প্রতিবেদন |
বসুন্ধরা কিংস | ৩–২ | চেন্নাই সিটি |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ০−০ | গোকুলাম কেরালা |
---|---|---|
প্রতিবেদন |
গোকুলাম কেরালা | ২−০ | চেন্নাই সিটি |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ৪−২ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন |
|
নকআউট পর্ব সম্পাদনা
সেমি ফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | চট্টগ্রাম আবাহনী (অ.স.প.) | ৩ | ||||||
বি২ | গোকুলাম কেরালা | ২ | ||||||
এ১ | চট্টগ্রাম আবাহনী | ১ | ||||||
বি১ | তেরেঙ্গানু এফসি | ২ | ||||||
বি১ | তেরেঙ্গানু এফসি | ৪ | ||||||
এ২ | মোহনবাগান | ২ |
সেমি-ফাইনাল সম্পাদনা
চট্টগ্রাম আবাহনী | ৩–২ (অ.স.প.) | গোকুলাম কেরালা |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ৪–২ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
ফাইনাল সম্পাদনা
চট্টগ্রাম আবাহনী | ১−২ | তেরেঙ্গানু এফসি |
---|---|---|
|
প্রতিবেদন |
গোলদাতা সম্পাদনা
এই প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে ৫৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৯৩টি গোল (৩১ অক্টোবর ২০১৯ তারিখ অনুযায়ী)।
৬টি গোল
৪টি গোল
- ব্রুনো সুজুকি (তেরেঙ্গানু এফসি)
- ম্যাথু চিনেদু (চট্টগ্রাম আবাহনী)
- হেনরি কিসেক্কা (গোকুলাম কেরালা)
৩টি গোল
২টি গোল
১টি গোল
- জামাল ভূইয়া (চট্টগ্রাম আবাহনী)
- ইয়াসিন আরাফাত (চট্টগ্রাম আবাহনী)
- মতিন মিয়া (বসুন্ধরা কিংস)
- দানিয়েল কোলিন্দ্রেস (বসুন্ধরা কিংস)
- লালরোমাওয়াইয়া (গোকুলাম কেরালা)
- ভিপি সুহাইর (মোহনবাগান)
- কাতসুমি ইউসা (চেন্নাই সিটি)
- বখতিয়ার দুইশাবিয়াকাফ (বসুন্ধরা কিংস)
- আফিক্সে থানাখান্তি (ইয়াং এলিফ্যান্টস)
- হেয়ারি হাকিম (তেরেঙ্গানু এফসি)
- রহমত মাকাসুফ (তেরেঙ্গানু এফসি)
- সিয়াফিক ইসমাইল (তেরেঙ্গানু এফসি)
- ইসমাইল ইসা (টিসি স্পোর্টস ক্লাব)
- মোহাম্মদ সামির (টিসি স্পোর্টস ক্লাব)
- জুলেন কলিনাস (মোহনবাগান)
- সালভা চামোরো (মোহনবাগান)
- ড্যানিয়েল সাইরাস (মোহনবাগান)
- মার্কাস জোসেফ (গোকুলাম কেরালা)
- নাথানিয়েল গার্সিয়া (গোকুলাম কেরালা)
বিজয়ী সম্পাদনা
২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এর বিজয়ী |
---|
তেরেঙ্গানু এফসি প্রথম শিরোপা |
প্রাইজমানি সম্পাদনা
চূড়ান্ত অবস্থান | প্রাইজমানি |
---|---|
চ্যাম্পিয়ন | মার্কিন ডলার $৫০,০০০ |
রানার্স-আপ | মার্কিন ডলার $২৫,০০০ |
ম্যান অব দ্য ম্যাচ | মার্কিন ডলার $৫০০ |
ম্যান অব দ্য টুর্নামেন্ট | মার্কিন ডলার $১০০০ |
সংবাদমাধ্যম সম্প্রচার সম্পাদনা
- বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল চ্যানেল ৯ , বাংলা টিভি এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি বিশ্বের বাকি সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করে।
- অনলাইন স্ট্রিম:ইউটিউব চ্যানেল সিপ্লাস টিভি ইউটিউবে সরাসরি সম্প্রচার করে ।
- বাংলাদেশ বেতার ১০৪.০ এফএম স্টেডিয়াম থেকে সমস্ত ম্যাচের লাইভ ধারাভাষ্য সম্প্রচার করে।
- প্রিন্ট মিডিয়া পার্টনার হল দ্য ডেইলি স্টার এছাড়াও বনিক বার্তা ।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "East Bengal, Mohun Bagan & Mohammedan invited to Sheikh Kamal International Club Cup in Bangladesh"। Khel Now। ১০ আগস্ট ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "শেখ কামাল ক্লাব কাপে খেলতে আসছে মালয়েশিয়া ও লাওসের দল"। jagonews24.com। ৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ https://www.thedailystar.net/bangla/খেলা/শেখ-কামাল-আন্তর্জাতিক-ক্লাব-কাপে-চোখ-রাখবেন-যাদের-ওপর-123571
- ↑ "Sheikh Kamal Club Cup starts October 19"। Dhaka Tribune। ২০১৯-০৮-২৫। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Gokulam Kerala FC Dominate Chennai City FC to Reach Sheikh Kamal International Club Cup Semis"। News18.com। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- ↑ "Former champions in one group"। The Daily Star। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Terengganu down Ctg Abahani"। Dhaka Tribune। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "ক্লাব কাপে কিংস-আবাহনী একসঙ্গে ড্র"। Dhaka Tribune। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Eight teams including five foreign clubs will participate in Sheikh Kamal Football"। unb.com.bd। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।