২০১৯ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

আফগানিস্তান ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য আয়ারল্যান্ড সফর করে, যা মে ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [][]

২০১৯ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড আফগানিস্তান
তারিখ ১৯ – ২১ মে ২০১৯
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড গুলবাদিন নায়েব
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান পল স্টার্লিং (১২১) মোহাম্মাদ শেহজাদ (১০৩)
সর্বাধিক উইকেট মার্ক অ্যাডাইর (৭) গুলবাদিন নায়েব (৭)
সিরিজ সেরা খেলোয়াড় পল স্টার্লিং (আয়ারল্যান্ড)

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই
  আয়ারল্যান্ড   আফগানিস্তান

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৯ মে ২০১৯
১১:০০
আয়ারল্যান্ড  
২১০ (৪৮.৫ ওভার)
  আফগানিস্তান
১৩৮ (৩৫.৪ ওভার)
পল স্টার্লিং ৭১ (৭৪)
আফতাব আলম ৩/২৮ (৭.৫ ওভার)
আসগর আফগান ২৯ (৫১)
মার্ক অ্যাডাইর ৪/১৯ (৬.৪ ওভার)
আয়ারল্যান্ড ৭২ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বয়েড র‌্যাঙ্কিন (আয়ারল্যান্ড) ওয়ানডেতে তার ১০০ তম উইকেট নেন।

২য় ওডিআই

সম্পাদনা
২১ মে ২০১৯
১১:০০
আফগানিস্তান  
৩০৫/৭ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
১৭৯ (৪১.২ ওভার)
আফগানিস্তান ১২৬ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গুলবাদিন নায়েব তার প্রথম গ্রহণ করেন পাঁচ উইকেট দখল এবং ওডিআইতে আফগানিস্তানের জন্য বোলারের তৃতীয় সেরা চিত্র।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "West Indies announced as fifth touring side to visit Ireland in 2019"Cricket Ireland। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  2. "Tyrone Kane set for Ireland ODI debut, squads for Afghanistan series announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা