২০১৮ সুপার কাপ (ভারত)

২০১৮ সুপার কাপ, হিরো মোটোকর্পের সাথে স্পনসরশিপ সম্পর্কের কারণে হিরো সুপার কাপ নামেও পরিচিত, এটি সুপার কাপের ১ম সংস্করণ এবং ভারতের ফুটবল ক্লাবগুলির জন্য জাতীয় নকআউট প্রতিযোগিতার ৩৯তম মৌসুম। সমগ্র প্রতিযোগিতাটি ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[২] ইন্ডিয়ান সুপার লিগআই-লিগ উভয় প্রতিযোগিতার দলগুলি অংশ নিয়েছিল।[৩]

২০১৮ সুপার কাপ
হিরো সুপার কাপ
দেশ ভারত
তারিখমার্চ ১৫ – ১৬ (বাছাইপর্ব)
মার্চ ৩১ – এপ্রিল ২০ (মূল পর্ব)
মাঠকলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
দল২০
চ্যাম্পিয়নবেঙ্গালুরু (১ম শিরোপা)
রানার্স-আপইস্টবেঙ্গল
ম্যাচ খেলেছে১৯
গোল সংখ্যা৬৭ (ম্যাচ প্রতি ৩.৫৩টি)
দর্শক উপস্থিতি৫৩,৯৬৯ (ম্যাচ প্রতি ২,৮৪০ জন)
শীর্ষ গোলদাতাসুনীল ছেত্রী (বেঙ্গালুরু)
(৬টি গোল)
শীর্ষ গোলদাতাসুনীল ছেত্রী (বেঙ্গালুরু)
(৬টি গোল)
সেরা খেলোয়াড়মিকু (বেঙ্গালুরু)

দল সম্পাদনা

১৬টি দল মৌল পর্বে অংশ নিয়েছিল। আইএসএল ও আই-লিগে অবস্থানের ভিত্তিতে প্রথম ৬টি করে মোট ১২টি দল সরাসরি মূল পর্বে সুযোগ পায় ও বাকি ৪টি করে ৮টি দল বাছাইপর্বে অংশ নেয়।

বাছাইপর্ব
(৮টি দল)[ক]
মূল পর্ব
(১২টি দল)[খ]
আই-লিগ
ইন্ডিয়ান সুপার লিগ
আই-লিগ
ইন্ডিয়ান সুপার লিগ

নোট সম্পাদনা

  1. আই-লিগ ও আইএসএল-এ অবস্থানের সাপেক্ষে সাজানো
  2. আই-লিগ ও আইএসএল-এ অবস্থানের সাপেক্ষে সাজানো

তারিখ সম্পাদনা

১২ মার্চ ২০১৮-এ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করে।[৪] ২০১৮ এএফসি কাপ প্রতিযোগিতায় আইজল ও বেঙ্গালুরুর অংশগ্রহণের জন্য কোয়ার্টার-ফাইনাল পিছিয়ে দেওয়া হয়।[৪]

পর্ব রাউন্ড তারিখ
বাছাইপর্ব ১৫–১৬ মার্চ ২০১৮
মূল পর্ব ১৬ দলের পর্ব ৩১ মার্চ – ৬ এপ্রিল ২০১৮
কোয়ার্টার-ফাইনাল ৮–১৩ এপ্রিল ২০১৮
সেমি-ফাইনাল ১৬–১৭ এপ্রিল ২০১৮
ফাইনাল ২০ এপ্রিল ২০১৮

বাছাইপর্ব সম্পাদনা

ড্র করার মাধ্যমে খেলা নির্ধারণ করা হয়েছিল।[৫]


নর্থইস্ট ইউনাইটেড০–২গোকুলাম কেরালা
প্রতিবেদন কিসেক্কা   ৪৩'৭৪'
দর্শক সংখ্যা: ১,৫০০
রেফারি: তেজস নাগভেঙ্কর

মুম্বই সিটি২–১ (অ.স.প.)ইন্ডিয়ান অ্যারোস
এমেনা   ৯০' (পে.)
স্যান্টস   ১০৪'
প্রতিবেদন প্রবীণ   ৭৭'
দর্শক সংখ্যা: ৩,০০০
রেফারি: অজিত কুমার লাইরেনলাকপাম

এটিকে৪–১চেন্নাই সিটি
শর্মা   ৩৭'
জেকুইনহা   ৫৮'
মেহতা   ৭৬'
কিন   ৮৩'
প্রতিবেদন জোয়াখিম   ৪৫+৭'
দর্শক সংখ্যা: ৩,০০০

বন্ধনী সম্পাদনা

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩১ মার্চ
 
 
আইজল (পে.)২ (৫)
 
৮ এপ্রিল
 
চেন্নাইয়িন ২ (৩)
 
আইজল
 
৫ এপ্রিল
 
ইস্টবেঙ্গল
 
ইস্টবেঙ্গল
 
১৬ এপ্রিল
 
মুম্বই সিটি
 
ইস্টবেঙ্গল
 
২ এপ্রিল
 
গোয়া
 
মিনার্ভা পাঞ্জাব০ (৪)
 
১২ এপ্রিল
 
জামশেদপুর (পে.)০ (৫)
 
জামশেদপুর
 
৩ এপ্রিল
 
গোয়া
 
গোয়া
 
২০ এপ্রিল
 
এটিকে
 
ইস্টবেঙ্গল
 
১ এপ্রিল
 
বেঙ্গালুরু
 
চার্চিল ব্রাদার্স
 
১১ এপ্রিল
 
মোহনবাগান
 
মোহনবাগান
 
৪ এপ্রিল
 
শিলং লাজং
 
পুনে সিটি
 
১৭ এপ্রিল
 
শিলং লাজং
 
মোহনবাগান
 
১ এপ্রিল
 
বেঙ্গালুরু
 
বেঙ্গালুরু
 
১৩ এপ্রিল
 
গোকুলাম কেরালা
 
বেঙ্গালুরু
 
৬ এপ্রিল
 
নেরোকা
 
নেরোকা
 
 
কেরালা ব্লাস্টার্স
 

১৬ দলের পর্ব সম্পাদনা


বেঙ্গালুরু২–১গোকুলাম কেরালা
মিকু   ৬৯'
ইউ. সিং   ৯০+২'
প্রতিবেদন কিসেক্কা   ৩৩'
দর্শক সংখ্যা: ৪,২৩৩
রেফারি: তেজস নাগভেঙ্কর

চার্চিল ব্রাদার্স১–২মোহনবাগান
প্লাজা   ৩০' প্রতিবেদন দিপান্দা   ৪৫+৩' (পে.)৭০'
দর্শক সংখ্যা: ৮,১২০
রেফারি: ভেঙ্কটেশ আর


গোয়া৩–১এটিকে
কোরো   ৪৫+১'
বুমোস   ৭০'
ফার্নান্দেস   ৭৭'
প্রতিবেদন কিন   ৫০'


মুম্বই সিটি১–২ইস্টবেঙ্গল
এমেনা   ২২' প্রতিবেদন ইউসা   ২৬'
আম্নাহ   ৭৩'
দর্শক সংখ্যা: ৪,৩৫৪
রেফারি: ভেঙ্কটেশ আর

কোয়ার্টার-ফাইনাল সম্পাদনা

আইজল০–১ইস্টবেঙ্গল
প্রতিবেদন রালতে   ৯০+৬' (পে.)

মোহনবাগান৩–১শিলং লাজং
প্রতিবেদন

জামশেদপুর১–৫গোয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,২০০[৬]
রেফারি: ভেঙ্কটেশ আর

বেঙ্গালুরু৩–১নেরোকা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,১০০
রেফারি: তেজস নাগভেঙ্কর

সেমি-ফাইনাল সম্পাদনা

ইস্টবেঙ্গল১–০গোয়া
ডুডু   ৭৮' প্রতিবেদন

মোহনবাগান২–৪বেঙ্গালুরু
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,৬০০
রেফারি: তেজস নাগভেঙ্কর

ফাইনাল সম্পাদনা

ইস্টবেঙ্গল১–৪বেঙ্গালুরু
ক্রোমা   ২৮' প্রতিবেদন ভেকে   ৩৯'
ছেত্রী   ৬৯' (পে.)৯০+১'
মিকু   ৭১'
দর্শক সংখ্যা: ৯,৫০০
রেফারি: সি. আর. শ্রীকৃষ্ণ (তামিলনাড়ু)
 
 
 
 
 
 
ইস্টবেঙ্গল
 
 
 
 
 
 
 
 
 
বেঙ্গালুরু

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indian football calendar for 2024-25 season announced"Khel Now (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২২ 
  2. Saharoy, Shilarze (১২ মার্চ ২০১৮)। "Chennaiyin to face Aizawl in Super Cup on March 31"Times of India। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  3. "Inaugural Super Cup's final round from Mar 31-Apr 22: AIFF"Times of India। ১৯ ফেব্রুয়ারি ২০১৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Final Round of Hero Super Cup to Kick-off on March 31"The All India Football Federation। ১২ মার্চ ২০১৮। ১৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  5. "Bhubaneswar to host Super Cup"Times of India। ৮ মার্চ ২০১৮। ৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  6. "Super Cup 2018: Red cards spoil the contest as five-star FC Goa thrash Jamshedpur"। ১২ এপ্রিল ২০১৮। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা