উদন্ত সিং
উদন্ত সিং কুমাম (হিন্দি: उदंता सिंह, ইংরেজি: Udanta Singh; জন্ম: ১৪ জুন ১৯৯৬; উদন্ত সিং নামে সুপরিচিত) হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[৩] তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এবং ভারত জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | উদন্ত সিং কুমাম[১] | ||
জন্ম | [২] | ১৪ জুন ১৯৯৬||
জন্ম স্থান | মৈরাং, মণিপুর, ভারত | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেঙ্গালুরু | ||
জার্সি নম্বর | ২১ | ||
যুব পর্যায় | |||
২০১০–২০১৪ | টাটা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪– | বেঙ্গালুরু | ১১৩ | (১২) |
২০১৬ | → মুম্বই সিটি (ধার) | ১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৬ | ভারত অনূর্ধ্ব-১৯ | ৪ | (১) |
২০১৬ | ভারত অনূর্ধ্ব-২৩ | ৪ | (৩) |
২০১৬– | ভারত | ৩৪ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৫, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১০–১১ মৌসুমে, ভারতীয় ফুটবল ক্লাব টাটার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে উদন্ত ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য মুম্বই সিটির হয়ে ধারে খেলেছেন।
২০১৩ সালে, উদন্ত ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাউদন্ত সিং কুমাম ১৯৯৬ সালের ১৪ই জুন তারিখে ভারতের মণিপুরের মৈরাংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাউদন্ত ভারত অনূর্ধ্ব-১৯ এবং ভারত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৮ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।
২০১৬ সালের ২৪শে মার্চ তারিখে, মাত্র ১৯ বছর, ৯ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী উদন্ত ইরানের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচটি ইরান ০–৪ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] ভারতের হয়ে অভিষেকের বছরে উদন্ত সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ২ মাস ও ৮ দিন পর, ভারতের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৭] ২০১৮ সালের ১লা জুন তারিখে, চীনা তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচের ৪৮তম মিনিটে ভারতের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৮][৯]
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ভারত | ২০১৬ | ৪ | ০ |
২০১৭ | ৪ | ০ | |
২০১৮ | ৭ | ১ | |
২০১৯ | ১২ | ০ | |
২০২১ | ৭ | ০ | |
সর্বমোট | ৩৪ | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Achal, Ashwin। "Learn from the pros"। The Hindu। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Best Gentleman Cadet"। Tata Football Academy। ৬ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Kumam Udanta Singh"। FotMob (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩।
- ↑ "Iran - India 4:0 (WC Qualifiers Asia 2015-2017, 2. Round Group D)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Iran - India, Mar 24, 2016 - World Cup qualification Asia - Match sheet"। Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ Strack-Zimmermann, Benjamin (২৪ মার্চ ২০১৬)। "Iran vs. India (4:0)"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "India - Chinese Taipei (Taiwan), Jun 1, 2018 - Intercontinental Cup - Match sheet"। Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "India - Taiwan 5:0 (Friendlies 2018, June)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "India vs. Chinese Taipei - 1 June 2018"। Soccerway। ১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে উদন্ত সিং (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে উদন্ত সিং (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে উদন্ত সিং (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে উদন্ত সিং (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে উদন্ত সিং (ইংরেজি)