২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (ওএফসি)

রাশিয়ায় আয়োজিত ২০১৮ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য ওশেনিয়া অঞ্চলের ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজিত হয়েছে, যেখানে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) অধীনস্থ সকল জাতীয় দল অংশগ্রহণ করেছে। এই অঞ্চল থেকে সর্বমোট ০.৫ দল (১টি আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ স্থান) ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার অধিকার রয়েছে।[১]

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (ওএফসি)
বিবরণ
তারিখ৩১ আগস্ট ২০১৫ – ৫ সেপ্টেম্বর ২০১৭
দল১১ (১টি কনফেডারেশন থেকে)
পরিসংখ্যান
ম্যাচ৩৫
গোল সংখ্যা১০৬ (ম্যাচ প্রতি ৩.০৩টি)
দর্শক সংখ্যা১,২৭,০৯৩ (ম্যাচ প্রতি ৩,৬৩১ জন)
শীর্ষ গোলদাতানিউজিল্যান্ড ক্রিস উড (৮ গোল)

২০১৪ সালের মতো এবারো ওএফসি নেশন্স কাপ হতে কিছু দল সরাসরি এই বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সে সকল দল ২০১৬ সালের ওএফসি নেশন্স কাপ হতে সরাসরি এই বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পায়।[২] ২০১২ সালের মতো নয়, এইবার বাছাইপর্বে যেসকল দল জয়লাভ করে সেসকল দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে খেলার জন্য অগ্রসর হয়েছে। নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল এই বাছাইপর্বে জয়লাভ করেছিল এবং একই সাথে তারা ওএফসি নেশন্স কাপ জয়লাভ করার মাধ্যমে ২০১৭ ফিফা কনফেডারেশন কাপেও ওশেনিয়া অঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করেছে।

পদ্ধতি সম্পাদনা

এই বাছাইপর্ব হতে উত্তীর্ণ হওয়ার নিয়মাবলী নিম্নরূপ:[২][৩][৪]

ওএফসি এই বাছাইপর্ব সম্পর্কিত বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছিল, যা তারা বিবেচনাও করেছিল।[৫] ২০১৪ সালের অক্টোবরে সর্বশেষ গৃহীত প্রস্তাবটি ছিল দ্বিতীয় পর্বে ৮টি দলকে ৪টি করে দুটি গ্রুপে বিভক্ত করা হবে, যেখানে তারা রাউন্ড-রবিন প্রতিযোগিতার মাধ্যমে হোম-এন্ড-অ্যাওয়ে ম্যাচ খেলায় অংশগ্রহণ করবে। এখান থেকে শীর্ষ ২টি ২০১৬ সালের ওএফসি নেশন্স কাপের ফাইনালে লড়াই করবে এবং একই সাথে উক্ত খেলার ফাইনালে বিজয়ী দল ২০১৭ ফিফা কনফেডারেশন কাপ এবং আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে।[৬] যাহোক, পরবর্তীতে ২০১৫ সালে এপ্রিলে ওএফসি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, এবং ঘোষণা করে যে ২০১৬ সালের ওএফসি নেশন্স কাপ ২০১২ সালের মতোই অনুষ্ঠিত হবে।[৭]

প্রবেশক সম্পাদনা

এএফসি থেকে ফিফা-অনুমোদিত ১১টি দেশ এই বাছাইপর্বে প্রবেশের যোগ্যতা অর্জন করেছে।[৮] বাছাইপর্ব শুরুর পূর্বে প্রকাশিত সর্বশেষ ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ ৪টি দল প্রথম পর্বে প্রবেশ করে এবং বাকি ৭টি দল সরাসরি দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

সরাসরি দ্বিতীয় পর্বে প্রবেশ প্রথম রাউন্ডে প্রতিযোগিতা

সময়তালিকা সম্পাদনা

ওএফসি অঞ্চলের বাছাইপর্বের সময়তালিকা নিম্নে উল্লেখ করা হলো:[২][৩][৫][৯][১০]

পর্ব ম্যাচদিন তারিখ
প্রথম পর্ব ম্যাচদিন ১ ৩১ আগস্ট ২০১৫
ম্যাচদিন ২ ২ সেপ্টেম্বর ২০১৫
ম্যাচদিন ৩ ৪ সেপ্টেম্বর ২০১৫
দ্বিতীয় পর্ব
(ওএফসি নেশন্স কাপ)
ম্যাচদিন ১ ২৮–২৯ মে ২০১৬
ম্যাচদিন ২ ৩১ মে – ১ জুন ২০১৬
ম্যাচদিন ৩ ৪–৫ জুন ২০১৬
সেমি-ফাইনাল ৮ জুন ২০১৬
ফাইনাল ১১ জুন ২০১৬
পর্ব ম্যাচদিন তারিখ
তৃতীয় পর্ব ম্যাচদিন ১ ৭–১৫ নভেম্বর ২০১৬
ম্যাচদিন ২
ম্যাচদিন ৩ ২০–২৯ মার্চ ২০১৭
ম্যাচদিন ৪
ম্যাচদিন ৫ ৫–১৩ জুন ২০১৭
ম্যাচদিন ৬
চূড়ান্ত প্রথম লেগ ২৮ আগস্ট – ৫ সেপ্টেম্বর ২০১৭
চূড়ান্ত দ্বিতীয় লেগ

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ ২০১৭ সালের ৬–১৪ নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে।[১১]

প্রথম পর্ব সম্পাদনা

আমেরিকান সামোয়া, কুক আইল্যান্ড, সামোয়া, এবং টোঙ্গা তাদের একক দেশে রাউন্ড-রবিন প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দ্বিতীয় পর্বে খেলার জন্য অগ্রসর হয়েছে।[১২]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন        
  সামোয়া +৩ দ্বিতীয় পর্ব / ২০১৬ ওএফসি নেশনস কাপের জন্য অগ্রসর ৩–২
  মার্কিন সামোয়া +২ ২–০
  কুক দ্বীপপুঞ্জ +২ ১–০
  টোঙ্গা (H) −৭ ০–৩ ১–২ ০–৩
উৎস: ফিফা
(H) স্বাগতিক।

দ্বিতীয় পর্ব সম্পাদনা

ওএফসি অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় পর্বের ড্র ২০১৫ সালের ২৫ জুলাই , ১৮:০০ এমএসকে (ইউটিসি+৩) সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্ত্রেলনার কন্সতান্টিনোভস্কি প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে।[১৪]

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন        
  পাপুয়া নিউগিনি (H) ১১ +৮ নেশন্স কাপের নকআউট পর্ব
এবং তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ
১–১ ২–২ ৮–০
  নতুন ক্যালিডোনিয়া +৭ ৭–০
  তাহিতি +৪ তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ ১–১ ৪–০
  সামোয়া ১৯ −১৯
উৎস: ফিফা
(H) স্বাগতিক।

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন        
  নিউজিল্যান্ড +৮ নেশন্স কাপের নকআউট পর্ব
এবং তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ
১–০ ৩–১
  সলোমন দ্বীপপুঞ্জ −১ ০–১
  ফিজি −২ তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ ২–৩
  ভানুয়াতু −৫ ০–৫ ০–১
উৎস: ফিফা

নকআউট পর্ব সম্পাদনা

যদিও ওএফসি নেশন্স কাপের নকআউট পর্বের ফলাফল বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জনকারী দলের উপর কোন প্রভাব ফেলে না, তবে পরিসংখ্যানগত উদ্দেশ্যে এই ম্যাচগুলি বিশ্বকাপের বাছাইপর্বের অংশ বলে বিবেচিত করা হয়েছে। ওএফসি নেশন্স কাপের নকআউট পর্বের গোলদাতা, গোলরক্ষক এবং হলুদ কার্ড, লাল কার্ডের পরিসংখ্যানে ফিফার বাছাইপর্বের সাথে হিসাব করা হয়েছে (যেমনটি ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে করা হয়েছিল)।

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৮ জুন — পোর্ট মোর্সবি
 
 
  নিউজিল্যান্ড
 
১১ জুন — পোর্ট মোর্সবি
 
  নতুন ক্যালিডোনিয়া
 
  নিউজিল্যান্ড (পেন.)০ (৪)
 
৮ জুন — পোর্ট মোর্সবি
 
  পাপুয়া নিউগিনি০ (২)
 
  পাপুয়া নিউগিনি
 
 
  সলোমন দ্বীপপুঞ্জ
 

তৃতীয় পর্ব সম্পাদনা

ওএফসি অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় পর্বের ড্র ২০১৬ সালের ৮ জুলাই , ১১:০০ (এনজেডএসটি) সময়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত ওএফসি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।[১৫]

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন      
  নিউজিল্যান্ড +৬ ১০ ওএফসি ফাইনালের জন্য উত্তীর্ণ ২–০ ২–০
  নতুন ক্যালিডোনিয়া −১ ০–০ ২–১
  ফিজি −৫ ০–২ ২–২
উৎস: ফিফা

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন      
  সলোমন দ্বীপপুঞ্জ ওএফসি ফাইনালের জন্য উত্তীর্ণ ১–০ ৩–২
  তাহিতি +৩ ৩–০'"`UNIQ--ref-০০০০০০১C-QINU`"' ১–২
  পাপুয়া নিউগিনি −৩ ১–২ ১–৩
উৎস: ফিফা
টীকা:
  1. ফিফা তাহিতিকে ৩–০ গোলের জয় পুরস্কৃত করে, কারণ সলোমন দ্বীপপুঞ্জ তাদের দলে হেনরি ফা'আরোদো নামে একজন অযোগ্য খেলোয়াড়কে খেলিয়েছিল। হেনরি ফা'আরোদো উক্ত খেলায় বহিষ্কার ছিল কেননা তিনি ২০১৬ ওএফসি নেশন্স কাপে দুটি হলুদ কার্ড গ্রহন করেছিলেন। উক্ত খেলায় সলোমন দ্বীপপুঞ্জ তাহিতিকে ১–০ গোলে হারিয়েছিল।[১৬]

ফাইনাল সম্পাদনা

ওএফসি ফাইনালের ড্র (যেটা তাদের লেগের ক্রম নির্ধারণ করবে) ২০১৭ সালের ১৫ জুন, ১৬:০০ এনজেডএসটি (ইউটিসি+১২), সময়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত ওএফসি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।[১৭]

এই খেলায় বিজয়ী দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই ফাইনালে দুই লেগের তারিখ ঘোষণা করা হয়েছে ২৮ আগস্ট এবং ৫ সেপ্টেম্বর ২০১৭।[১৮]

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
নিউজিল্যান্ড   ৮–৩   সলোমন দ্বীপপুঞ্জ ৬–১ ২–২

নিউজিল্যান্ড সামগ্রিকভাবে ৮–৩ গোলে জয়লাভ করেছে এবং আন্তঃ-কনফেডারেশন প্লে-অফের জন্য উত্তীর্ণ হয়েছে।

আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ সম্পাদনা

আন্তঃ-কনফেডারেশন প্লে-অফের ড্র ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রাথমিক ড্র হিসেবে ২০১৫ সালের ২৫ জুলাই , ১৮:০০ এমএসকে (ইউটিসি+৩) সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্ত্রেলনার কন্সতান্টিনোভস্কি প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে।[৩] যেখানে ওএফসির বাছাইপর্বের বিজয়ী দলের সাথে কনমেবলের পঞ্চম স্থান অধিকারী দলের খেলা নির্ধারণ করা হয়, যেখানে ওএফসির দলটি প্রথম লেগের আয়োজন করবে।[১৯]


Top goalscorers সম্পাদনা

8 goals
7 goals
5 goals
4 goals
3 goals

For full lists of goalscorers, see sections in each round:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Current allocation of FIFA World Cup™ confederation slots maintained"। FIFA.com। ৩০ মে ২০১৫। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Preliminary competition format outlined"। Oceania Football Confederation। ১০ জুলাই ২০১৫। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  3. "Preliminary Draw procedures outlined"। fifa.com। ৯ জুলাই ২০১৫। ১২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  4. "Draw Procedures – Oceanian Zone" (পিডিএফ)। FIFA.com। ২৪ জুলাই ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "OFC Executive Committee decisions"। OFC। ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪ 
  6. "OFC Executive Committee outcomes"। Oceania Football Confederation। ২০ অক্টোবর ২০১৪। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Football: Heat goes on NZ after switch"New Zealand Herald। ১২ এপ্রিল ২০১৫। 
  8. "Road to Russia with new milestone"। FIFA.com। ১৫ জানুয়ারি ২০১৫। ২২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. "Calendar of Events 2015"। Oceania Football Confederation। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "2018 WCQ Stage 3 Schedule & Results"। Oceania Football Confederation। ৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬ 
  11. "FIFA Calendar"। FIFA.com। ২৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. "Stage 1 draw revealed"। OFC। ৩০ জুলাই ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. "Regulations – 2018 FIFA World Cup Russia" (পিডিএফ)। FIFA.com। 
  14. "World Cup path laid out for Oceania"। OFC। ২৬ জুলাই ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  15. "Stage 3 draw complete"। Oceania Football Confederation। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  16. "Several member associations sanctioned for incidents during FIFA World Cup qualifiers and friendlies"FIFA.com। ১৯ ডিসেম্বর ২০১৬। 
  17. "New Zealand at home first in OFC play-off"FIFA। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  18. "Next steps to Russia laid out"। Football NZ। ৮ জুলাই ২০১৬। ১১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬ 
  19. "The Preliminary Draw results in full"। FIFA.com। ২৫ জুলাই ২০১৫। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা