২০১৮ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল ২০১৮ সালের জুলাইয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১] সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই), যা ছিল ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ।[২] মহিলা ওডিআই ম্যাচ গুলো খেলার পূর্বে উভয় দল দক্ষিণ আফ্রিকাকে সাথে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলে।[৩][৪] ইংল্যান্ড মহিলা দল তিন-ম্যাচের সিরিজটি ২-১ এ জয় লাভ করে।[৫]
২০১৮ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড মহিলা | নিউজিল্যান্ড মহিলা | ||
তারিখ | ৭ – ১৩ জুলাই ২০১৮ | ||
অধিনায়ক | হিদার নাইট | সুজি বেটস | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড মহিলা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যামি জনস (১৬১) | সোফি ডিভাইন (১৬৪) | |
সর্বাধিক উইকেট | সোফি একলস্টোন (৬) | লেই কাস্পারেক (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অ্যামি জনস (ইংল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাইংল্যান্ড[৬] | নিউজিল্যান্ড[৭] |
---|---|
ডব্লিউওডিআই সিরিজ
সম্পাদনা১ম ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্যাটি জর্জ (ইংল্যান্ড) তার ডব্লিউওডিআই অভিষেক হয়।
- রানের বিচারে নিউজিল্যান্ড মহিলা দলের বিপক্ষে ওডিআইয়ে এটা ছিল ইংল্যান্ড মহিলা দলের সবচেয়ে বড় বিজয়।[৮]
- পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ২, নিউজিল্যান্ড মহিলা ০।
২য় ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ২, নিউজিল্যান্ড মহিলা ০।
৩য় ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লেই কাস্পারেক (নিউজিল্যান্ড) মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার প্রথম ৫ উইকেট লাভ করে।[৯]
- পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ০, নিউজিল্যান্ড মহিলা ২।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "England women to host South Africa, New Zealand in 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ "England confirm 2018 fixtures"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ "Jess Watkin, Bernadine Bezuidenhout called up for tour of Ireland and England"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।
- ↑ "England take on table leaders New Zealand"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮।
- ↑ "England v New Zealand: সোফি ডিভাইন's century leads tourists to victory"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৮।
- ↑ "England confirm squad for New Zealand ODIs"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮।
- ↑ "New Zealand women call up Watkin, Bezuidenhout for England tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।
- ↑ "England v New Zealand: Hosts win 142 রানে বিজয়ী in first ODI at Headingley"। BBC Sport। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৮।
- ↑ "Sophie Devine delivers New Zealand consolation win after Leigh Kasperek takes five wickets"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৮।