২০১৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্কোয়াড
এটি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-এর অংশগ্রহণকারী ৬টি দলের স্কোয়াডের তালিকা।
ঢাকা ডাইনামাইটস
সম্পাদনা[১] নাসির হোসেন (আইকন), মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, সোহেল খান (পাকিস্তান), শামসুর রহমান, সৈকত আলী, ডেভিড মালান (ইংল্যান্ড), ফরহাদ রেজা, নাবিল সামাদ, তন্ময় মিশ্র (কেনিয়া), শাহজিব হাসান (পাকিস্তান), আবুল হাসান, ইরফান শুক্কুর
চিটাগাং ভাইকিংস
সম্পাদনা[২] তামিম ইকবাল (আইকন), এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, জিবন মেন্ডিস (শ্রীলঙ্কা), নাঈম ইসলাম, সাঈদ আজমল (পাকিস্তান), এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা), শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল
কুমিল্লা ভিক্টোরিয়ানস
সম্পাদনা[১] মাশরাফি বিন মুর্তজা (আইকন), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), আরিফুল হক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), ধীমান ঘোষ
রংপুর রাইডার্স
সম্পাদনা[৩] সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), মুক্তার আলী, সাকলাইন সজীব, মোহাম্মদ নবি (আফগানিস্তান), জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মুরাদ খান, রাসেল আল মামুন
সিলেট সুপার স্টার
সম্পাদনা[২] মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জশুয়া কব (ইংল্যান্ড), নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, সোহেল তানভীর (পাকিস্তান), নাজমুল হোসেন মিলন, আবু সায়েম
বরিশাল বুলস
সম্পাদনা[১] মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সামি (পাকিস্তান), মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বিপিএল-এর আসন্ন মৌসুমে লটারিতে কারা গেলেন কোন্ দলে"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৫।
- ↑ ক খ "ভাগ্যের খেলায় 'চ্যাম্পিয়ন' রংপুর"। দৈনিক প্রথম আলো। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৫।
- ↑ "বিপিএল-৩ এর দল এবং ক্রিকেটাররা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৫।