২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার ফ্রিস্টাইল বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১১১৩ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা, মানে এখানে সাঁতারকাটার পদ্ধতির (যেমন ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই বিভাগ) কোনো বাধ্যবাধকতা থাকে না। প্রায় সব সাঁতারুই ফ্রন্ট ক্রল বা তার কোনো বিকল্প পদ্ধতির প্রয়োগ করে থাকে। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার ফ্রিস্টাইল
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১১ই আগস্ট (হিট)
১৩ই আগস্ট (ফাইনাল)
পদকবিজয়ী
স্বর্ণ পদক   ইতালি
রৌপ্য পদক   স্লোভেনিয়া
ব্রোঞ্জ পদক   চীন
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:৫৯। ৩০ সেকেন্ড (এ মান) এবং ২:০৩.৫০সেকেন্ড (বি মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   লরঁ মানাদু (FRA) ১:৫৫.৫২ মেলবোর্ন, অস্ট্রেলিয়া ২৮শে মার্চ ২০০৭ [১]
অলিম্পিক রেকর্ড   হাইকি ফ্রায়েডরিখ (GDR) ১:৫৭.৬৫ সিওল, দক্ষিণ কোরিয়া ২১শে সেপ্টেম্বর ১৯৮৮ -

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম দেশ সময় OR WR
১১ই আগস্ট হিট ৪ প্যাং জিয়ায়িং   চীন ১:৫৭.৩৭ OR
১১ই আগস্ট হিট ৫ সারা ইসাকোভিচ   স্লোভেনিয়া ১:৫৫.৮৬ OR
১১ই আগস্ট হিট ৬ ফেডেরিকা পেলেগ্রিনি   ইতালি ১:৫৫.৪৫ OR WR
১৩ই আগস্ট ফাইনাল ফেডেরিকা পেলেগ্রিনি   ইতালি ১:৫৪.৮২ OR WR

হিট সম্পাদনা

ক্রম হিট লেন প্রতিযোগী দেশ সময় টিকা
ফেডেরিকা পেলেগ্রিনি   ইতালি ১:৫৫.৪৫ Q, WR
সারা ইসাকোভিচ   স্লোভেনিয়া ১:৫৫.৮৬ Q, OR
কেটলিন ম্যাকক্লাচি   গ্রেট ব্রিটেন ১:৫৬.৯৭ Q
কেটি হফ   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৭.২০ Q
অ্যাগনেস মিউটিনা   হাঙ্গেরি ১:৫৭.২৫ Q
প্যাং জিয়ায়িং   চীন ১:৫৭.৩৭ Q, OR
অ্যালিসন স্মিট   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৭.৩৮ Q
হারুকা উয়েদা   জাপান ১:৫৭.৬৪ Q
ক্যামেলিয়া অ্যালিনা পোটেক   রোমানিয়া ১:৫৭.৬৫ Q
১০ ব্রোন্টে ব্যারাট   অস্ট্রেলিয়া ১:৫৭.৭৫ Q
১১ ওফেলি-সিরিয়েল এটিন   ফ্রান্স ১:৫৭.৯৩ Q
১২ লিন্ডা ম্যাকেঞ্জি   অস্ট্রেলিয়া ১:৫৭.৯৬ Q
১৩ জোসেফিন লিলহেজ   সুইডেন ১:৫৭.৯৮ Q
১৪ জোয়ান জ্যাকসন   গ্রেট ব্রিটেন ১:৫৮.০০ Q
১৫ অরোরে মোঙ্গেল   ফ্রান্স ১:৫৮.১১ Q
১৬ ইডা মার্কো-ভার্গা   সুইডেন ১:৫৮.২১ Q
১৭ স্টেফানি হর্নার   কানাডা ১:৫৮.৩৫
১৮ মেলানিয়া ফেলিসিটাস কোস্টা   স্পেন ১:৫৯.৫০
১৯ ঝু কিয়ানউই   চীন ১:৫৯.৫২
২০ দারিয়া বেলিয়াকিনা   রাশিয়া ১:৫৯.৭২
২১ মাকি মিতা   জাপান ১:৫৯.৯৬
২২ অ্যানিকা লার্জ   জার্মানি ১:৫৯.৯৮
২৩ রানোমি ক্রোমোউইজোজো   নেদারল্যান্ডস ২:০০.০২
২৪ পেত্রা ডালম্যান   জার্মানি ২:০০.২১
২৫ জেনেভিয়েভ সমুর   কানাডা ২:০০.৪৯
২৬ জোর্ডিস স্টেইনেগার   অস্ট্রিয়া ২:০০.৫২
২৭ অ্যানা স্টাইলিয়ানো   সাইপ্রাস ২:০০.৫৫
২৮ মোনিক ফেরেইরা   ব্রাজিল ২:০০.৬৪
২৮ এলিনা পার্টোকা   এস্তোনিয়া ২:০০.৬৪
৩০ নিনা রেঞ্জলোভা   বুলগেরিয়া ২:০০.৬৬
৩১ হোই শুন স্টেফানি আউ   হংকং ২:০০.৮৫
৩২ পাউলিনা বার্জিস্কা   পোল্যান্ড ২:০০.৯২
৩৩ মেলিসা কর্ফ   দক্ষিণ আফ্রিকা ২:০০.৯৫
৩৪ লুসি মেই জ্যানসেন   ডেনমার্ক ২:০১.৩০
৩৫ নাতালিয়া খুদিয়াকোভা   ইউক্রেন ২:০২.২৭
৩৬ লিনেট লিম   সিঙ্গাপুর ২:০২.৩০
৩৭ চিন-কুই ইয়াং   চীনা তাইপেই ২:০২.৮৪
৩৮ নাথানন জাঙ্করাজং   থাইল্যান্ড ২:০২.৮৮
৩৯ ক্রিশ্চিয়ান ম্যালিয়েট   লুক্সেমবুর্গ ২:০২.৯১
৪০ মিলিকা অস্টোজিক   সার্বিয়া ২:০৩.১৯
৪১ হেসি ভিলারিয়েল   কিউবা ২:০৩.২৩
৪২ আঞ্জা ট্রিসিচ   ক্রোয়েশিয়া ২:০৩.৫৭
৪৩ মেলানি নোচের   আয়ারল্যান্ড ২:০৪.২৯
৪৪ এলেনি কোস্তি   গ্রিস ২:০৪.৫৫
৪৫ সিগরুন ব্রা ভেরিসডোটির   আইসল্যান্ড ২:০৪.৮২
৪৬ লি কেওরা   দক্ষিণ কোরিয়া ২:০৫.৭১

সেমিফাইনাল সম্পাদনা

সেমিফাইনাল ১ সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
সারা ইসাকোভিচ   স্লোভেনিয়া ১:৫৬.৫০ Q
কেটি হফ   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৭.০১ Q
প্যাং জিয়ায়িং   চীন ১:৫৭.৩৪ Q
ব্রোন্ট ব্যারাট   অস্ট্রেলিয়া ১:৫৭.৫৫ Q
লিন্ডা ম্যাকেঞ্জি   অস্ট্রেলিয়া ১:৫৮.১৯
হারুকা উয়েদা   জাপান ১:৫৮.৪৪
জোয়ান জ্যাকসন   গ্রেট ব্রিটেন ১:৫৮.৭০
ইডা মার্কো-ভার্গা   সুইডেন ১:৫৯.৪১

সেমিফাইনাল ২ সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
ফেডেরিকা পেলেগ্রিনি   ইতালি ১:৫৭.২৩ Q
ক্যামেলিয়া অ্যালিনা পোটেক   রোমানিয়া ১:৫৭.৭১ Q
কেটলিন ম্যাকক্লাচি   গ্রেট ব্রিটেন ১:৫৭.৭৩ Q
ওফেলি-সিরিয়েল এটিন   ফ্রান্স ১:৫৮.০০ Q
অ্যালিসন স্মিট   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৮.০১
অরোরে মোঙ্গেল   ফ্রান্স ১:৫৮.০৮
অ্যাগনেস মিউটিনা   হাঙ্গেরি ১:৫৮.১৫
জোসেফিন লিলহেজ   সুইডেন ১:৫৯.২৯

ফাইনাল সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
  ফেডেরিকা পেলেগ্রিনি   ইতালি ১:৫৪.৮২ ডব্লিউআর
  সারা ইসাকোভিচ   স্লোভেনিয়া ১:৫৪.৯৭
  প্যাং জিয়ায়িং   চীন ১:৫৫.০৫
কেটি হফ   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৫.৭৮
ক্যামেলিয়া অ্যালিনা পোটেক   রোমানিয়া ১:৫৬.৮৭
কেটলিন ম্যাকক্লাচি   গ্রেট ব্রিটেন ১:৫৭.৬৫
ব্রোন্ট ব্যারাট   অস্ট্রেলিয়া ১:৫৭.৮৩
ওফেলি-সিরিয়েল এটিন   ফ্রান্স ১:৫৭.৮৩

পাদটিকা সম্পাদনা

  1. "Phelps shines as records tumble"BBC News। ২০০৭-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-১৬