২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১২ ও ১৪ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা, মানে এখানে সাঁতারকাটার পদ্ধতির ( যেমন ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই বিভাগ)কোনো বাধ্যবাধকতা থাকে না। প্রায় সব সাঁতারুই ফ্রন্ট ক্রল বা তার কোনো বিকল্প পদ্ধতির প্রয়োগ করে থাকে। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দু'বার পার করতে হয়।
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||||||
তারিখ | ১২ই আগস্ট (হিট) ১৪ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||||||
প্রতিযোগী | ৫৬টি দেশের ৬৪ জন প্রতিযোগী | ||||||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||||||
| |||||||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট নয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৪৯.২৩সেকেন্ড(A মান) এবং ৫০.৯৫সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | অ্যালেন বার্নার্ড (FRA) | ৪৭.৫০ | আইন্দহোভেন, নেদারল্যান্ডস | ২২শে মার্চ ২০০৮ |
অলিম্পিক রেকর্ড | পিটার ভ্যান ডেন হুগেনব্যান্ড (NED) | ৪৭.৮৪ | সিডনি, অস্ট্রেলিয়া | ১৯শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১২ই আগস্ট | ৪×১০০ মি. রিলে হিট ১ লিড অফ | আমুরি লেভঁ | ফ্রান্স | ৪৭.৭৬ | OR | |
১২ই আগস্ট | ৪×১০০ মি. রিলে ফাইনাল লিড অফ | এমোন সুলিভান | অস্ট্রেলিয়া | ৪৭.২৪ | OR | WR |
১৩ই আগস্ট | সেমিফাইনাল ১ | অ্যালেন বার্নার্ড | ফ্রান্স | ৪৭.২০ | OR | WR |
১৩ই আগস্ট | সেমিফাইনাল ২ | এমোন সুলিভান | অস্ট্রেলিয়া | ৪৭.০৫ | OR | WR |
হিট
সম্পাদনাহিট ১
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৩ | এমিল রনি বেকালে | কঙ্গো প্রজাতন্ত্র | ৫৫.০৮ | |
২ | ৪ | মিগুয়েল অ্যাঞ্ঝেল ন্যাভারো | বলিভিয়া | ৫৬.৯৬ | |
৩ | ৫ | সোফিয়া এল গাদি | লিবিয়া | ৫৭.৮৯ |
হিট ২
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৬ | জ্যান রুডজ্যান্ট | আরুবা | ৫১.৬৯ | |
২ | ৩ | মিকায়েল কোলোয়ান | আর্মেনিয়া | ৫১.৮৯ | |
৩ | ২ | গেইল অ্যাডামস | মরিশাস | ৫২.৩৫ | |
৪ | ৫ | কার্ল প্রোবার্ট | ফিজি | ৫২.৩৭ | |
৫ | ৪ | রয়-অ্যালেন বার্চ | বারমুডা | ৫২.৬৫ | |
৬ | ৭ | ওবেইদ আহমেদ আলজেসমি | সংযুক্ত আরব আমিরাত | ৫৩.২৯ |
হিট ৩
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | বীরধাওয়াল খারে | ভারত | ৫০.০৭ | |
২ | ২ | রোমান্স মিলোস্লাভ্সকিস | লাতভিয়া | ৫০.৪০ | |
৩ | ৩ | টেরেন্স হেইন্স | বার্বাডোস | ৫০.৫০ | NR |
৪ | ৭ | আলেক্সান্ডার স্ক্লেয়ার | কাজাখস্তান | ৫১.২৪ | |
৫ | ৬ | নামগুন লিম | দক্ষিণ কোরিয়া | ৫১.৮০ | |
৬ | ১ | পিটার রোমাস্কিন | উজবেকিস্তান | ৫১.৮৩ | |
৭ | ৮ | ক্রিস্টোফার ডিউনাস | গুয়াম | ৫২.৬৪ |
হিট ৪
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | জ্যাসন ডানফোর্ড | কেনিয়া | ৪৯.০৬ | |
২ | ৫ | নিমরোদ শাপিরা বার-ওর | ইসরায়েল | ৪৯.১০ | |
৩ | ৬ | পিটার ম্যানকক | স্লোভেনিয়া | ৪৯.৩৩ | |
৪ | ১ | রায়ান পিনি | পাপুয়া নিউগিনি | ৪৯.৭২ | |
৫ | ৩ | ম্যাটি রাজাকিলা | ফিনল্যান্ড | ৪৯.৯১ | |
৬ | ৮ | অ্যারিস্টেইদিস গ্রিগোরিয়াদিস | গ্রিস | ৫০.৬২ | |
৭ | ২ | নর্বার্ট ট্রান্ডাফির | রোমানিয়া | ৫০.৭৪ | |
৮ | ৭ | দানিল হাউস্তভ | এস্তোনিয়া | ৫০.৯২ |
হিট ৫
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৬ | মার্টিন ভার্নার | চেক প্রজাতন্ত্র | ৪৮.৯৫ | |
২ | ৫ | বালাজ মাকানি | হাঙ্গেরি | ৪৯.২৭ | |
৩ | ৭ | পাউলিয়াস ভিক্টোরাভিশিয়াস | লিথুয়ানিয়া | ৪৯.২৭ | |
৪ | ১ | শন ফ্রেজার | কেইম্যান দ্বীপপুঞ্জ | ৪৯.৫৬ | |
৫ | ২ | মার্টিন কুচার | উরুগুয়ে | ৫০.০৮ | |
৬ | ৩ | স্ট্যানিস্লাভ নেভেরোভস্কি | বেলারুশ | ৫০.১৪ | |
৭ | ৪ | তিয়াগো ভেনাসিও | পর্তুগাল | ৫০.৩০ | |
৮ | ৮ | অর্ন আর্নার্সন | আইসল্যান্ড | ৫০.৬৮ |
হিট ৬
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৮ | জর্জ বোভেল | ত্রিনিদাদ ও টোবাগো | ৪৮.৮৩ | |
২ | ৫ | অ্যালবার্ট সুবিরাটস অ্যাল্টেস | ভেনেজুয়েলা | ৪৮.৯৭ | NR |
৩ | ১ | জুও চেন | চীন | ৪৯.০৮ | |
৪ | ৩ | নাবিল কাবাব | আলজেরিয়া | ৪৯.৩৮ | |
৪ | ২ | হোসে মার্টিন মিওলান্স | আর্জেন্টিনা | ৪৯.৫০ | |
৫ | ৭ | য়ুরি ইয়েগোশিন | ইউক্রেন | ৪৯.৫৬ | |
৬ | ৪ | মিজা জাস্ট্রো | নেদারল্যান্ডস | ৪৯.৬১ | |
৭ | ৬ | হিসায়োশি সাতো | জাপান | ৪৯.৮৫ |
হিট ৭
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৬ | ব্রেন্ট হেডেন | কানাডা | ৪৭.৮৪ | Q |
২ | ৮ | মিলোরাড ক্যাভিচ | সার্বিয়া | ৪৮.১৫ | w/o |
৩ | ৩ | ফিলিপ্পো ম্যাগনিনি | ইতালি | ৪৮.৩০ | Q |
৪ | ৪ | জ্যাসন লেজাক | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৮.৩৩ | Q |
৫ | ৫ | ফ্যাবিয়েন জিলট | ফ্রান্স | ৪৮.৪২ | Q |
৬ | ৭ | ডমিনিক মেইচত্রি | সুইজারল্যান্ড | ৪৮.৫৫ | Q |
৭ | ১ | ইয়োরিস গ্র্যাঞ্জিন | বেলজিয়াম | ৪৮.৮২ | |
৮ | ২ | দুজে ড্র্যাগেঞ্জা | ক্রোয়েশিয়া | ৪৯.৪৯ |
হিট ৮
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | এমোন সুলিভান | অস্ট্রেলিয়া | ৪৭.৮০ | Q |
২ | ৫ | স্টেফান নিস্ট্র্যান্ড | সুইডেন | ৪৭.৮৩ | Q |
৩ | ৬ | পিটার ভ্যান ডেন হুগেনব্যান্ড | নেদারল্যান্ডস | ৪৭.৯৭ | Q |
৪ | ৩ | সিজার সিয়েলো ফিলহো | ব্রাজিল | ৪৮.১৬ | Q |
৫ | ২ | আন্দ্রে গ্রাচিন | রাশিয়া | ৪৮.৫০ | Q |
৬ | ৮ | ক্রিশ্চিয়ান গ্যালেন্ডা | ইতালি | ৪৮.৫৫ | Q |
৭ | ১ | জোয়েল গ্রিনশীল্ডস | কানাডা | ৪৯.০৪ | |
৮ | ৭ | রিক নীথলিং | দক্ষিণ আফ্রিকা | ৪৯.২৮ |
হিট ৯
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | অ্যালেন বার্নার্ড | ফ্রান্স | ৪৭.৮৫ | Q |
২ | ৫ | গ্যারেট ওয়েবার-গেল | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৮.১৯ | Q |
৩ | ৭ | লিন্ডন ফার্নস | দক্ষিণ আফ্রিকা | ৪৮.২৬ | Q |
৪ | ৬ | ম্যাট টার্গেট | অস্ট্রেলিয়া | ৪৮.৪০ | Q |
৫ | ৮ | জোনাস পার্সন | সুইডেন | ৪৮.৫১ | Q |
৬ | ৩ | ইভজেনি লাগুনভ | রাশিয়া | ৪৮.৫৯ | |
৭ | ১ | জ্যাকব স্কট অ্যান্ডজার | ডেনমার্ক | ৪৯.২৫ | |
৮ | ২ | স্টিফেন ডেবলার | জার্মানি | ৪৯.৩৯ |
সেমিফাইনাল
সম্পাদনাসেমিফাইনাল ১
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | যোগ্যতা অর্জনের সময় | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
২ | ১ | ৫ | অ্যালেন বার্নার্ড | ফ্রান্স | ৪৭.২০ | WR |
৫ | ১ | ৪ | স্টেফান নিস্ট্র্যান্ড | সুইডেন | ৪৭.৯১ | |
৬ | ১ | ২ | জ্যাসন লেজাক | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৭.৯৮ | |
৭ | ১ | ৬ | লিন্ডন ফার্নস | দক্ষিণ আফ্রিকা | ৪৮.০০ | |
৮ | ১ | ৩ | সিজার সিয়েলো ফিলহো | ব্রাজিল | ৪৮.০৭ | |
১২ | ১ | ৮ | ক্রিশ্চিয়ান গ্যালেন্ডা | ইতালি | ৪৮.৪৭ | |
১৩ | ১ | ১ | জোনাস পার্সন | সুইডেন | ৪৮.৫৯ | |
১৫ | ১ | ৭ | ফ্যাবিয়েন জিলট | ফ্রান্স | ৪৯.০০ |
সেমিফাইনাল ২
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | যোগ্যতা অর্জনের সময় | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৪ | এমোন সুলিভান | অস্ট্রেলিয়া | ৪৭.০৫ | WR |
৩ | ২ | ৩ | পিটার ভ্যান ডেন হুগেনব্যান্ড | নেদারল্যান্ডস | ৪৭.৬৮ | |
৪ | ২ | ৭ | ম্যাট টার্গেট | অস্ট্রেলিয়া | ৪৭.৮৮ | |
৯ | ২ | ২ | ফিলিপ্পো ম্যাগনিনি | ইতালি | ৪৮.১১ | S |
১০ | ২ | ৬ | গ্যারেট ওয়েবার-গেল | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৮.১২ | S |
১১ | ২ | ৫ | ব্রেন্ট হেডেন | কানাডা | ৪৮.২০ | |
১৪ | ২ | ১ | আন্দ্রে গ্রাচিন | রাশিয়া | ৪৮.৭১ | |
১৬ | ২ | ৮ | ডমিনিক মেইচত্রি | সুইজারল্যান্ড | ৪৯.৫৮ |
ফাইনাল
সম্পাদনাক্রম | লেন | প্রতিযোগী | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৫ | অ্যালেন বার্নার্ড | ফ্রান্স | ৪৭.২১ | ||
৪ | এমোন সুলিভান | অস্ট্রেলিয়া | ৪৭.৩২ | ||
৭ | জ্যাসন লেজাক | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৭.৬৭ | ||
৮ | সিজার সিয়েলো ফিলহো | ব্রাজিল | ৪৭.৬৭ | ||
৫ | ৩ | পিটার ভ্যান ডেন হুগেনব্যান্ড | নেদারল্যান্ডস | ৪৭.৭৫ | |
৬ | ১ | লিন্ডন ফার্নস | দক্ষিণ আফ্রিকা | ৪৮.০৪ | |
৭ | ৬ | ম্যাট টার্গেট | অস্ট্রেলিয়া | ৪৮.২০ | |
৮ | ২ | স্টেফান নিস্ট্র্যান্ড | সুইডেন | ৪৮.৩৩ |