২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ম্যারাথন ১০ কিলোমিটার

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০কিলোমিটার ম্যারাথন বিভাগের প্রতিযোগিতা আগস্টের ২১ তারিখে শুনি অলিম্পিক রোয়িং-ক্যানোয়িং পার্কে অনুষ্ঠিত হয়। ২০০৮ গেমসে এটি একটি নতুন বিভাগ হিসাবে সংযোজিত হয়। এই ১০কিমি ম্যারাথন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই সাঁতারের অন্যান্য বিভাগের মত সুইমিং পুলে না হয়ে খোলা জলে আয়োজিত হয়। কোনো প্রাথমিক পর্যায়ের হিট না হয়ে সরাসরি সামগ্রিক ভাবে প্রতিযোগিতা শুরু হয়। সাঁতার কাটার কোনো পদ্ধতিগত বিধিনিষেধ ছাড়া ফ্রিস্টাইল সাঁতার পদ্ধতিতে সাঁতার কাটা হয়। বেশিরভাগ সময়েই সাঁতারুরা ফ্রন্ট ক্রল পদ্ধতিতেই সাঁতার কাটে, তবে ক্ষেত্রবিশেষে এর পরিবর্তনও হয়, বিশেষ করে যখন সাঁতারুরা খাবারের জায়গায় পৌঁছায়।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ১০কিমি জল ম্যারাথন

স্বর্ণপদকজয়ী মার্টিন ভ্যান উইজেন।
স্থানশুনি অলিম্পিক রোয়িং-ক্যানোয়িং পার্ক
তারিখ২১শে আগস্ট
প্রতিযোগী২৪ টি দেশের ২৫জন প্রতিযোগী
বিজয়ীর সময়১:৫১:৫১.৬
পদকবিজয়ী
স্বর্ণ পদক   নেদারল্যান্ডস
রৌপ্য পদক   গ্রেট ব্রিটেন
ব্রোঞ্জ পদক   জার্মানি
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

খোলা জলে সাঁতার কৌশলগত ভাবে, প্রথাগত সাঁতারের থেকে অনেকটাই আলাদা। বরং এর সাথে প্রতিযোগিতামূলক সাইক্লিং বা ম্যারাথন দৌড় বা জল পোলোর অনেক সাযুজ্য আছে। এটি অলিম্পিকের সেই সব স্বল্প সংখ্যক ক্রীড়া গুলির একটি, যাতে, প্রতিযোগিতা চলাকালীন কোচের ভূমিকা অপরিসীম। প্রতিযোগিতা চলাকালীন কোচেরা চারবার তাদের প্রতিযোগীকে ভাসমান পন্টুন থেকে জল খাওয়ানোর সুযোগ পান। কিন্তু এই সময় কোচ যদি জলে পড়ে যান তাহলে তার প্রতিযোগী সঙ্গে সঙ্গে অপসৃত হবেন।

যোগ্যতাপর্ব সম্পাদনা

স্পেনের সেভিলে অনুষ্ঠিত ২০০৮ বিশ্ব খোলা জল সাঁতার প্রতিযোগিতা ও চীনের বেইজিং-এ অনুষ্ঠিত গুড লাক বেইজিং অলিম্পিক ১০কিমি ম্যারাথন সাঁতার যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতার ফলের ক্রমানুসারে ২৫ জন সাঁতারু এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেন।

ফলাফল[১] সম্পাদনা

ক্রম প্রতিযোগী রাষ্ট্র সময় সময়ের
ব্যবধান
টিকা
  মার্টিন ভ্যান ডার উইজেন   নেদারল্যান্ডস ১:৫১:৫১.৬
  ডেভিড ডাভিস   গ্রেট ব্রিটেন ১:৫১:৫৩.১ ০০:০১.৫
  থমাস লার্জ   জার্মানি ১:৫১:৫৩.৬ ০০:০২.০
ভ্যালেরিও ক্লেরি   ইতালি ১:৫২:০৭.৫ ০০:১৫.৯
ইভজেনি দ্রাতসেভ   রাশিয়া ১:৫২:০৮.৯ ০০:১৭.৩
পিটার স্টোইচেভ   বুলগেরিয়া ১:৫২:০৯.১ ০০:১৭.৫
ব্রায়ান রিকম্যান   বেলজিয়াম ১:৫২:১০.৭ ০০:১৯.১
মার্ক ওয়ার্কেন্টিন   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫২:১৩.০ ০০:২১.৪
চাদ হো   দক্ষিণ আফ্রিকা ১:৫২:১৩.১ ০০:২১.৫
১০ আরউইন লিওন মালদোনাদো সাভেরা   ভেনেজুয়েলা ১:৫২:১৩.৬ ০০:২২.০
১১ কি হার্স্ট   অস্ট্রেলিয়া ১:৫২:১৩.৭ ০০:২২.১
১২ ইগর চেরভিনস্কি   ইউক্রেন ১:৫২:১৪.৭ ০০:২৩.১
১৩ ফ্রান্সিস্কো হোসে হার্ভাস   স্পেন ১:৫২:১৬.৫ ০০:২৪.৯
১৪ অ্যালান কার্মো   ব্রাজিল ১:৫২:১৬.৬ ০০:২৫.০
১৫ জাইলস রন্ডি   ফ্রান্স ১:৫২:১৬.৭ ০০:২৫.১
১৬ স্পাইরিডন জিয়ান্নিওটিস   গ্রিস ১:৫২:২০.৪ ০০:২৮.৮
১৭ রোস্তিস্লাভ ভিটেক   চেক প্রজাতন্ত্র ১:৫২:৪১.৮ ০০:৫০.২
১৮ লুইস এস্কোবার   মেক্সিকো ১:৫৩:৪৭.৯ ১:৫৬.৩
১৯ সালে মহম্মদ   সিরিয়া ১:৫৪:৩৭.৭ ২:৪৬.১
২০ মোহামেদ মুনির   মিশর ১:৫৫:১৭.০ ৩:২৫.৪
২১ ড্যামিয়েন ব্লাউম   আর্জেন্টিনা ১:৫৫:৪৮.৬ ৩:৫৭.০
২২ আর্সেনি লাভরেন্তিয়েভ   পর্তুগাল ২:০৩:৩৯.৬ ১১:৪৮.০
২৩ ঝিন টং   চীন ২:০৯:১৩.৪ ১৭:২১.৮
সাবা গার্সাক   হাঙ্গেরি DNF
ভ্লাদিমির দিয়াচিন   রাশিয়া DSQ

DNF - শেষ করতে পারেন নি (Did Not Finish) DSQ - অপসৃত (Disqualified)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Men's Marathon 10 km - Official ResultsOfficial Results : Swimming"The New York Times। ২০০৮-০৮-২০। ২০০৮-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৯