ড্যামিয়েন ব্লাউম
ড্যামিয়েন ব্লাউম (স্প্যানিশ: Damián Blaum; জন্ম: ১১ই জুন, ১৯৮১) আর্জেন্টিনার এক খোলা জলের অলিম্পিক সাঁতারু।[১] ব্লাউম আর্জেন্টিনার হয়ে ২০০৮ অলিম্পিকে অংশগ্রহণ করেন ও পুরুষদের ম্যারাথনে ২১তম স্থান লাভ করেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | আর্জেন্টিনা | |||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মিটার | |||||||||||||||||||||||||||||||||||
ওজন | ৭০ কেজি | |||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | সাঁতার | |||||||||||||||||||||||||||||||||||
ধরন | খোলা জল | |||||||||||||||||||||||||||||||||||
ক্লাব | রিভার প্লেট | |||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
জীবনী
সম্পাদনাড্যামিয়েন ব্লাউম ১১ই জুন, ১৯৮১ সালে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্ম গ্রহণ করেন। ছয় বছর বয়স থেকে সে সপ্তাহে ৪ দিন সাতারের শিখতেন। ক্লাব নাউটিকো আকুয়া থেকে ফ্রেডেরিক হিসাবে তিনি প্রথম সাতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মাত্র ১০ বছর বয়সে। পরে সে ক্লাব দে জিমনাশিয়া ই এসগ্রিমা দে বুয়েনোস আইরেস ভর্তি হন এবং ১৬ বছর বয়সে খোলা জলে সাতার কাটার সিদ্ধান্ত নেয়।[২][৩][৪][৫] বর্তমানে তিনি ক্লাব রিভার প্লেট জন্য প্রতিযোগিতা করছেন।
তিনি প্রাথমিক পড়াশোনা ইনস্টিটিউটে করেন, মাধ্যমিক পড়াশোনা করেন আইনস্টাইন কলেজ এবং উনিভেরসিদাদ দে ফিয়েমফিয়াস এমপ্রেসারিয়ালেস ই সোফফিয়ালেস (ইউসিইএস) (ইউনিভার্সিটি অফ বিজনেজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস) বিশ্ববিদ্যালয়ে ব্যবসা নিয়ে পড়াশোনা করেন।
ব্লাউম ২০০৯ সালে ১৫তম হেরনান্দারিয়াস-পারানা প্রতিযোগিতায়, পৃথিবীর দীর্ঘতম প্রায় ১০ ঘণ্টার ম্যারাথনে বিজয়ী হন।[৬]
২০০৯ সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল দে নাটেশন (এফআইএনএ) দিত্বীয় স্থান অধিকার করেন, পেটার স্টোয়চেভ এর পরে।[৭][৮]
পদক
সম্পাদনা- বিশ্বে ৫তম স্থানে ২০০৫।
- সেন্ট ফে-কোরনদা তে ৩তম স্থানে ২০০৫।
- হেরনান্দারিয়াস-পারানা ৩তম স্থানে ২০০৫।
- ক্যানিয়ন গুল্লি মক্সিকোতে, ৩তম স্থানে ২০০৫।
- ২০০৪ সালে দুবাই ওয়ার্ল্ড ক্যাপ ১০ কিলোমিটার দৌড়ে ৬ষ্ঠ তম হয়।
- ২০০৩ সালে বার্সেলোনা ১০ কিলোমিটার দৌড়ে ৮ম হয়।
- ২০০৩ সালে ওয়ার্ল্ড বার্সেলোনা ৫ কিলোমিটার দৌড়ে ১০ম হয়।
- ২০০৩ সালে কাবকুন ওয়ার্ল্ড কাপ ৩তম স্থানে।
- ১৯৯৯, ২০০০, ২০০১ এবং ২০০৩ সালে ৪ বার আর্জেন্টিনার চ্যাম্পিয়ন খোলা জলে।
- ২০০৪ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ৫ কিলোমিটার দৌড়ে।
- ২০০০ সালে রানার-আপ দক্ষিণ আমেরিকান ২৫ কিলোমিটার দৌড়ে।
- ২০০১ সালে আর্জেন্টাইন রানার পুল ১৫০০ মিটার রোসারিও (আর্জেন্টিনা) মধ্যে ।
- আর্জেন্টাইন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন রেলেস এবং রেলে রিপাবলিক।
- রিপাবলিক ১৯৯৯ সালে মার দেল প্লাতাতে ১৫০০ মিটার ৩তম স্থানে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ (স্পেনীয়) Perfil ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০০৯ তারিখে (trans: Profile) from saintaffrique.com, Blaum's official website www.damianblaum.com.ar; retrieved 2010-02-20.
- ↑ "Nadador argentino de Hacoaj clasifica para los Juegos de Beijing (Itón Gadol, diario de la comunidad judía)"। ৭ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১১।
- ↑ "Supernatación"। ২ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১১।
- ↑ ড্যামিয়েন ব্লাউম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Damian Blaum, who rules in open water"। ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১১।
- ↑ "Damián Blaum, en el más largo"। ১৩ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১১।
- ↑ Natación: Blaum se consolida 2° en el ranking mundial[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ 2009 FINA Open Water Swimming Grand Prix Men’s Season-ending Rankings[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট (স্পেনীয়)