১৫তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার

১৫তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ২০১৪ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পের সেরাদের স্বীকৃতি প্রদান করে। কালচারাল জানালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২০১৫ সালের ২০শে নভেম্বর ঢাকার গুলনকশা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নীরব খান, দেবাশীষ বিশ্বাস ও তিন্নি।[১]

১৫তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
তারিখ২০ নভেম্বর ২০১৫
স্থানগুলনকশা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকনীরব খান
দেবাশীষ বিশ্বাস
তিন্নি
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রমোস্ট ওয়েলকাম ২
সর্বাধিক পুরস্কারমোস্ট ওয়েলকাম ২ (৩)
সর্বাধিক মনোনয়নমোস্ট ওয়েলকাম ২ (৩)
 ← ১৪তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ১৬তম → 

বিজয়ী

সম্পাদনা

২০১৫ সালের ২০শে নভেম্বর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[২]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখিত।

চলচ্চিত্র

সম্পাদনা
বিভাগ পুরস্কার গ্রহীতা চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র অনন্ত জলিল (প্রযোজক) মোস্ট ওয়েলকাম ২
সেরা অভিনেতা অনন্ত জলিল মোস্ট ওয়েলকাম ২
সেরা অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা মোস্ট ওয়েলকাম ২

টেলিভিশন

সম্পাদনা
বিভাগ পুরস্কার গ্রহীতা
সেরা নাট্য নির্মাতা মাসুদ সেজান
সেরা অভিনেতা মোশাররফ করিম
সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
সেরা মডেল মীম চৌধুরী

সঙ্গীত

সম্পাদনা
বিভাগ পুরস্কার গ্রহীতা
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ হাবিব ওয়াহিদ
সেরা গায়িকা সাবরিনা পড়শী
সেরা সঙ্গীত পরিচালক হৃদয় খান
সেরা গীতিকার অনুরূপ আইচ

সমালোচনা পুরস্কার

সম্পাদনা
বিভাগ পুরস্কার গ্রহীতা
সেরা ইভেন্ট অর্গানাইজার (জাতীয়) রুবাইয়াত ঠাকুর রবিন (রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন)
সেরা ইভেন্ট অর্গানাইজার (আন্তর্জাতিক) স্বপন চৌধুরী (অন্তর শোবিজ)
সেরা টিভি রিপোর্টার পবন আহমেদ
জনপ্রিয় অভিনেত্রী (চলচ্চিত্র) বিদ্যা সিনহা সাহা মীম
জনপ্রিয় অভিনেত্রী (টিভি) সোনিয়া হোসেন
সেরা প্রযোজক আবদুল আজিজ
সেরা সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন

বিশেষ পুরস্কার

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আহমেদ, হক ফারুক (২২ নভেম্বর ২০১৫)। "ইউরো-সিজেএফবির ঝলমলে সন্ধ্যা"। দৈনিক যুগান্তর 
  2. "আজ ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"। দৈনিক মানবকণ্ঠ। ২০ নভেম্বর ২০১৫। 
  3. "Kobori to get Lifetime Achievement Award again"দ্য নিউ নেশন। ১১ নভেম্বর ২০১৫। 
  4. "ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৪ আজীবন সম্মাননায় কবরী বিশেষ সম্মাননায় জেমস"। দৈনিক মানবকণ্ঠ। ২২ নভেম্বর ২০১৫।