হ্যারি গ্রাহাম

অস্ট্রেলীয় ক্রিকেটার

হ্যারি গ্রাহাম (ইংরেজি: Harry Graham; জন্ম: ২২ নভেম্বর, ১৮৭০ - মৃত্যু: ৭ ফেব্রুয়ারি, ১৯১১) মেলবোর্নে জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। এছাড়াও লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন হ্যারি গ্রাহাম। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওতাগোর প্রতিনিধিত্ব করেছেন তিনি।

হ্যারি গ্রাহাম
আনুমানিক ১৮৯৫ সালে হ্যারি গ্রাহাম
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৭০-১১-২২)২২ নভেম্বর ১৮৭০
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
মৃত্যু৭ ফেব্রুয়ারি ১৯১১(1911-02-07) (বয়স ৪০)
সীক্লিফ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১১৪
রানের সংখ্যা ৩০১ ৫০৫৪
ব্যাটিং গড় ৩০.১০ ২৬.৩২
১০০/৫০ ২/০ ৭/২৪
সর্বোচ্চ রান ১০৭ ১২৪
বল করেছে ২৯৮
উইকেট
বোলিং গড় ৪৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৩৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/০ ৮৫/০
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৫ সেপ্টেম্বর ২০১৫

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৭ জুলাই, ১৮৯৩ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি তার নিজস্ব প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। এছাড়াও, নিজ ভূমিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি মেলবোর্ন ফুটবল ক্লাবের সদস্য হিসেবে শীর্ষস্থানীয় অস্ট্রেলীয় রুলস ফুটবলার ছিলেন। এরপূর্বে ১৮৯২ সালে ভিক্টোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে ৪২ গোল করে দ্বিতীয় স্থান অধিকার করেন।[১]

নিজ ৪০তম জন্মদিনের ১১ সপ্তাহ পর নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওতাগো অঞ্চলের সীক্লিফে তার দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Atkinson, p. 182.

আরও দেখুন সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা