হোরেস চ্যাপম্যান

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

হোরেস উইলিয়াম চ্যাপম্যান (ইংরেজি: Horace Chapman; জন্ম: ৩০ জুন, ১৮৯০ - মৃত্যু: ১ ডিসেম্বর, ১৯৪১) নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১৪ থেকে ১৯২১ সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

হোরেস চ্যাপম্যান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহোরেস উইলিয়াম চ্যাপম্যান
জন্ম৩০ জুন, ১৮৯০
ডারবান, নাটাল প্রদেশ
মৃত্যু১ ডিসেম্বর, ১৯৪১
মর্নিংসাইড, ডারবান, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯০)
১৪ ফেব্রুয়ারি ১৯১৪ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৫ নভেম্বর ১৯২১ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৮
রানের সংখ্যা ৩৯ ৫৮৭
ব্যাটিং গড় ১৩.০০ ২০.৯৬
১০০/৫০ ০/০ ০/৩
সর্বোচ্চ রান ১৭ ৭১
বল করেছে ১২৬ ১২৫৪
উইকেট ৩০
বোলিং গড় ১০৪.০০ ২৫.২৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৫১ ৫/৩৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৫/-

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন হোরেস চ্যাপম্যান

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯১০-১১ মৌসুম থেকে ১৯২১-২২ মৌসুম পর্যন্ত হোরেস চ্যাপম্যানের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। কার্যকরী ব্যাটসম্যান ও গুগলি বোলার হিসেবে নাটালের পক্ষে খেলতেন। ১৯১১ থেকে ১৯২২ সময়কালে কারি কাপে নাটাল দলের প্রতিনিধিত্ব করেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হোরেস চ্যাপম্যান। ১৪ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে ডারবানে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৫ নভেম্বর, ১৯২১ তারিখে একই মাঠে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১ ডিসেম্বর, ১৯৪১ তারিখে ৫১ বছর বয়সে ডারবানের মর্নিংসাইড এলাকায় হোরেস চ্যাপম্যানের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা