হেভি মেটাল সঙ্গীত
হেভি মেটাল হলো রক ধারার সঙ্গীতের একটি উপধারা, যা পরিবর্ধিত হয়েছে ৬০-এর দশকের শেষের ও ৭০-এর দশকের প্রথম দিকে মূলত আমেরিকা ও ইংল্যান্ডে ।এ ধারার সঙ্গীতের মূল অবস্থিত সাইকেডেলিক রক ও ব্লুজ রক-এ। এ ধারার ব্যান্ডগুলো বিকট শব্দের সৃষ্টি করেছিল খুব বিবর্ধিত বিকৃতির মাধ্যমে, দীর্ঘ সময়ের গিটার বাদন,শক্তিশালী আঘাত ও সর্বোপরি উচ্চ শব্দের মাধ্যমে। শুরুর দিকের ব্যান্ডগুলো যেমন-ব্ল্যাক সাবাথ, লেড জেপলিন, ডিপ পার্পল বিপুল সংখ্যক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ব্যান্ডগুলোকে এই ধারার সঙ্গীতের পথিকৃৎ বলা যায়। সত্তরের দশকের মধ্যদিকে জুডাস প্রিস্ট ব্যান্ড হেভি মেটালের ব্লুজের মিশ্রণ অনেকাংশে দূর করেছিল। মোটরহেড ব্যান্ড এতে পাঙ্ক রক-এর স্বাদ ও দ্রুততা যোগ করে। ৮০-এর দশকে আন্ডারগ্রাউন্ড দৃশ্যপট যোগ করে আরো আক্রমণাত্নক ও চূড়ান্ত পরিণতি। থ্রাশ মেটাল ধারার সঙ্গীত মূলধারায় ভাগ হয়ে যায় মেগাডেথও মেটালিকা ব্যান্ডের মাধ্যমে এবং ডেথ মেটাল ও ব্ল্যাক মেটাল উপসাংস্কৃতিক ঘটনা হিসেবে প্রতীয়মান হতে থাকে। ৯০-এর দশকের মাঝামাঝিতে জনপ্রিয় ধারা ন্যু মেটাল-এর আবির্ভাব ঘটে।এতে গ্রুঞ্জ ও হিপহপ উপাদানের সাথে এক্সট্রিম মেটাল ও হার্ডকোর পাঙ্ক ধারার গানের মিশ্রণ লক্ষণীয়, যা হেভি মেটালের সংজ্ঞাকে বিবর্ধিত করে।
হেভি মেটাল | |
---|---|
শৈলীগত বূৎপত্তি | ব্লুজ রক, সাইকেডেলিক রক |
সাংস্কৃতিক বূৎপত্তি | ১৯৬০-এর দশকের শেষে, যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্র-এ |
প্রথাগত বাদ্যযন্ত্র | ইলেকট্রিক গিটার • বেজ গিটার • ড্রামস • ভোকাল • কি-বোর্ড |
উপধারা | |
ব্ল্যাক মেটাল • ক্ল্যাসিক মেটাল • ডেথ মেটাল • ডুম মেটাল • গ্লাম মেটাল • গোথিক মেটাল • গ্রুভ মেটাল • পাওয়ার মেটাল • স্পীড মেটাল • স্টোনার রক • থ্রাশ মেটাল | |
সম্মিলিত ধারা | |
অল্টারনেটিভ মেটাল • এ্যাভ্যান্ট-গার্ড মেটাল • ক্রিস্টিয়ান মেটাল • ক্রুস্ট পাঙ্ক • ড্রোন মেটাল • ফল্ক মেটাল • ফাঙ্ক মেটাল • গ্রিন্ডকোর • ইন্ড্রাস্ট্রিয়াল মেটাল • মেটালকোর • নিঊ-ক্ল্যাসিক্যাল মেটাল • নু্য মেটাল • পোস্ট মেটাল • প্রোগ্রেসিভ মেটাল • স্লুডজ মেটাল • সিম্ফোনিক মেটাল • ভাইকিং মেটাল |
গঠন
সম্পাদনাহেভি মেটাল ব্যান্ডে থাকে একজন বেজিস্ট, একজন ড্রামার, একজন রিদম গিটারিস্ট, একজন লিড গিটারিস্ট এবং একজন গায়ক যার কাছে বাদ্যযন্ত্র থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিবোর্ড মাঝে মাঝে ব্যবহৃত হয় শব্দকে পূর্ণতা দিতে,তবে এছাড়া অন্য বাদ্যযন্ত্র খুব কম ব্যবহার করা হয়। হেভি মেটাল গানে ইলেকট্রিক গিটারের ব্যবহার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা গানের ভোকালের সাথের সাংগীতিক উত্তেজনা সৃষ্টি করে যাকে এক প্রকার স্নেহপূর্ণ বিরোধ বলা যেতে পারে।
বিষয়
সম্পাদনাহেভি মেটাল, ব্যান্ডের অন্যান্য শব্দের তুলনায় ভোকালের অধীনস্থতা আশা করে এবং গায়কের গলায় আবেগের সুস্পষ্টতা কামনা করে। সমালোচক সিমোন ফ্রিথ বলেন গানের কথার চেয়ে গায়কের গলার স্বর গুরুত্বপূর্ণ। মনস্তত্ববিদ জেফিরী আরনেট তার মেটালহেড নামক বইয়ে হেভি মেটাল কনসার্টকে যুদ্ধের সাথে তুলনা করেন। হেভি মেটাল গানের কথার বিষয়ে আমরা দেখি যুদ্ধবিরোধী মানসিকতা, রাজনীতি সচেতনতা, মাদকাসক্তির কুফল, মৃত্যু এবং যৌনতা। মেলোডিক ডেথ মেটাল, প্রোগ্রেসিভ মেটাল ও ব্ল্যাক মেটাল ধারার গানের কথায় দার্শনিক ভাবনাই বেশি উঠে আসে।
রক্ষণশীলতা
সম্পাদনাকিছু রক্ষণশীল দেশ এ ধরনের গানকে তাদের সংস্কৃতির উপর আঘাত হিসেবে বিবেচনা করে। মরক্কো, মিশর,লেবানন এবং মালয়েশিয়া-র মতো কিছু দেশে অনেকসময় হেভি মেটাল গানের শিল্পী ও তাদের ভক্তদের গ্রেফতার করা হয়েছে। সমালোচক গ্যারি শার্প ইয়ং আন্ডারগ্রাউন্ড মেটালকে ৫টি ভাগে ভাগ করেছেনঃ থ্রাশ মেটাল, ডেথ মেটাল, ব্ল্যাক মেটাল,পাওয়ার মেটাল ও গোথিক মেটাল।
বহিঃসংযোগ
সম্পাদনা- [১]
- [২]
- [৩]
- [৪] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুন ২০১২ তারিখে
- [৫]
- [৬] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ এপ্রিল ২০১১ তারিখে
- [৭][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]