থ্র্যাশ মেটাল

(থ্রাশ মেটাল থেকে পুনর্নির্দেশিত)

থ্র্যাশ মেটাল হেভি মেটাল সঙ্গীতের একটি উপশাখা। এ ধরনের সঙ্গীতে আক্রমণাত্নক কণ্ঠ ও দ্রুতলয়ের বাজনা ব্যবহার করা হয়। থ্র্যাশ মেটাল সঙ্গীতদলগুলির গানে সামাজিক অস্থিরতা, বৈষম্য ইত্যাদি বিষয় উঠে আসে। অ্যানথ্র্যাক্স, মেগাডেথ, মেটালিকাস্লেয়ার - এই চারটি সঙ্গীতদলকে থ্র্যাশ মেটাল সঙ্গীতের স্রষ্টা ও লালনকারী হিসেবে ধরা হয়, যারা ১৯৮০-র দশকের শুরুর দিকে থ্র্যাশ মেটালকে জনপ্রিয় করে তোলে।

২০০৭ সালে থ্র্যাশ মেটাল পরিবেশন করছে মার্কিন সঙ্গীতদল স্লেয়ার

জুডাস প্রিস্ট, আয়রন মেইডেন, ভেনমমোটরহেড সঙ্গীতদলগুলিকে থ্র্যাশ মেটালের অনুপ্রেরণা হিসেবে ধরা হয়।

থ্র্যাশ মেটালের জনপ্রিয়তা এখন আর শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। এর কারণ হিসেবে যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যাপক প্রচারণা, সঙ্গীত ভিডিও ও ভিডিও খেলাকে ধরা যায়। মূলধারার সঙ্গীতের সাথে এখন থ্র্যাশ মেটালকে আর বিচ্ছিন্ন করার উপায় নেই।

বহিঃসংযোগ

সম্পাদনা