থ্র্যাশ মেটাল
(থ্রাশ মেটাল থেকে পুনর্নির্দেশিত)
থ্র্যাশ মেটাল হেভি মেটাল সঙ্গীতের একটি উপশাখা। এ ধরনের সঙ্গীতে আক্রমণাত্নক কণ্ঠ ও দ্রুতলয়ের বাজনা ব্যবহার করা হয়। থ্র্যাশ মেটাল সঙ্গীতদলগুলির গানে সামাজিক অস্থিরতা, বৈষম্য ইত্যাদি বিষয় উঠে আসে। অ্যানথ্র্যাক্স, মেগাডেথ, মেটালিকা ও স্লেয়ার - এই চারটি সঙ্গীতদলকে থ্র্যাশ মেটাল সঙ্গীতের স্রষ্টা ও লালনকারী হিসেবে ধরা হয়, যারা ১৯৮০-র দশকের শুরুর দিকে থ্র্যাশ মেটালকে জনপ্রিয় করে তোলে।
জুডাস প্রিস্ট, আয়রন মেইডেন, ভেনম ও মোটরহেড সঙ্গীতদলগুলিকে থ্র্যাশ মেটালের অনুপ্রেরণা হিসেবে ধরা হয়।
থ্র্যাশ মেটালের জনপ্রিয়তা এখন আর শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। এর কারণ হিসেবে যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যাপক প্রচারণা, সঙ্গীত ভিডিও ও ভিডিও খেলাকে ধরা যায়। মূলধারার সঙ্গীতের সাথে এখন থ্র্যাশ মেটালকে আর বিচ্ছিন্ন করার উপায় নেই।
বহিঃসংযোগ
সম্পাদনা- [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ডিসেম্বর ২০০৮ তারিখে
- [২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
সঙ্গীত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |