মোহাম্মদ হাছান ইমাম খাঁন
মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী টাংগাইল জেলার কালিহাতি উপজেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।[১] তিনি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৩৩ টাংগাইল-৪ এর সাবেক সংসদ সদস্য।[২][৩][৪]
মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী | |
---|---|
সংসদ সদস্য, টাঙ্গাইল-৪ | |
কাজের মেয়াদ ২০১৭ – ৭ জানুয়ারি ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আব্দুল লতিফ সিদ্দিকী |
উত্তরসূরী | আব্দুল লতিফ সিদ্দিকী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সোহেল হাজারী ১ জানুয়ারি ১৯৭৩ টাঙ্গাইল |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | সায়মা খান |
সন্তান | দিয়া (মেয়ে), দিশা (মেয়ে) |
পিতামাতা | মৃত সামছুল হুদা খান (পিতা), নুরজাহান আক্তার (মাতা) |
আত্মীয়স্বজন | মৃত সাহেদ হাজারী (ভাই) |
বাসস্থান | টাঙ্গাইল, বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ |
পেশা | সমাজসেবক |
যে জন্য পরিচিত | রাজনীতিবিদ |
ধর্ম | ইসলাম |
ইতিহাস
সম্পাদনাতিনি গোপালদিঘী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন (১৯৮৫), এবং সেখান থেকে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন (১৯৮৬)। এরপর সরকারী এম. এম. আলী কলেজ (কাগমারী কলেজ) ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন (১৯৯১), এবং সেখান থেকে স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগের প্রথম ভি,পি নির্বাচিত হন (১৯৯২)। তিনি এবং তার বড় ভাই সাহেদ হাজারী সন্ত্রাসী দের হামলায় নিহত হন সাহেদ হাজারী (১৯৯৪)। তিনি সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ'র ছাত্র সংসদের ভি,পি নির্বাচিত হন (১৯৯৬)। জেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন (১৯৯৮)। এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন (২০০১)। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন (২০০২)। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন (২০০৬), এবং তিনি কালিহাতী উপজেলা চেয়ারম্যান মনোনীত হন (২০০৯)। তিনি তার নিজ এলাকায় শহীদ শাহেদ হাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ শাহেদ হাজারী মহাবিদ্যালয় স্থাপন করেন।[৫]
জন্ম
সম্পাদনাতিনি ১ জানুয়ারী ১৯৭৩ সালে কালিহাতি উপজেলা'র ছাতিহাটী গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন
সম্পাদনাছাতিহাটী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং গোপালদিঘী কে,পি, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন। সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন (১৯৯৬)।
কর্মজীবন
সম্পাদনাঅর্জন
সম্পাদনাসমাজ সেবায় বিশেষ ভূমিকা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা স্বর্ণপদক, মহানগর পার্সোনালিটি এ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী শান্তি পদক ও চিত্তরঞ্জন দাশ পদক অর্জণ করেন (২০১৩)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আ.লীগ প্রার্থী হাসান ইমাম"। আমাদের সময়। ১১৮-১২১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা"। বাংলাদেশ জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "টাঙ্গাইল ৪ আসনে হাসান ইমাম"। somoyNews। 89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205। ৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "টাঙ্গাইল উপ নির্বাচন"। priyo.com। ৩১ জানুয়ারি ২০১৭। ২০১৮-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৯।
- ↑ "সোহেল হাজারীর রাজনৈতিক জীবন"। TimeTouchNews। ১৯১ ফকিরাপুল, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৯।