হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরি
হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরি পশ্চিমবঙ্গ সরকার পোষিত একটি সাধারণ গ্রন্থাগার। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি অন্যতম প্রাচীন গ্রন্থাগার। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিবন্ধিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হায়াৎনগর সুভাষ সমিতি র প্রধান ও মূল উদ্দেশ্য সমাজ হতে কুসংস্কার দূর করে ও সাক্ষরতা বিকাশের জন্য, পাশ্ববর্তী গ্রামের কিশোর-কিশোরীদের ও যুব-ছাত্র সম্প্রদায়ের সুবিধার্থে গ্রন্থাগারটি ১৯৬৪ খ্রিস্টাব্দের ২০ শে এপ্রিল স্থাপিত হয়। তবে দীর্ঘ চোদ্দ বৎসর পর ১৯৭৮ খ্রিস্টাব্দের ১৬ ই ডিসেম্বর সরকারী মান্যতা ও অনুদান লাভ করে।[১][২]
দেশ | ভারত |
---|---|
ধরন | সর্বসাধারণ |
প্রতিষ্ঠিত | ২০ এপ্রিল ১৯৬৪ |
অবস্থান | দেবীপুর রোড, হায়াৎনগর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ |
স্থানাঙ্ক | ২২°১৯′২৮″ উত্তর ৮৮°১৫′৪০″ পূর্ব / ২২.৩২৪৪৫৮° উত্তর ৮৮.২৬১২০২° পূর্ব |
অন্যান্য তথ্য | |
কর্মচারী | ২ |
মানচিত্র | |
সরকারি সহায়তায়, রাজা রামমোহন রায় গ্রন্থাগার ফাউন্ডেশনের আনুকূল্যে, শুভানুধ্যায়ীদের দানে গ্রন্থাগারে ইতিমধ্যে অসংখ্য বইয়ের ও পত্র পত্রিকার সংগ্রহ গড়ে উঠেছে। গ্রন্থাগার হতে এখন বিভিন্ন শ্রেণীর পাঠক-পাঠিকারা সম্পূর্ণ বিনা চাঁদায় বাড়িতে বই নিয়ে যেতে পারেন, পাঠকক্ষ ব্যবহার করতে পারছেন। শিশু ও মহিলাদের জন্য আলাদা বিভাগ সহ পাঠকক্ষে শ্রেণীসহায়ক, বৃত্তিসহায়ক পুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করা হয়েছে। শুভানুধ্যায়ীদের সহায়তায় বিভিন্ন সময়ে সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মের ব্যবস্থা করা হয়।[২]
নেতাজী জন্মজয়ন্তী
সম্পাদনালাইব্রেরিটি স্থাপনাকাল হতেই প্রতি বৎসর ২৩ শে জানুয়ারি দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজী জন্মজয়ন্তী উদযাপন করে আসছে। সাম্প্রতিককালে লাইব্রেরিটি যেমন বাংলা ভাষা ও সাহিত্যের লেখক-লেখিকাদের নেতাজী সুভাষ সম্মাননা প্রদান করে, তেমনই তাদের মুখপত্র- তরঙ্গ সহ গ্রন্থ ও সাময়িক পত্র-পত্রিকা প্রকাশে সহায়তা করে থাকে।
এছাড়াও লাইব্রেরিটি "স্মরণপূর্বক শ্রদ্ধাঞ্জলি" শীর্ষক অনুষ্ঠানে বাংলার স্বনামধন্য লেখক ও মনীষীদের জন্মদিনসহ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিবস যেমন- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস,[৩][৪] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে।
বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
সম্পাদনাসরকারি আধিকারিক ছাড়াও বিভিন্ন সময়ে যে বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি গ্রন্থাগারের অগ্রগতি সহায়ক হয়েছে তাঁদের অন্যতম হলেন -
- নিকুঞ্জ সেন - ভারতের স্বাধীনতা আন্দোলন এক বিপ্লবী (২৩/০১/১৯৮০)
- জানকীকুমার বন্দ্যোপাধ্যায় — প্রখ্যাত লেখক ও নাট্যকার (২৩/০১/১৯৮৩)
- সুকুমার ভট্টাচার্য, উপ-অধিকর্তা, প্রাথমিক শিক্ষা,পশ্চিমবঙ্গ সরকার (২৩/০১/১৯৮৭)
- কংসারী হালদার - দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেভাগা আন্দোলনের নেতা
- মৃত্যুঞ্জয় মাইতি - বাঙালি সাহিত্যিক
- নারায়ণ সান্যাল - বাঙালি সাহিত্যিক (২৩/০১/১৯৮৯)
- শঙ্কু মহারাজ - বাঙালি লেখক (২৩/০১/১৯৯৩)
- নিমাই ভট্টাচার্য - বাঙালি ঔপন্যাসিক (২৩/০১/১৯৯৪)
- চিত্তরঞ্জন মাইতি - বাঙালি লেখক (২৩/০১/১৯৯৬)
- মৃগাঙ্ক নাথ ঘোষ - বাঙালি লেখক
- অশোকানন্দ মহারাজ - ভারত সেবাশ্রম সংঘ
- শ্রীদীপ মুখোপাধ্যায় - বাঙালি লেখক
- আবদুল জব্বার (সাহিত্যিক)
- শিবাত্মানন্দজী মহারাজ
- মমতা বন্দ্যোপাধ্যায় - মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
- সেকেন্দার আলী সেখ - শিশুসাহিত্যিক
- অনল মণ্ডল - সাংবাদিক
- সমীরণ গুহ- সাহিত্যিক (২৩/০১/২০০৬)
- অমিয় পাত্র - শিক্ষাবিদ (১৬/০৫/২০০৬)
- অধ্যাপক শুভেন্দু বারিক - বিশিষ্ট স্থানীয় শিক্ষাব্রতী (১৬/০৫/২০০৬)
- অধ্যাপক বাঁধন সেনগুপ্ত - বিশিষ্ট নজরুল গবেষক
- শক্তি মণ্ডল - সভাপতি,সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি, কলকাতা (০৮/০৯/২০১৮)
- ঝড়েশ্বর চট্টোপাধ্যায় - বাঙালি কথাসাহিত্যিক (২৩/০১/২০১৯)
- সৌমিত বসু - বাঙালি কবি (২৩/০১/২০১৯)
- সমীরণ গুহ - বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক (২৮/০৯/২০১৯)
- পার্থজিৎ গঙ্গোপাধ্যায় - বাঙালি শিশু সাহিত্যিক ও গবেষক (২৩/০১/২০২৩)[৫]
- জয়দীপ চক্রবর্তী - কথাসাহিত্যিক (২৩/০১/২০২৪)
- ড.দিলীপ মজুমদার - প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও গবেষক (২৪/০১/২০২৪)
- সুজন বড়ুয়া, কবি ও শিশুসাহিত্যিক, বাংলাদেশ (০৭/০৪/২০২৪)
- অরুণ শীল, শিশুসাহিত্যিক, বাংলাদেশ (০৭/০৪/২০২৪)
- শেলী সেনগুপ্তা, কবি,গল্পকার ও শিশুসাহিত্যিক, বাংলাদেশ (০৭/০৪/২০২৪)[৬][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "WELCOME TO MASS Education Extension & Library Services Department"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Hayatnagar Subhas Samity Library"।
- ↑ "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস! "সাক্ষরতা ও দক্ষতা বিকাশ""। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৬।
- ↑ "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিবরণ"। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৯।
- ↑ "নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন-প্রতিবেদন"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৬।
- ↑ "হায়াৎনগর সুভাষ সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল দুই বাংলার সাহিত্য সম্মেলন"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮।
- ↑ "কলকাতার সুভাষ সমিতি ও পাঠাগারে হীরকজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে - দুই বাংলার সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত"। দৈনিক বাংলাদেশ বার্তা। কুষ্ঠিয়া। ১০ এপ্রিল ২০২৪।