নারায়ণ সান্যাল
নারায়ণ সান্যাল (২৬ এপ্রিল ১৯২৪ - ৭ ফেব্রুয়ারি ২০০৫) আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক। এছাড়াও তিনি একজন পুর প্রকৌশলী।[১] নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তার রচনাশৈলীর এক বৈশিষ্ট্য।
নারায়ণ সান্যাল | |
---|---|
জন্ম | কলকাতা, ভারত | ২৬ এপ্রিল ১৯২৪
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ২০০৫ কলকাতা, ভারত | (বয়স ৮০)
পেশা | সাহিত্যিক, সরকারী বাস্তুকার |
জাতীয়তা | ভারতীয় |
জীবনী
সম্পাদনানারায়ণ সান্যালের আদি নিবাস নদীয়া জেলার কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম হলেও তিনি কলকাতায় শিক্ষাজীবন সম্পন্ন করেন। ম্যাট্রিক পাশ করেন আসানসোল ই. আই. আর. বিদ্যালয় থেকে।[২] স্কুলের খাতায় নাম ছিল নারায়ণদাস সান্যাল। ১৯৪৮ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.ই. সম্পন্ন করেন। তিনি ইন্সটিট্যুট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-এর ফেলো ছিলেন। ১৯৮২ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।
সাহিত্যকর্ম
সম্পাদনাসাহিত্যজগতে নারায়ণ সান্যাল তাঁর "বকুলতলা পি এল ক্যাম্প" ও "দন্ডক শবরী" গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত। পি.ডব্লু.ডি তে চাকরি করাকালীন দণ্ডকারণ্য অঞ্চলে তাঁর পোস্টিং হয়। অরণ্য জীবনের অভিজ্ঞতায় তিনি এই দুটি উপন্যাস লেখেন যা পাঠকমহলে সমাদৃত হয়। এছাড়া বিজ্ঞান, শিল্প স্থাপত্য ভাস্কর্য ও সামাজিক, ঐতিহাসিক উপন্যাস প্রচুর লিখেছেন। শিশু কিশোরদের জন্যেও তার রচনা সুখপাঠ্য। তার অন্যান্য রচনাগুলির মধ্যে বিশ্বাসঘাতক, ষাট একষট্টি, হে হংসবলাকা, নক্ষত্রলোকের দেবতাত্মা, আবার যদি ইচ্ছা করো, রূপমঞ্জরী (হটু বিদ্যালঙ্কার এর জীবনী অবলম্বনে) অরণ্য দন্ডক, অশ্লীলতার দায়ে, না মানুষের পাঁচালী উল্লেখযোগ্য। রহস্য গোয়েন্দা কাহিনীও লিখেছেন, তার কাঁটা সিরিজ নামে খ্যাত বইগুলির মূল চরিত্র ব্যারিস্টার পি কে বাসু স্ট্যানলি গার্ডেনারের প্যারি ম্যাসন এর আদলে তৈরি। তার রচিত কাহিনী নাগচম্পা (যদি জানতেম), সত্যকাম, পাষণ্ড পণ্ডিত চলচ্চিত্রায়িত হয়েছে।
উপন্যাস
- আবার যদি ইচ্ছা করো
- আবার সে এসেছে ফিরিয়া
- অবিস্মরণীয়া
- অচ্ছেদ্য বন্ধন
- অগ্নিকন্যা মমতা
- অজন্তা অপরূপা
- আজি হতে শতবর্ষ পরে
- অলকানন্দা
- আমি নেতাজিকে দেখেছি
- আমি রাসবিহারীকে দেখেছি
- এমনটা তো হয়েই থাকে
- আম্রপালী
- আনন্দ স্বরূপিনী
- অনির্বচনীয়
- অন্তর্লিনা
- অরণ্য দন্ডক
- অশ্লীলতার দায়ে
- বাছাই গল্প
- বকুলতলা পি এল ক্যাম্প
- বল্মীক
- বাঙালিয়ানা
- বাস্তু বিজ্ঞান
- বাস্তু শিল্প
- ভারতীয় ভাষ্কর্যে মিথুন
- ভূতায়ন
- বিশ্বাস ঘাতক
- ব্রাত্য
- বুলডোজার লেডি
- চীন ভারত লঙ মার্চ
- চৈতন্যের ছাওয়াল
- ছোঁবল
- দন্ডক শবরী
- দান্তে ও বিয়াত্রিচে
- দেবদাসী সুতনুকা
- ডিজনিল্যান্ড
- দশে মিলি
- দশটি উপন্যাস
- এক দুই তিন
- EROTICA IN INDIAN TEMPLES
- ফিরে দেখা গান্ধীজি নেতাজী
- গাছ মা
- গজমুক্তা
- গ্রামের বাড়ি
- গ্রামোন্নয়নকর সহায়িকা
- গ্রাম্য বাস্তু
- HANDBOOK OF ESTIMATING
- হাতি আর হাতি
- হে হংসবলাকা
- হিন্দু না ওরা মুসলিম
- হংসেশ্বরী
- IMMORTAL AJANTA
- জাপান থেকে ফিরে
- কালো কালো
- কারুতীর্থ কলিঙ্গ
- খান্ডব দাহন
- খোলা মনে
- কিশোর অমনিবাস
- কিশোর সমগ্র
- কিশোরী সমগ্র
- কদু রায় ও খুকু মা
- কনকাঞ্জলী
- লা জবাব দিল্লি অপরূপা আগ্রা
- লাডলী বেগম
- লাল ত্রিকোণ
- লিওনার্দোর নোটবই
- লিন্ডবার্গ
- মান মানে কচু
- মিলনান্তক
- মহাকালের মন্দির
- মনামি
- মৃত্যুর্মা অমৃতম
- মুসলিম আসান
- না মানুষের কাহিনী
- না মানুষের পাঁচালী
- না মানুষী বিশ্বকোষ ১
- না মানুষী বিশ্বকোষ ২
- নাক উঁচু
- নেতাজি রহস্য সন্ধানে
- নীলিমায় নীল
- নক্ষত্রলোকের দেবতাত্মা
- অবাক পৃথিবী
- অরিগামি
- পাষন্ড পন্ডিত
- পঞ্চাশোর্ধে
- পরিকল্পিত পরিবার
- পথের মহাপ্রস্থান
- পয়োমুখম
- প্রেম
- প্রবঞ্চক
- পূরবৈঁয়া
- প্যারাবোলা স্যার
- রানী হওয়া
- রানী কাদম্বিনী এবং
- রোদ্যাঁ
- রূপমঞ্জরী অখন্ড
- রাস্কেল
- সত্যকাম
- সেরা বারো
- শার্লক হেবো
- ষাট একষট্টি
- শের ই শহিদ দ্বীপ
- শহীদ তর্পন প্রসঙ্গ কাশ্মীর
- সোনার বাংলা
- স্বর্গীয় নরকের দ্বার
- সুতনুকা একটি দেবদাসীর নাম
- সুতনুকা কোন দেবদাসীর নাম নয়
- তাজের স্বপ্ন
- তিমি তিমিঙ্গিল
- দুর্লভ দুর্লভ
- স্নেহধন্যা
- বিহঙ্গ বসনা
- একবৃন্তে দুটি কুসুম
- এমনটা তো হয়েই থাকে
- কলিঙ্গের দেব দেউল
- ওপার বাংলার আগে
- উদাসের নৌকা
কাঁটা সিরিজ
1] নাগচম্পা
কাঁটায় কাঁটায় ১
2] সোনার কাঁটা
3] মাছের কাঁটা
4] পথের কাঁটা
5] ঘড়ির কাঁটা
6] কুলের কাঁটা
কাঁটায় কাঁটায় ২
7] উলের কাঁটা
8] সারমেয় গেণ্ডুকের কাঁটা
9] অ-আ-ক-খুনের কাঁটা
কাঁটায় কাঁটায় ৩
10] কৌতূহলী কনের কাঁটা
11] যাদু এ তো বড় রঙ্গ-র কাঁটা
12] রিস্তেদারের কাঁটা
কাঁটায় কাঁটায় ৪
13] 'অভিপূর্বক নী-ধাতু অ' -এর কাঁটা
14] ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা
15] দ্বি-বৈবাহিক কাঁটা
16] যম-দুয়ারে পড়ল কাঁটা
কাঁটায় কাঁটায় ৫
17] বিশের কাঁটা
18] দর্পণে প্রতিবিম্বিত কাঁটা
19] সকল কাঁটা ধন্য করে
20] চাঁপারঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা
কাঁটায় কাঁটায় ৬
21] ড্রেস-রিহার্সালের কাঁটা
22] মোনালিজার কাঁটা
23] ইস্কাপন-বিবির কাঁটা
24] হরিপদ কেরানির কাঁটা
25] ষড়ানন রবীন্দ্রমূর্তির কাঁটা
এক বৃন্তে দুটি কাঁটা ( চাঁপারঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা , হরিপদ কেরানির কাঁটা )
পুরস্কার
সম্পাদনা- রবীন্দ্র পুরস্কার - অজন্তা অপরূপা-১৯৬৯
- বঙ্কিম পুরস্কার - রূপমঞ্জরী-২০০০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Biography of Narayan Sanyal"। Shibpur International। shibpurinternational.com। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ নারায়ন সান্যাল (২০০০)। বাছাই গল্প। কলকাতা: মন্ডল বুক হাউস। পৃষ্ঠা ৭৮।
বহিঃসযোগ
সম্পাদনা- An obituary
- Another obituary ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০০৫ তারিখে
- IMDb profile
- WorldCat Booklist
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |