সুজন বড়ুয়া
বাংলাদেশী কবি
সুজন বড়ুয়া (জন্ম: ১৮ এপ্রিল ১৯৫৯) হলেন একজন বাংলাদেশী লেখক।[১] তিনি বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশনা বিভাগে কর্মরত আছেন।
সুজন বড়ুয়া | |
---|---|
জন্ম | ফটিকছড়ি, চট্টগ্রাম, পাকিস্তান, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ১৮ এপ্রিল ১৯৫৯
পেশা | লেখক,সাহিত্যিক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | স্নাতকোত্তর (ব্যবস্থাপনা) |
ধরন | শিশু সাহিত্য |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার |
সক্রিয় বছর | ১৯৭৩-বর্তমান |
জীবনী
সম্পাদনাসুজন বড়ুয়া ১৯৫৯ সালে ১৮ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ছিলোনিয়া গ্রামে পিতা সুধীন্দ্র বিকাশ বড়ুয়া ও মাতা শ্রীমতি খুশী রানী বড়ুয়া ঘরে জন্ম গ্রহণ করেন। ১৯৮৩ সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গ্রন্থ তালিকা
সম্পাদনা- বাড়ির সঙ্গে আড়ি (১৯৮৫)
- আজ সারাদিন আমার স্বাধীনতা (১৯৯১)
- আলোর পাখির নাম জোনাকি (১৯৯৪)
- হাওয়ার সাথে হাত মেলাতে (২০০০)
- পতাকা আমার আয়না (২০০১)
- বৃষ্টিতে ভেজা রোদ্রের কাঁচ (২০০৪)
- বুকের ভিতর শাপলা ফুটে (২০০৭)
- অল্প কবিতা গল্প কবিতা (২০০৭)
- বঙ্গবন্ধু তুমিই বাংলাদেশ (২০১২)
- বন-পাহাড়ে আমি (২০০১)
- বটের মূলে নদীর কূলে (২০০২)
- সে আমার ছোট বোন (২০০৯)
- সবুজ বন্ধুর ছায়া (২০১১)
- সূর্য উঠার সময় (২০১২)
- সাত সাগরের ফেনায় ফেনায় (১৯৯৯)
- ভূত তাড়ানোর যোদ্ধা (২০০৯)
- আমাদের সব জাতীয় প্রতীক (২০০২)
- লেখক হবো কেমন করে (২০০২)
- ঋতুর রঙে বাংলাদেশ (২০০২)
- মজার যত শখের কথা (২০০৫)
- এসো ছন্দ শিখি ছড়া কবিতা লিখি (২০০৭)
- আন্তজাতিক মাতৃভাষা দিবস (২০০৯)
- রবীন্দ্রনাথ ছড়া (২০১২)
- সীমান্তের গান্ধী গফফার খান (১৯৯৫)
- আতোয়ার রহমান (২০১২)
- আলো ফুটবেই (২০১৩)
- ভোর ডাকা পাখি (২০১৪)
- সোনার অক্ষরে লেখা নাম বঙ্গবন্ধুর কিশোর জীবনী (২০১৫)
- নির্বাচিত কিশোর রচনাবলী-মেঘের কোলে রোদ (২০১৩)
- কিশোর প্রবন্ধ সমগ্র (২০১৪)
- আমি নাকি বড় হচ্ছি (২০১৫)
- জোৎস্না ও জোনাকি(২০১৬)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাকাডেমী সাহিত্য পুরস্কার (২০১৫)[২][৩]
- আনন শিশু সাহিত্য পুরস্কার (২০১৭),
- অগ্রনী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার,
- এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার,
- অধ্যাপক মোহম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার (২০১৪),
- পালক অ্যাওয়ার্ড ১৯৯৮,
- বাপ্পি শাহরিয়ার স্মৃতি পুরস্কার (২০০২),
- কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণ পদক (২০০৪),
- চন্দ্রবতী একাডেমী সম্মাননা (২০০৬)
- ↑ "সুজন বড়ুয়ার দুটি ছড়া-কবিতা"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
- ↑ "চট্টগ্রামে শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া সংবর্ধিত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০১-২৯)। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০১-২৯)। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৩।