হায়াৎনগর রাজারহাট

হায়াৎনগর রাজারহাট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট ১ নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনস্থ এক বর্ধিষ্ণু গ্রাম। গ্রামটির অবস্থান কোড হল ৩৩৪১০৬ [১] জেলা সদর আলিপুর হতে জাতীয় মহাসড়ক-১২ বরাবর ২৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত।[২]

হায়াৎনগর রাজারহাট
বর্ধিষ্ণু গ্রাম
হায়াৎনগর রাজারহাট পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
হায়াৎনগর রাজারহাট
হায়াৎনগর রাজারহাট
হায়াৎনগর রাজারহাট ভারত-এ অবস্থিত
হায়াৎনগর রাজারহাট
হায়াৎনগর রাজারহাট
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′ উত্তর ৮৮°১৬′ পূর্ব / ২২.৩৩° উত্তর ৮৮.২৭° পূর্ব / 22.33; 88.27
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
সরকার
 • ধরনগ্রাম
 • শাসকপঞ্চায়েত পরিচালিত
উচ্চতা২৬ মিটার (৮৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৩৩১
ভাষা
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৪৩৫১৩

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

গ্রামটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হলো ২২.৩৩০৫৬০৩ উত্তর ৮৮. ২৭০৪৪৯৭ পূর্ব। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৬ মিটার (৫২ ফুট)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদমসুমারি অনুসারে হায়াৎনগর রাজারহাট গ্রামের জনসংখ্যা হল ৩৩৩১ জন। এর মধ্যে পুরুষ ১৬৬৪ জন এবং নারী ১৬৬৭ জন। বয়স্কদের লিঙ্গানুপাত ১০০২, পশ্চিমবঙ্গের তুলনায় ৯৫০ বেশি। একইভাবে শিশুদের ক্ষেত্রে এটি ১০৮৪ এবং রাজ্যস্তরের ৯৫৬। [৩]

সাক্ষরতার হার ৭৩.৫৯%। সারা ভারতের সাক্ষরতার হার (৫৯.৫% ) চেয়ে বেশি হলেও রাজ্য স্তরের সাক্ষরতার হারের (৭৬.২৬%) চেয়ে কম। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮. ৪৩% এবং নারীদের মধ্যে এই হার ৬৮.৭২% । [৩]

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

গ্রামে পশ্চিমবঙ্গ সরকার পোষিত একটি প্রাথমিক, একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় (আরশেদ আলি শিক্ষায়তন) , একটি হাই মাদ্রাসা (রাজারহাট হাই মাদ্রাসা) ও একটি গ্রন্থাগার( হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরি) আছে। তবে উচ্চশিক্ষার জন্য নিকটবর্তী শিরাকোলে (শিরাকোল যুধিষ্ঠির ননীলাল হাই স্কুল) ও শিরাকোল মহাবিদ্যালয় আছে। গ্রাম সংলগ্ন এলাকায় বেসরকারি ক্ষেত্রের শিক্ষাপ্রতিষ্ঠান নলেজসিটি আত্মপ্রকাশ করছে।

স্বাস্থ্য সম্পাদনা

সরকারি প্রাথমিক উপ স্বাস্থ্য কেন্দ্র পার্শ্ববর্তী গ্রাম শিরাকোলে অবস্থিত। কিন্তু বেসরকারি নার্সিং হোম আছে দুটি।

পরিসংখ্যান সম্পাদনা

[৩]

বিবরণ মোট পুরুষ মহিলা
পরিবারের সংখ্যা ৭৩৫ - -
জনসংখ্যা ৩৩৩১ ১৬৬৪ ১৬৬৭
শিশু (০ -৬) ৩৯৬ ১৯০ ২০৬
তফশিলি জাতি ৭৫ ৩২ ৪৩
তফশিলি উপজাতি
সাক্ষরতার হার ৭৩.৫৯ ৭৮.৪৩ ৬৮.৭২
শ্রমিক ১২৭৯ ৯৮৪ ২৯৫
মূল শ্রমিক ১০৮৯
প্রান্তিক শ্রমিক ১৯০ ১১১ ৭৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hayatnagar Rajarhat Village in Magrahat I"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২১ 
  2. "Hayatnagar Rajarhat Population (2020/2021), Village in Magrahat I Block"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২১ 
  3. "Hayatnagar Rajarhat Village Popularion Magrahat I"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২১