হানিবল মজবরি (আরবি: حَنِّبَعْل المجبري, ইংরেজি: Hannibal Mejbri; জন্ম: ২১ জানুয়ারি ২০০৩) হলেন একজন ফরাসি–তিউনিসীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়া এবং তিউনিসিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

হানিবল মজবরি
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মজবরি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-01-21) ২১ জানুয়ারি ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান ইভ্রি-সুর-সেন, ফ্রান্স
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ৪৬
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, মজবরি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে তিউনিসিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তিউনিসিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

হানিবল মজবরি ২০০৩ সালের ২১শে জানুয়ারি তারিখে ফ্রান্সের ইভ্রি-সুর-সেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মজবরি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ এবং ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
তিউনিসিয়া ২০২১
২০২২ ১১
২০২৩
সর্বমোট ২৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Man Utd First Team Squad & Player Profiles" [ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল ও খেলোয়াড়ের প্রোফাইল]। manutd.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩ 
  2. "Manchester United FC Squad Information 2023/2024" [ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের তথ্য ২০২৩/২০২৪]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ অক্টোবর ২০২৩। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা