হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে হাবিপ্রবি) বাংলাদেশের দিনাজপুরে বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে শীর্ষস্থানীয়। বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১১ সেপ্টেম্বর ১৯৯৯; ২২ বছর আগে
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. এম. কামরুজ্জামান
ডিন৯ জন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৯৩ জন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৫০ জন
শিক্ষার্থী১১০০০
অবস্থান,
শিক্ষাঙ্গন৮৫ একর, রংপুর-দিনাজপুর মহাসড়কের পশ্চিমে এর অবস্থান
সংক্ষিপ্ত নামহাবিপ্রবি (HSTU), অনেকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় নামেও চিনে থাকেন
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.hstu.ac.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৭৯ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রী প্রদান করতো। ১৯৮৮ সালের ১১ নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধিভুক্ত কলেজ ছিল। ১১ সেপ্টেম্বর ১৯৯৯ এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এটিই বিশ্ববিদ্যালয় দিবস। ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প” গ্রহণ করা হয়। ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড: মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজি। কোর্স-ক্রেডিট-সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত । বর্তমানে ৯ টি অনুষদের অধীনে ২৩ টি বিষয়ে সনদ প্রদান করা হয়, এর মধ্যে স্নাতক পর্যায়ে ৮ টি অনুষদে ২২ টি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে একটি অনুষদে ২৮ টি বিষয় রয়েছে।

ক্যাম্পাস সম্পাদনা

ক্যাম্পাস এর পাশেই ঢাকা -দিনাজপুর মহাসড়ক অবস্থিত ৷ দিনাজপুর শহর হতে ক্যাম্পাস এর দূরত্ব মাত্র ১০ কি.মি.। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ। আছে লাল-সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন, আছে শহীদদের স্মরণে শহীদ মিনার, জিমন্যাশিয়াম, টিএসসি, ক্যান্টিন আছে।

অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ৫টি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ৫টি ছাত্র হোস্টেল(একটি বিদেশী শিক্ষার্থীদের), ৩টি ছাত্রী হোস্টেল, আধুনিক সাজসজ্জা বিশিষ্ট ১০০ আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ, ৬০০ ও ২৫০ আসন বিশিষ্ট আরও দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম। এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব,২টি মসজিদ, ১৩৬টি আবাসিক ইউনিট/ভবন,১টি শিশুপার্ক, পোষ্ট অফিস, রূপালী ব্যাংক শাখা, মেঘনা ব্যাংক শাখা, শ্রমিক ব্যারাক, সার্বাক্ষণিক ইন্টারনেট সুবিধা, নিজস্ব বৈদ্যুতিক লাইন,বৃহৎ খেলার মাঠ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি.)। আছে একটি ভি. আই. পি গেস্ট হাউস, হাবিপ্রবি স্কুল, ডাক্তার ও এ্যাম্বুলেন্সসহ ১২ শয্যার একটি মেডিক্যাল সেন্টারও। গবেষণালব্ধ থিসিস, রিপোর্ট, জার্নালের পাশাপাশি রয়েছে ২৫ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি। দুষ্প্রাপ্য গাছ-গাছালির আকর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেন এবং বিভিন্ন বিভাগের তত্ত্বাবধানে গবেষণার জন্য জামপর্স্নাজম সেন্টার।

উপাচার্যগণ সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:[১]

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক মোশাররফ হোসেন মিঞা
অধ্যাপক মো. মোতাহার হোসেন মণ্ডল
অধ্যাপক মো. রুহুল আমিন ২০০৭ ২০০৮
অধ্যাপক এম. আফজাল হোসেন ২০০৮ ২০১২
অধ্যাপক মো. রুহুল আমিন ২৭ সেপ্টেম্বর ২০১২ ২৬ সেপ্টেম্বর ২০১৬
অধ্যাপক মু. আবুল কাসেম ২ ফেব্রুয়ারি ২০১৭ ১ ফেব্রুয়ারি ২০২১
অধ্যাপক এম. কামরুজ্জামান ৩০ জুন ২০২১ বর্তমান

একাডেমিক কার্যক্রম সম্পাদনা

এ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়। প্রতি সেমিস্টার সমাপ্ত হয় ২১ সপ্তাহে। যেখানে ইংরেজি মাধ্যমে ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা সফর। মেধাবীদের জন্য রয়েছে বিভিন্ন পদক ও বৃত্তির ব্যবস্থা। একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়।

অনুষদ ও ডিসিপ্লিন সমূহ সম্পাদনা

এই বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীন ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে।

স্নাতকোত্তর ডিসিপ্লিন সমূহ সম্পাদনা

  • কৃষি অর্থনীতি
  • উদ্যানবিদ্যা
  • মৃত্তিকাবিজ্ঞান
  • পতঙ্গবিজ্ঞান
  • উদ্ভিদ রোগবিদ্যা
  • জিনতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন
  • ফসল শারীরবিদ্যা এবং বাস্তুবিদ্যা
  • কৃষি সম্প্রসারণ
  • কৃষি রসায়ন
  • কৃষি বনায়ন ও পরিবেশ
  • পরিসংখ্যান
  • গণিত
  • জৈব রসায়ন এবং জৈবাণুবিজ্ঞান
  • মৎস্য জীববিজ্ঞান ও জিনতত্ত্ব
  • মৎস্য ব্যবস্থাপনা
  • খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ
  • খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি
  • খাদ্য বিজ্ঞান ও পুষ্টি
  • জৈবাণুবিজ্ঞান
  • রোগবিদ্যা ও পরজীববিদ্যা
  • ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান
  • অঙ্গব্যবচ্ছেদবিদ্যা ও জীবদেহের তন্তুবিন্যাসবিদ্যা
  • সাধারণ প্রাণী বিজ্ঞান ও পুষ্টি
  • জিনতত্ত্ব এবং পশু প্রজনন
  • চিকিৎসা, শল্য এবং ধাত্রীবিদ্যা
  • শারীরবিদ্যা ও ঔষধসংক্রান্ত বিজ্ঞান
  • ব্যাবস্থাপনা
  • অর্থশাস্ত্র
  • অর্থনীতি
  • বিপণন
  • হিসাবরক্ষণ
  • ফার্ম পাওয়ার এন্ড মেশিনারিজ
  • ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট
  • ইংরেজি
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
  • ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল

স্নাতক ডিসিপ্লিন সমূহ সম্পাদনা

প্রকৌশল অনুষদ সম্পাদনা

  • খাদ্য এবং প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল
  • কৃষি প্রকৌশল
  • স্থাপত্যবিদ্যা
  • পুরকৌশল
  • যন্ত্রকৌশল

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সম্পাদনা

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
  • ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল

ব্যবসায় শিক্ষা অনুষদ সম্পাদনা

  • মার্কেটিং
  • একাউন্টিং
  • ম্যানেজমেন্ট
  • ফিন্যান্স ও ব্যাংকিং

কৃষি অনুষদ সম্পাদনা

  • এগ্রিকালচার

মৎস্য অনুষদ সম্পাদনা

  • ফিসারিজ

ভেটেরিনারি এবং প্রাণী অনুষদ সম্পাদনা

  • ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন

বিজ্ঞান অনুষদ সম্পাদনা

  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • গণিত
  • পরিসংখ্যান

সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ সম্পাদনা

  • ইংরেজি
  • অর্থনীতি
  • সমাজবিজ্ঞান
  • ডেভেলপমেন্ট স্টাডিজ

আবাসন সম্পাদনা

বর্তমানে ছেলেদের জন্য হল রয়েছে-

(১)শেখ রাসেল হল

(২)শেখ রাসেল (সম্প্রসারিত) হল

(৩)শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল (ডরমিটরি-২)

(৪)তাজউদ্দীন আহমেদ হল

(৫)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

মেয়েদের জন্য হল রয়েছে-

(১)শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল

(২)কবি সুফিয়া কামাল হল

(৩)আইভি রহমান হল।

(৪) নতুন ছাত্রী হল (এখনও নামকরণ করা হয়নি)

বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে-

(১) ইন্টারন্যাশনাল হল (ডরমিটরি-২ হলের একটি অংশ নিয়ে গঠিত)

ছবির গ্যালারী সম্পাদনা

অধিভুক্ত কলেজ সম্পাদনা

সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ।

ইন্সটিটিউট সম্পাদনা

IRT,HSTU

বহিঃসংযোগ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হাবিপ্রবির নতুন ভিসি ড. এম কামরুজ্জামান"যুগাান্তর। ১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১