রুহুল আমিন (কৃষিবিদ)

বাংলাদেশী কৃষিবিদ

রুহুল আমিন (জন্ম: ১১ নভেম্বর ১৯৫৩) একজন বাংলাদেশী কৃষিবিদ। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য।[১]

অধ্যাপক
রুহুল আমিন
উপাচার্য
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৭ সেপ্টেম্বর ২০১২ – ২৬ সেপ্টেম্বর ২০১৬
পূর্বসূরীএম. আফজাল হোসেন
উত্তরসূরীমু. আবুল কাসেম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-11-11) ১১ নভেম্বর ১৯৫৩ (বয়স ৭০)
শংকরপুর, সদর উপজেলা, দিনাজপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
পেশাকৃষিবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৫৩ সালের ১১ নভেম্বর দিনাজপুরের সদর উপজেলার শংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

আমিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

রুহুল দীর্ঘকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন।

অধ্যাপনার পাশাপাশি তিনি হাবিপ্রবির রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খণ্ডকালীন সদস্য ছিলেন।[২][৩]

রুহুল আমিন ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব করেন। তিনি ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর পরবর্তী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে তার মেয়াদ পূর্ণ হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হাজী দানেশে উপাচার্য হলেন অধ্যাপক রুহুল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ সেপ্টেম্বর ২০১২। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১ 
  2. "অধ্যাপক রুহুল আমিন নতুন উপাচার্য"দৈনিক কালের কণ্ঠ। ২৮ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১ 
  3. "উপাচার্য নেই তিন মাস ভর্তি পরীক্ষায় জটিলতা"দৈনিক প্রথম আলো। ১১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১ 
  4. "হাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম স্থগিত : আর্থিক ব্যয় বন্ধ"জাগো নিউজ। ২১ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১