হলদিয়া ইউনিয়ন, আমতলী

বরগুনা জেলার অন্তর্গত আমতলী উপজেলার একটি ইউনিয়ন

হলদিয়া বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত আমতলী উপজেলার একটি ইউনিয়ন

আমতলী
ইউনিয়ন
৪নং হলদিয়া ইউনিয়ন পরিষদ
আমতলী বরিশাল বিভাগ-এ অবস্থিত
আমতলী
আমতলী
আমতলী বাংলাদেশ-এ অবস্থিত
আমতলী
আমতলী
বাংলাদেশে হলদিয়া ইউনিয়ন, আমতলীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৬′৩৮.৯৯৯″ উত্তর ৯০°১৭′৫৩.০০২″ পূর্ব / ২২.১১০৮৩৩০৬° উত্তর ৯০.২৯৮০৫৬১১° পূর্ব / 22.11083306; 90.29805611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
উপজেলাআমতলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৮,৯৬৫ হেক্টর (২২,১৫৪ একর)
জনসংখ্যা
 • মোট২৯,৭২৭
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৬০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৪ ০৯ ৭১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

হলদিয়া ইউনিয়নের আয়তন ২২,১৫৪ একর।[১]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

হলদিয়া ইউনিয়ন আমতলী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আমতলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১০৯নং নির্বাচনী এলাকা বরগুনা-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হলদিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৭২৭ জন। এর মধ্যে পুরুষ ১৪,২১০ জন এবং মহিলা ১৫,৫১৭ জন। মোট পরিবার ৬,৮৩৬টি।[১]


উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

১) ফজু মল্লিক - জমিদার।

২) হাশেম মল্লিক - সমাজসেবক।

৩) ওদুদ মল্লিক ভূস্বামী৷

৪)মনিরুল ইসলাম তালুকদার সাবেক যুগ্ম সচিব

৫)মরহুম আলতাফ হোসেন তালুকদার সাবেক চেয়ারম্যান, তৎকালীন সংযুক্ত ৩ ব্লক, ৫

নং হলদিয়া ইউনিয়ন।

৬) লতিফ বিশ্বাস - সাবেক চেয়ারম্যান।

৭) মরহুম মোয়াজ্জেম হোসেন ফারুক মল্লিক সাবেক চেয়ারম্যান, তৎকালীন সংযুক্ত ৩

ব্লক,৫ নং হলদিয়া ইউনিয়ন।

৮)মরহুম মাহবুব আলম ঝন্টু তালুকদার সাবেক চেয়ারম্যান, তৎকালীন সংযুক্ত ৩ ব্লক,৫ নং হলদিয়া ইউনিয়ন।

৯)মরহুম নূর ইসলাম তালুকদার সাবেক ১নং ব্লক মেম্বার, সাবেক বিপ্লবী সাধারণ

সম্পাদক, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।

১০)মরহুম ইয়াসিন তালুকদার- বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, সামাজিক ব্যক্তিত্ব, সাবেক প্রধান শিক্ষক- দক্ষিণ তক্তাবুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়

১১)মোঃআব্দুল লতিফ খান প্রতিষ্ঠাতা ও সভাপতি, জে,বি সেনেরহাট সরকারি প্রথমিক

বিদ্যালয়, সমাজ সেবক

১১)এ.বি.এম.আঃ.ছোবাহান খান প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা, দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠাতা, দক্ষিন তক্তাবুনিয়া কেন্দ্রীয় শিশুসদন ও এতিমখানা, সমাজ সেবক।

১২)আল মামুন মল্লিক - গ্রেনেড হামলায় আহত।

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হলদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫১%।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা