স্বরোচিষ সরকার

লেখক

অধ্যাপক স্বরোচিষ সরকার (জন্ম: ২০ অক্টোবর, ১৯৫৯) একজন বিশিষ্ট আভিধানিক ও বৈয়াকরণ। তিনি বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এর অন্যতম লেখক ও সম্পাদক।[১][৫] তাঁর সম্পাদিত অভিধানসমূহের মধ্যে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান অন্যতম।[৬][৭] বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর অধ্যাপক হিসেবে কর্মরত।[৮] জুলাই ২০১৫ থেকে জুলাই ২০১৮ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. স্বরোচিষ সরকার
পেশা
ভাষাবাংলা, ইংরেজি
জাতীয়তাবাংলাদেশী
উল্লেখযোগ্য রচনাবলিবিবর্তনমূলক বাংলা অভিধান, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, কবিগান: ইতিহাস ও রূপান্তর, একাত্তরে বাগেরহাট
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯),[২]বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড, মহাকবি মধুসূদন পদক[৩][৪]

জন্ম ও কর্মজীবন সম্পাদনা

অধ্যাপক স্বরোচিষ সরকারের জন্ম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামে। বাংলা একাডেমীর কর্মকর্তা (১৯৯২-২০০০) হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন। ২০০১ সাল থেকে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত গবেষণা-পত্রিকা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ জার্নাল-এর সহযোগী সম্পাদক (২০০১ থেকে ২০১৩) ও সম্পাদকের (২০১৪ থেকে ২০২০) দায়িত্ব পালন করেছেন।[১][৮]

প্রকাশিত গ্রন্থসমূহ সম্পাদনা

স্বরোচিষ সরকারের গবেষণামূলক গ্রন্থ অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ-এর জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০০৫ সালে তাঁকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ডে ভূষিত করে।[৩] ২০১৩ সালে কবিগান বিষয়ক গবেষণাগ্রন্থ কবিগান: ইতিহাস ও রূপান্তরের জন্য তিনি মধুসূদন পদক লাভ করেন।[৯] ২০১৪ সালে 'গোলাম মুরশিদ-এর সাথে যৌথভাবে সম্পাদিত বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান একটি বহুল আলোচিত অভিধান এবং একটি ঐতিহাসিক কাজ হিসেবে স্বীকৃত।[১০]

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ নিম্নরূপ:[৮]

প্রবন্ধগ্রন্থ

  1. মুকুন্দদাস (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৮৭, ২য় সং ১৯৯৯)
  2. যোগেশচন্দ্র বাগল (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৩)
  3. গিরিশচন্দ্র বড়ুয়া (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৪)
  4. বাংলাদেশের ফসল (ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৪)
  5. কথাসাহিত্য ও নাটকে মুসলিম সংস্কারচেতনা (ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৫, ২য় সং ঢাকা: শোভাপ্রকাশ, ২০১০)
  6. মাহমুদ নূরুল হুদা (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৮)
  7. অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ (ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা, ২০০৫; ২য় সং ঢাকা: কথাপ্রকাশ, ২০১৮)
  8. একাত্তরে বাগেরহাট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (ঢাকা: সাহিত্য বিলাস, ২০০৬; ২য় সং ঢাকা: কথাপ্রকাশ, ২০১৫)
  9. বিশ শতকের মুক্তচিন্তা (ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা, ২০০৮; ২য় সং ঢাকা: ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২৩)
  10. ভাবনা নিয়ে ভাবনা: জনপ্রিয় বইয়ের আলোচনা (ঢাকা: সাহিত্যবিলাস, ২০১০; ২য় সং; ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২২)
  11. বাংলাদেশের কোষগ্রন্থ ও শব্দসন্ধান (ঢাকা: বাংলা একাডেমি, ২০১০)
  12. অকারণ ব্যাকরণ (ঢাকা: শোভাপ্রকাশ, ২০১১, ২য় সং; ঢাকা: কথাপ্রকাশ, ২০১৯)
  13. কবিগান: ইতিহাস ও রূপান্তর (ঢাকা: বাংলা একাডেমি, ২০১১)
  14. সর্বস্তরে বাংলা ভাষা: আকাঙ্ক্ষা ও বাস্তবতা (ঢাকা: কথাপ্রকাশ, ২০১৫)
  15. বাংলা ভাষায় উচ্চশিক্ষা: প্রত্যাশা ও অন্তরায় (ঢকা: কথাপ্রকাশ, ২০২০)
  16. পুরাণে নদী (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২০)
  17. বাংলাদেশে বিদ্যাসাগর চর্চা (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২১)
  18. বঙ্গবন্ধু ও বাংলা ভাষা (ঢাকা: বাংলা একাডেমি, ২০২২)
  19. মুসলমান লেখকদের সমাজভাবনা: ১৮৬৯-১৯৪৭ (কথাসাহিত্য ও নাটকে মুসলিম সংস্কারচেতনা বইয়ের পরিমার্জিত সং, ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২৩)
  20. নির্বাচিত গবেষণা-প্রবন্ধ (ঢাকা: টাঙ্গন, ২০২৪)

সম্পাদনাগ্রন্থ

  1. বাংলা একাডেমি বৈশাখী লোক-উৎসব প্রবন্ধ (ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৩)
  2. বাংলা একাডেমি সহজ বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৫)
  3. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৯৬)
  4. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমি, ২০০০)
  5. পালি-বাংলা অভিধান, দুই খণ্ড (ঢাকা: বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ২০০১ ও ২০০৮)
  6. বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমি, ২০০২)
  7. কুসুমে কুসুমে চরণচিহ্ন: মফিজউদ্দীন আহমদ স্মারকগ্রন্থ (সহযোগী সম্পাদক, রাজশাহী, ২০০৩)
  8. জন্ম যদি তব বঙ্গে: সারোয়ার জাহান স্মারকগ্রন্থ (সহযোগী সম্পাদক, রাজশাহী, ২০০৫)
  9. প্রীতিকুমার মিত্র স্মারকগ্রন্থ (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৯)
  10. বিশ শতকের বাংলা (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১০)
  11. বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, দুই খণ্ড (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমি, ২০১১)
  12. বঙ্গ বাংলা বাংলাদেশ: সনৎকুমার সাহা সম্মাননাগ্রন্থ (সহযোগী সম্পাদক, ঢাকা: সময় প্রকাশন, ২০১২)
  13. বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান, ৩ খণ্ড (সহযোগী সম্পাদক; ঢাকা: বাংলা একাডেমি, ২০১৩-২০১৪)
  14. জাগরণ ও অভ্যুদয় (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৫)
  15. বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৫)
  16. বাংলাদেশের আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয় (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৮)
  17. বাঙালি জাতিবর্ণের উৎস সন্ধান: নমঃশূদ্র পৌণ্ডক্ষত্রিয় কৈবর্ত রাজবংশী (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০১৯)
  18. গোলাম মুরশিদ সংবর্ধনা গ্রন্থ (ঢাকা: কথাপ্রকাশ, ২০১৯)
  19. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২১)
  20. বাংলা, ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২২)
  21. বাংলা, সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২২)
  22. বাংলা, অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২৩)
  23. বাংলা, নবম শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২৩)
  24. ব্যবহারিক বাংলা (গাজিপুর: জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশনা মালা, বাংলাদেশ, ২০২৩)
  25. গুরুচাঁদ ঠাকুর স্মারকগ্রন্থ (ঢাকা: রায়প্রকাশ, ২০২৪)

অনুবাদ গ্রন্থ

  1. পূর্ববাংলার ভূমিব্যবস্থা (ঢাকা: ইউনির্ভাসিটি প্রেস লিমিটেড, ২০০৪)
  2. বাংলা ভাষার বর্ণনা: একটি বিকল্প ব্যাকরণ (ঢাকা: বাংলা একাডেমি, ২০২১)

অনুলিখন গ্রন্থ

  1. মাহমুদ নূরুল হুদা: আমার জীবনস্মৃতি (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৯)

সম্মাননা সম্পাদনা

  1. বাগেরহাট ফাউন্ডেশন পদক (বাগেরহাট, ২০০৩)
  2. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড (ঢাকা, ২০০৫)
  3. অনুভব পদক (ঢাকা, ২০০৭)
  4. মহাকবি মধুসূদন পদক (যশোর, ২০১৩)
  5. জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার (রাজশাহী, ২০১৯)
  6. রবীন্দ্রনাথ ঠাকুর থিওসফিক্যাল পুরস্কার (বিশ্বভারতী, ২০১৯)
  7. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০১৯)[২]

আরো দেখুন সম্পাদনা

  1. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান
  2. কবিগান
  3. বাংলা অভিধানের তালিকা
  4. বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা
  5. ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ

তথ্যসূত্র সম্পাদনা

  1. আশফাক-উল-আলম, সেলিনা হোসেন, প্রভূত (সম্পাদক)। "স্বরোচিষ সরকার"। বাংলা একাডেমী লেখক অভিধান (প্রিন্ট)। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৪৪১। আইএসবিএন 984-07-4725-8 
  2. "বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  3. "UGC to honour 20 scholars today"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  4. "সমাপ্ত হলো ৭ দিনব্যাপী মধুমেলা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  5. "প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ"। দৈনিক প্রথম আলো। ২০১৭-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  6. "বাংলা একাডেমির অভিধান"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  7. "আগ্রহের কেন্দ্রে বিবর্তনমূলক বাংলা অভিধান"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  8. "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবপেজ"। রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  9. "মধুসূদন সম্মাননা পদক পেলেন প্রফেসর স্বরোচিষ সরকার এবং গোলাম মুরশিদ"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  10. "বিবর্তনমূলক অভিধান একটি ঐতিহাসিক কাজ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা