স্বপ্ন পূরণ শহীদুল ইসলাম খোকন পরিচালিত ২০০৮ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এর কাহিনি লিখেছেন গীতালী হাসান, সংলাপ লিখেছেন যোশেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন খোকন। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস আহমেদ, শামস সুমন, সোহেল রানাশহীদুল আলম সাচ্চু। শামস সুমন এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

স্বপ্ন পূরণ
পরিচালকশহীদুল ইসলাম খোকন
রচয়িতাযোশেফ শতাব্দী (সংলাপ)
চিত্রনাট্যকারশহীদুল ইসলাম খোকন
কাহিনিকারগীতালী হাসান
শ্রেষ্ঠাংশে
সুরকারমিল্টন খন্দকার
চিত্রগ্রাহকমোহাম্মদ হানিফ
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ২০০৮ (2008)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়শিল্পীদলসম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

চলচ্চিত্রটির গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভীন, সোহেল ও দেবযানী।

গানের তালিকাসম্পাদনা

সবগুলি গানের গীতিকার মিল্টন খন্দকার; সবগুলি গানের সুরকার মিল্টন খন্দকার

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."সবুজ ঘাসে শিশির কণা"দেবযানী৪:৪৫
২."এই পৃথিবীটা এত সুন্দর"সোহেল 
৩."অন্তরে শীতল পাটিতে"মনির খান 

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শামস সুমন বিজয়ী [২]
১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) সোহেল রানা মনোনীত

তথ্যসূত্রসম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"দৈনিক প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১০। ২০২০-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 

বহিঃসংযোগসম্পাদনা