স্বপ্ন পূরণ
স্বপ্ন পূরণ শহীদুল ইসলাম খোকন পরিচালিত ২০০৮ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এর কাহিনি লিখেছেন গীতালী হাসান, সংলাপ লিখেছেন যোশেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন খোকন। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস আহমেদ, শামস সুমন, সোহেল রানা ও শহীদুল আলম সাচ্চু। শামস সুমন এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
স্বপ্ন পূরণ | |
---|---|
পরিচালক | শহীদুল ইসলাম খোকন |
রচয়িতা | যোশেফ শতাব্দী (সংলাপ) |
চিত্রনাট্যকার | শহীদুল ইসলাম খোকন |
কাহিনিকার | গীতালী হাসান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মিল্টন খন্দকার |
চিত্রগ্রাহক | মোহাম্মদ হানিফ |
সম্পাদক | চিশতী জামাল |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- মৌসুমী - কুলসুম বিবি/রূপালী/শোভা
- ফেরদৌস আহমেদ - ফাহিম
- শামস সুমন - অ্যাডভোকেট তাহসিন আহমেদ, মানবাধিকার কর্মী
- সোহেল রানা - শফিকুর রহমান চৌধুরী
- শহীদুল আলম সাচ্চু - চেয়ারম্যান
- শামসুদ্দিন টগর - পরিচালক
- জামিলুর রহমান শাখা - রমিজ মিয়া, ট্রাক ড্রাইভার
- মঞ্জু
- শেখ শামীম
- রেহানা জলি
- অলকা সরকার
- অঞ্জলী
- সিন্থিয়া
- সুজাতা
- রাশেদা চৌধুরী - রূপালীর মা
- আমির সিরাজী - রূপালীর বাবা
- সিরাজ হায়দার
- সোহানুর রহমান সোহান
- সেলিম হায়দার - সেলিম/শিহাব
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভীন, সোহেল ও দেবযানী।
গানের তালিকা
সম্পাদনাসকল গানের গীতিকার মিল্টন খন্দকার; সকল গানের সুরকার মিল্টন খন্দকার।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "সবুজ ঘাসে শিশির কণা" | দেবযানী | ৪:৪৫ |
২. | "এই পৃথিবীটা এত সুন্দর" | সোহেল | |
৩. | "অন্তরে শীতল পাটিতে" | মনির খান |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শামস সুমন | বিজয়ী | [২] |
১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | সোহেল রানা | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১০। ২০২০-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে স্বপ্ন পূরণ