সৈয়দা মোমেনা খাঁতুন

বাংলা সালতানাতের শাহজাদী

সৈয়দা মোমেনা খাঁতুন ছিলেন শাহী বাঙ্গালার হোসেন শাহী খান্দানের একজন শাহজাদী। তিনি ছিলেন বাংলার বারো-ভুঁইয়াদের বিখ্যাত সরদার ঈশা খাঁর মা।

সৈয়দা মোমেনা খাঁতুন
শাহী বাঙ্গালার শাহজাদী
জন্মসৈয়দা মোমেনা খাঁতুন
শাহী বাঙ্গালা
দাম্পত্য সঙ্গীকালিদাস গজদানী
বংশধরঈশা খাঁ
ইসমাঈল খাঁ
পিতাগিয়াসউদ্দীন মাহমূদ শাহ
ধর্মইসলাম

জীবনী সম্পাদনা

সৈয়দা মোমেনা খাঁতুন ষোড়শ শতাব্দীর শাহী বাঙ্গালায় হোসেন শাহী খান্দান নামে পরিচিত একটি সৈয়দ বংশীয় সম্ভ্রান্ত বাঙ্গালী সুন্নি মুসলিম বংশে জন্ম নেন। তার বাবা সুলতান গিয়াসউদ্দীন মাহমূদ শাহ বংশীয় প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহর ছেলে ছিলেন। খিজির খাঁন সুরকের স্ত্রী মোমেনা খাঁতুনের বোন ছিলেন।[১]

পরে তিনি সুলেমান খাঁ ওরফে কালিদাস গজদানীকে বিয়ে করেন, যিনি ছিলেন তার পিতার দেওয়ান এবং সরাইলের জমিদার। ইতিহাসবিদ এম. আব্দুল কাদেরের মতে, বিয়ের আগে গজদানী মোমেনার প্রেমে পড়েছিলেন।[২] সরাইলে তিনি দুই ছেলের জন্ম দেন; ঈশা খাঁ,[৩] যিনি সালতানাতের পতনের পর বারো-ভুঁইয়া সরদার হন, এবং ইসমাঈল খাঁ[৪] তাঁর একজন মেয়েও ছিলেন যিনি শাহেনশাহ বিবি নামে পরিচিত ছিলেন।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. চন্দ্রকুমার দে (১৯২৬)। Eastern Bengal Ballads, Mymensing: Volume 2, Issue 1 [পূর্ব বাংলা গীতিকা, ময়মনসিংহ: খণ্ড ২, সংখ্যা ১] (ইংরেজি ভাষায়)। কলকাতা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩০৪। 
  2. আব্দুল কাদের, মোহাম্মদ (১৯৮৮)। Historical Fallacies Unveiled [ঐতিহাসিক ভুলবিশ্বাস উন্মোচিত] (ইংরেজি ভাষায়)। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
  3. এ.বি.এম শামসুদ্দীন আহমদ (২০১২)। "ঈসা খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. আব্দুর রহিম, মোহাম্মদ, সম্পাদক (১৯৯৫)। Islam in Bangladesh Through Ages [যুগে যুগে বাংলাদেশে ইসলাম] (ইংরেজি ভাষায়)। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৩০। 
  5. আবদুল করিম (১৯৯১)। সফর আলী আকন্দ, সম্পাদক। "Masnad-I-Ali Isa Khan"। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ পত্রিকারাজশাহী বিশ্ববিদ্যালয়: ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ১৪