আবদুল করিম (ইতিহাসবিদ)
আবদুল করিম (১ জুন ১৯২৮ - ২৪ জুলাই ২০০৭) বাংলাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাপাছড়িতে।[১]
আবদুল করিম | |
---|---|
![]() | |
জন্ম | ১ জুন, ১৯২৮ |
মৃত্যু | ২৪ জুলাই ২০০৭ | (বয়স ৭৯)
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ ![]() |
পরিচিতির কারণ | ইতিহাসবিদ, সাবেক উপাচার্য |
শিক্ষাজীবনসম্পাদনা
আব্দুল করিম ১৯৪৪ সালে চট্টগ্রাম আই আই কলেজ থেকে প্রথম বিভাগে ২য় স্থান অধিকার করে প্রবেশিকা পাস করেন। ১৯৪৬ সালে ঐ প্রতিষ্ঠান থেকেই প্রথম বিভাগে ৮ম স্থান অধিকার করে আই.এ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৪৯ সালে ২য় শ্রেণীতে বি.এ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫০ সালে এম.এ ডিগ্রি অর্জন করেন।[২] ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [৩]
কর্মজীবনসম্পাদনা
শিক্ষকতাসম্পাদনা
আব্দুল করিম ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে তিনি রীডার পদে উন্নীত হন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রীডার হিসেবে যোগদান করেন। ১৯৬৯ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯২ সালের জুন থেকে ১৯৯৬ সালের জুন পর্যন্ত তিনি সুপারনিউমারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। [৩]
প্রশাসনিক অভিজ্ঞতাসম্পাদনা
আব্দুল করিম ১৯৫২ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের সহকারী হাউস টিউটর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ঐ হলের হাউস টিউটর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালের ২৮ নভেম্বর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন। ১৯৮১ সালের ১৮ এপ্রিল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। [১][৩]
প্রকাশিত বইসম্পাদনা
বাংলাসম্পাদনা
ইংরেজিসম্পাদনা
- Social history of the muslims in Bengal.
- Murshiquli khan and His time.
- Corpus of the arabic and persian inscription.
- Dhaka the Mughal capital
- The Rohingyas : A Short Account of Their History and Culture [৬]
সদস্যসম্পাদনা
- প্রেসিডেন্ট, বাংলাদেশ ইতিহাস সমিতি, ১৯৭৩ - ১৯৭৫
- আজীবন সদস্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
- আজীবন সদস্য, বাংলা একাডেমী[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Professor Abdul Karim: Remembering a great historian"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।
- ↑ "ইতিহাসবিদ আবদুল করিম ও তার কীর্তি | দৃষ্টিকোন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।
- ↑ ক খ গ ঘ প্রফেসর ড. আব্দুল করিম স্মারক গ্রন্থ
- ↑ "Dr. Abdul Karim Books: ড. আবদুল করিম এর বই সমূহ | Rokomari.com"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।
- ↑ "চট্টগ্রামে ইসলাম | পাঠাগার"। www.pathagar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।
- ↑ "The Rohingyas : A Short Account of Their History and Culture - Dr. Abdul Karim"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৪।