সেল্লাপান রামানাথান
সিঙ্গাপুরের ষষ্ঠ রাষ্ট্রপতি
সেল্লাপান রামানাথান[১] (তামিল: செல்லப்பன் ராமநாதன்; জন্ম ৩রা জুলাই, ১৯২৪) হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বরে তিনি তার জীবনে প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এরপর ২০০৫ সালে দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সেল্লাপান রামানাথান செல்லப்பன் ராமநாதன் | |
---|---|
৬ষ্ঠ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর, ১৯৯৯ – ৩১ আগস্ট, ২০১১ | |
প্রধানমন্ত্রী | গোহ চক তং লি সিয়েন লুং |
পূর্বসূরী | ওং তিং ছয়ং |
উত্তরসূরী | টনি তান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিঙ্গাপুর | ৩ জুলাই ১৯২৪
জাতীয়তা | সিঙ্গাপুরী |
দাম্পত্য সঙ্গী | ঊর্মিলা উমি নন্দী |
সন্তান | ২ |
প্রাক্তন শিক্ষার্থী | মালয় বিশ্ববিদ্যালয় |
ধর্ম | হিন্দু |
জীবনতথ্য
সম্পাদনা- ১৯২৪ সালের ৩রা জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন।
- ১৯৫৪ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর তে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হন।
- ১৯৫৫ সালে সিঙ্গাপুর সরকারি বিভাগে চিকিৎসালয় সমাজকর্মী হিসেবে যোগদান করেন।
- ১৯৫৬ সালে নৌকর্মী কল্যাণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।
- ১৯৬২ সালে শ্রমশিক্ষা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ও পরে পরিচালক হিসেবে নিযুক্ত হন।
- ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারির সহকারী সেক্রেটারি হিসেবে কাজ করেন।
- ১৯৭১ সালের আগস্ট মাসে গোয়েন্দা সেনানি পদে নিযুক্ত হন। তিনি সিঙ্গাপুরের অভ্যন্তরে জাপানি লাল সেনাবাহিনীর ১৯৭৪ সালের ৩১শে জানুয়ারি থেকে আক্রমণ করা সন্ত্রাসী দমন করেন।
- ১৯৭৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে আসেন এবং পররাষ্ট্র বিভাগের প্রথম সেক্রেটারির পদে নিযুক্ত হন।
- ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ২০০৫ সালের ১লা সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Yap, Sonny; Lim, Richard; Leong, Weng Kam (2009). Men In White - The Untold Story of Singapore's Ruling Political Party, p.145. Singapore Press Holdings Ltd., Singapore, আইএসবিএন ৯৭৮-৯৮১-৪২৬৬-২৪-৬
বহিঃসংযোগ
সম্পাদনারাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী ওং তিংছয়ং |
সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ১৯৯৯ – ২০১১ |
উত্তরসূরী টনি তান কেং ইয়াম |
পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
পূর্বসূরী ওং তিংছয়ং |
সিঙ্গাপুরের নন-পার্টিসান রাষ্ট্রপতি প্রার্থী ১৯৯৯ (ব্যালটবিহীন) ২০০৫ (ব্যালটবিহীন) |
উত্তরসূরী টনি তান কেং ইয়াম |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |