সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। দেশের সিকিউরিটি বিতরণ, স্থানান্তর এবং নিষ্পত্তিকে কম্পিউটারাইজড বুক এন্ট্রি পদ্ধতিতে সম্পাদন করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান হলেন তপন চৌধুরী।[১]
সিডিবিএল | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
গঠিত | ২০ আগস্ট ২০০০ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | ৪৬, রোড নং - ২১, নীলকুঞ্জ-২, ঢাকা - ১২২৯ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
চেয়ারম্যান | তপন চৌধুরী |
প্রধান প্রতিষ্ঠান | আর্থিক প্রতিষ্ঠান বিভাগ |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন |
ওয়েবসাইট | cdbl |
ইতিহাস
সম্পাদনাশেয়ারবাজারের মনিটরিংয়ের জন্যই মূলত এ প্রতিষ্ঠানের সৃষ্টি। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা যখন লেনদেন করে, তখন শেয়ারের মালিকানা পরিবর্তিত হয়। লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে ইলেক্ট্রনিক সিস্টেমে শেয়ারের মালিকানা পরিবর্তন করার কাজটি করে থাকে। এই বুক এন্ট্রি কাজের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০ আগস্ট, ২০০০ সালে। প্রতিষ্ঠার পেছনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা ছিলো। ১৪ ফেব্রুয়ারি, ২০০৩ সাল থেকে সিডিবিএল ন্যাশনাল নাম্বারিং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ আইডেন্টিফিকেশন নাম্বার (আইএসআইএন) হিসেবে জার্মান-ভিত্তিক অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল নাম্বারিং এজেন্সিস (আন্না) এর বাংলাদেশের অংশীদার হিসাবে কাজ করছে। সিডিবিএল এশিয়া প্যাসিফিক সিএসডি গ্রুপ (এসিজি) এর সদস্য এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জ (এসএএফই) এর সহযোগী সদস্য। বর্তমানে সিডিবিএল কোম্পানী আইন, ১৯৯৪, [২]ডিপোজিটরি আইন, ১৯৯৯, [৩]ডিপোজিটরি বিধিমালা, ২০০০[৪] এবং ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩[৫] অনুযায়ী পরিচালিত হচ্ছে।[১]
পরিচালনা
সম্পাদনাপ্রতিষ্ঠানটি ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। এছাড়াও একটি নির্বাহী কমিটি, একটি অডিট কমিটি এবং একটি ব্যবস্থাপনা কমিটি দৈনন্দিন কার্যক্রম পরিচলনায় নিয়োজিত রয়েছে।[৬]
- বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক মনোনীত সদস্য
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস কর্তৃক মনোনীত সদস্য
- বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানীজ কর্তৃক মনোনীত সদস্য
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড কর্তৃক মনোনীত সদস্য
- প্রাইম ব্যাংক লিমিটেড কর্তৃক মনোনীত সদস্য
- স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড কর্তৃক মনোনীত সদস্য
- ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক মনোনীত সদস্য
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক মনোনীত সদস্য
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক মনোনীত সদস্য
- রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক মনোনীত সদস্য
- সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক মনোনীত সদস্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃক মনোনীত সদস্য
- এবি ব্যাংক লিমিটেড কর্তৃক মনোনীত সদস্য
- প্রধান ব্যবস্থাপক, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড"। cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কোম্পানী আইন, ১৯৯৪"। minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ডিপোজিটরি আইন, ১৯৯৯"। minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ডিপোজিটরি বিধিমালা, ২০০৩" (পিডিএফ)। cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধাননালা, ২০০৩" (পিডিএফ)। cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড"। cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।