চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামে অবস্থিত একটি স্টক এক্সচেঞ্জ। এটি দেশের দুটি এক্সচেঞ্জের একটি, অপরটি ঢাকা স্টক এক্সচেঞ্জ। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এক্সচেঞ্জটি চট্টগ্রামের কেন্দ্রস্থলে আগ্রাবাদ ব্যবসায়িক জেলায় অবস্থিত। ২০২০ সালের হিসাবে এটির সম্মিলিত বাজার মূলধন ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ | |
---|---|
ধরন | শেয়ার বাজার |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২°১৯′১৬″ উত্তর ৯১°৪৮′৪০″ পূর্ব / ২২.৩২১০৭৯° উত্তর ৯১.৮১১১২৯৩° পূর্ব |
প্রতিষ্ঠাকাল | ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ |
প্রধান ব্যক্তি | মোঃ সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ চেয়ারম্যান |
মুদ্রা | টাকা |
পণ্যদ্রব্য | শেয়ার |
তালিকা সংখ্যা | ২৫০ |
সূচক | ইনডেক্স |
ওয়েবসাইট | www.cse.com.bd |
সময়রেখা
সম্পাদনা১ এপ্রিল ১৯৯৫, কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত। ১০ অক্টোবর ফ্লোর ট্রেডিং ক্রাই আউট সিস্টেমে শুরু হয়েছে। ৪ নভেম্বর ১৯৯৫, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ৩০ মে ২০০৪, ইন্টারনেট ভিত্তিক ট্রেডিং সিস্টেম খোলা হয়েছে। ৮ জুলাই ২০১৫, নতুন ব্র্যান্ড লোগো চালু করেছে।
ট্রেডিং ঘন্টা
সম্পাদনা- স্থানীয় সময় সকাল ৯.৩০ এ বাজার খোলে।
- বাজার স্থানীয় সময় দুপুর ১.৫০ এ বন্ধ হয়।
২০১০-২০১১ ক্র্যাশ
সম্পাদনাডিসেম্বর ২০১০ এবং জানুয়ারী ২০১১ এর মধ্যে এক্সচেঞ্জটি ১৮০০ পয়েন্ট হারানোর সাথে ২০১০ সালের বুলিশ বাজারটি বিয়ারিশে পরিণত হয়েছিল। মার্কেট ক্র্যাশের ফলে লাখ লাখ বিনিয়োগকারী দেউলিয়া হয়ে গেছে।[১] বড় খেলোয়াড়দের খরচে মুষ্টিমেয় খেলোয়াড়দের উপকার করার জন্য কৃত্রিমভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Probe panel finds massive manipulation at Bangla stock market"। India Times। ৭ এপ্রিল ২০১১। ২১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |