সূরা আদ-দুহা
কুরআন শরীফের ৯৩তম সূরা
সূরা আদ-দুহা (আরবি: الضحى aḍ-Ḍuḥà, অর্থ: "সকালের ঘণ্টা, উজ্জ্বল সকাল") মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৩ তম সূরা, এর আয়াতের সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আদ-দুহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।[১]
শ্রেণী | মক্কী সূরা |
---|---|
নামের অর্থ | উজ্জ্বল সকাল |
অন্য নাম | সকালের ঘণ্টা |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ৯৩ |
আয়াতের সংখ্যা | ১১ |
পারার ক্রম | ৩০ |
রুকুর সংখ্যা | ১ |
← পূর্ববর্তী সূরা | সূরা লাইল |
পরবর্তী সূরা → | সূরা ইনশিরাহ |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
আয়াতসমূহ
সম্পাদনা- শপথ পূর্বাহ্নের,
- শপথ রাত্রির যখন তা গভীর হয়,
- আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরুপও হননি।
- আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
- আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
- তিনি কি আপনাকে এতীমরুপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
- তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
- তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন.
- সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না;
- সওয়ালকারীকে ধমক দিবেন না,
- এবং আপনার পালন কর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ তাফসিরে মাআরেফুল কুরান, ইসলামিক ফাউন্ডেশন।
বহিঃসংযোগ
সম্পাদনা- Ad-Dhuha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ এপ্রিল ২০২১ তারিখে at Tafsir.com
- Ad-Dhuha at Altafsir.com