সুফিয়ান আম্রাবাত

মরক্কী ফুটবলার

সুফিয়ান আম্রাবাত (আরবি: سفيان أمرابط; জন্ম: ২১ আগস্ট ১৯৯৬) হলেন নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব ফেয়েনুর্ড এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

সুফিয়ান আম্রাবাত
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-08-21) ২১ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান হাউজেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফেয়েনুর্ড
জার্সি নম্বর ২১
যুব পর্যায়
–২০০৭ এইচেসভি দে জাডভোগেলস
২০০৭–২০১৪ এফসি উত্রেখট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৭ এফসি উত্রেখট ৪২ (০)
২০১৭–২০১৮ ফেয়েনুর্ড ২১ (১)
২০১৮-২০২০ ক্লাব ব্রুজ ২৫ (১)
২০১৯–২০২০হেলাস ভেরোনা (ধার) ১৯ (০)
২০২০– ফিয়োরেন্তিনা ৮৩ (১)
২০২০–হেলাস ভেরোনা (ধার) (০)
2023—ম্যানচেস্টার ইউনাইটেড (ধার) (০)
জাতীয় দল
২০১০ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ (০)
২০১৩ মরক্কো অনূর্ধ্ব-১৭ (০)
২০১৭– মরক্কো ১৪ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ জুন ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ জুন ২০২০ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

মরক্কো সম্পাদনা

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি হচ্ছেন মরক্কোর আরেক আন্তর্জাতিক খেলোয়াড় নরদিন আম্রাবাতের ছোট ভাই।[২]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা