সুখিয়া ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন

সুখিয়া ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন[১][২] এর প্রশাসনিক নাম ১০ নং সুখিয়া ইউনিয়ন পরিষদ

সুখিয়া
ইউনিয়ন
১০নং সুখিয়া ইউনিয়ন পরিষদ। এর বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ টিটু। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন।
সুখিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
সুখিয়া
সুখিয়া
সুখিয়া বাংলাদেশ-এ অবস্থিত
সুখিয়া
সুখিয়া
বাংলাদেশে সুখিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২১′২৫″ উত্তর ৯০°৪২′৪৩″ পূর্ব / ২৪.৩৫৬৯৪° উত্তর ৯০.৭১১৯৪° পূর্ব / 24.35694; 90.71194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাপাকুন্দিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সাক্ষরতার হার
 • মোট৬২.৫৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২৩২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

সীমানা - উত্তরে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা, দক্ষিণে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি পূর্বে চন্ডিপাশা ও পশ্চিমে জাঙ্গালিয়া,দক্ষিণ পূর্ব দিকে নারান্দি ইউনিয়ন এর পোড়াবাড়িয়া,এবং পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি

ইতিহাস সম্পাদনা

ইউনিয়নটি ১৩ টি গ্রাম নিয়ে গঠিত: গ্ৰামগুলো হলো;

  1. বানিপাট্রা
  2. হরশী
  3. জয়বিষ্ণুপুর
  4. সুখিয়া
  5. বাহরামখানপাড়া
  6. কুষাকান্দা
  7. ছয়চির
  8. অমরপুর
  9. চরপলাশ
  10. কাওয়ালিকান্দা
  11. ঠুটারজঙ্গল
  12. আশুতিয়া
  13. খলিশাখালি

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

ইউনিয়নটির ২৬.৩৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা- ২৪,৬৩৩ জন।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৩২.২৪%।

শিক্ষা প্রতিষ্ঠান

  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি ১/ হরশী উচ্চ বিদ্যালয়, ২/চরপলাশ উচ্চ বিদ্যালয়, ৩/ বাহরামখাঁনপাড়া উচ্চ বিদ্যালয়
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি
  • প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ঃ ১৯টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১২টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৭টি
  • মাদ্রাসাঃ
    • দাখিল মাদ্রাসাঃ ১টি ১/ হরশী রাহাতুন্নেছা বালিকা দাখিল মাদরাসা
    • কওমি মাদ্রাসাঃ ১টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  1. হরশী শাহী জামে মসজিদ
  2. চন্ডিদাসের জমিদারবাড়ি ও মঠ
  3. হযরত মওলানা আব্দুল হেলিম হোসাইনির কবর।
  4. হযরত শাহ সুফি জঙ্গি মাস্তান রইস উদ্দিন আউলিয়ার মাজার শরীফ,চরপলাশ
  5. পদ্মকুঁড়ি বিল
  6. এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লিমিটেড
  7. কোষাকান্দার কোষা
  8. পূর্বাচল হিমাগার লিমিটেড

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ আব্দুল হামিদ টিটু ২০১৫-বর্তমান
০২ আফিল উদ্দিন ২০১০-২০১৫
০৩ আজিজুল হক তোতা ২০০৩-২০১০
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সুখিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "পাকুন্দিয়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০