সুখারী ইউনিয়ন

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার একটি ইউনিয়ন

সুখারী ইউনিয়ন বাংলাদেশের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

সুখারী
ইউনিয়ন
সুখারী ইউনিয়ন
ধর্মরায় - এ অবস্থিত সুখারী ইউনিয়ন পরিষদ
ধর্মরায় - এ অবস্থিত সুখারী ইউনিয়ন পরিষদ
সুখারী ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
সুখারী
সুখারী
সুখারী বাংলাদেশ-এ অবস্থিত
সুখারী
সুখারী
বাংলাদেশে সুখারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব / 24.81028; 90.86889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলাআটপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নসুখারী
সদরদপ্তরধর্মরায়, সুখারী, আটপাড়া, নেত্রকোণা।
সরকার
 • চেয়ারম্যানমোঃ শাহজাহান (বাংলাদেশ আওয়ামী লীগ)
 • পূর্বসুরীকফিল উদ্দিন তালুকদার
জনসংখ্যা
 • মোট২৫ হাজার (প্রায়)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২৪৯০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

এ ইউনিয়নের সদর দপ্তর (ইউনিয়ন পরিষদ) ধর্মরায় - - এ অবস্থিত। সুখারী ইউনিয়ন ২২ টি গ্রাম ও ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত।

অবস্থান ও সীমানা:

সম্পাদনা

বাংলাদেশে সুখারী ইউনিয়নের অবস্থান

স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব

সীমানা:-

সুখারী ইউনিয়নের উত্তরে দুওজ ইউনিয়ন পশ্চিমে মগড়া নদী ও তেলিগাতী ইউনিয়ন দক্ষিণে মদন উপজেলা এবং পূর্ব দিকে মোহনগঞ্জ উপজেলার অংশ বিশেষ।

ইতিহাস

সম্পাদনা

সুখারী ইউনিয়নের নামকরণের ইতিহাস:-

ইতিহাস:-

সুখারী ইউনিয়নের নামকরণে কোনো মতবাদ না থাকলেও অতি প্রাচীন হিন্দু ব্রাহ্মণদের ধারণা মতে, প্রথমতে শুংক

নামে একজন হিন্দু পন্ডিত ছিল যে কিনা একটি গভীর জঙ্গলে প্রতি দিন পূজা উদযাপন করত।যে জায়গায় হিন্দুরা হিন্দুদের ভগবানের দরবারে প্রার্থনা করত ওই জায়গাটির নাম ছিল কহরি।গভীর জঙ্গলে এই জায়গায় হিন্দুরা তাদের স্রষ্টার নামে প্রার্থনা অতএব পূজা আরাধনা করার পর তাদের মনে ও পরিবারে সুখ নেমে আসত তাই প্রথম বলা হত সুখহরি।যার জন্যে  শুংক ও হরি মিলে শুংক কহরি'শুংককহরি থেকে  সুখেরহাড়ি পন্ডিত,জায়গা ও রিতির নামানূসারে আজকের এ সুখারী তথা শুংককহরি থেকে সুখেরহাড়ি এভাবে সুখারী নামের উৎপত্তি হয়েছে।

প্রশাসনিক এলাকা:

সম্পাদনা

* ৯ টি ওয়ার্ড ও ভোট কেন্দ্র সহ গ্রামের নাম:-

১নং ওয়ার্ড নিয়ে গঠিত:-  

নরপতিখিলা-গোলালাশ্রম-মধুয়াখালী

ভোট কেন্দ্র মধুয়াখালী বি সি উচ্চ বিদ্যালয়

২নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

সোনাজুর-সোনাকানিয়া

ভোট কেন্দ্র সোনাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

বাহাদুরপুর-বালাইছ-করারধুব

ভোট কেন্দ্র বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

দেওশ্রী

ভোট কেন্দ্র দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

ধর্মরায়-মঙ্গলশ্রী-নীলকন্ঠপুর

ভোট কেন্দ্র ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়

৬নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

সুখারী-কুলশ্রী

ভোট কেন্দ্র কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

বাউসা-বাদেউড়া-কাহেতুড়া

ভোট কেন্দ্র বাউসা সরকারি উচ্চ বিদ্যালয়

৮নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

দেবদ্বার-কুট্টাকান্দা-খলাপাড়া

ভোট কেন্দ্র দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯নং ওয়ার্ড নিয়ে গঠিত:-

হাতিয়া-তারাচাপুর

ভোট কেন্দ্র হাতিয়া তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

অকার্যকর গ্রাম দুইটি:-

১.হোসেনপুর

২.ইসলামপুর

জনসংখ্যা:৩৫ হাজার (আনুমানিক)

শিক্ষা

সম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

ইউনিয়নে ৪ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি দাখিল মাদ্রাসা রয়েছে:

  1. ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয় (১৯৩০)
  2. গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয় (১৯৩০)
  3. বাউসা উচ্চ বিদ্যালয় (১৯৭১)
  4. নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯৭২)
  5. সুখারী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১৯৭৫)

১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে :

  1. ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩০)
  2. কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. সোনাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (
  6. বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. বাঁধাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. হাতিয়া তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান:

সম্পাদনা
  • দর্শনীয় স্থান:
  • মগড়া নদী
  • ১.গনেশ হাওর ২.পাগলা হাওর ৩.কামড়াইল হাওর ৪.রাউল বিল ৫.শুনাতলা হাওর ঐতিহাসিক স্মৃতি:- ১.পাকিস্তানি আমলের কাচ ও মার্বেল পাথরের মঠ (ধর্মরায়) ২.ঐতিহাসিক মন্দির (সুখারী) ৩.পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন (নীলকন্ঠপুর) ৪.পুরাতন ভৃমি অফিস (নাজিরগঞ্জ) মাঠ:- ১.সুখারী খেলার মাঠ (ধর্মরায়) ২.নাজিরগঞ্জ খেলার মাঠ ৩.তারাচাপুর খেলার মাঠ নদীনালা ১.মগড়া নদী ২.নাজিরগঞ্জ নালা খালবিল ১.নাসির কাল ২.দেবল খাল ৩. উকড়া খাল ৪.সেলাপাড় খাল ৫.মরা খাল ৬.লাল বিল ৭.পদ্মবিল হাটবাজার:- ১.সুখারী বাজার ২. নাজিরগঞ্জ বাজার ৩.আমতলা বাজার ৪.হাতিয়া রেন্টিতলা বাজার ৫.বাউসা বাজার ৬.সোনাজুর বাজার ৭. দেওশ্রী বাজার ধর্মীয় তীর্থস্থান:- ১. দেওশ্রী নূরুল আমিন তালুকদার হাফিজিয়া মাদ্রাসা ও কমপ্লেক্স। ২.সুখারী কালিমন্দির ৩.মধুয়াখালী মন্দির ও শুশ্মানঘাট ৪.দেবদ্বার কালি মন্দির ৫.সুখারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠ ৬.নাজিরগঞ্জ ঈদগাহ মাঠ ৭.তারাচাপুর ঈদগাহ মাঠ ৮.বাহাদুরপুর ঈদগাহ মাঠ ৯.নীলকন্ঠপুর ঈদগাহ মাঠ ১০.বাউসা ঈদগাহ মাঠ ১১.মঙ্গলশ্রী ঈদগাহ মাঠ হাসপাতাল ও ক্লিনিক:- ১.দক্ষিণ সুখারী ক্লিনিক ২. নাজিরগঞ্জ বাজার পুরনো হাসপাতাল ও ক্লিনিক মাজার শরীফ:- ১.সোবহান পাগলা (হাতিয়া রেন্টিতলা) ২.মল্লিক শাহ্ (করারধুব) ৩.খাজাবাবা (মঙ্গলশ্রী) ৪.বাউসা মাজার শরীফ ৫. কুলশ্রী মাজার শরীফ ৬.জিন্দা বাবার কবর ‌(ধর্মরায়) ৭.ক্বারী বাবার মাজার শরীফ (তারাচাপুর) ৮. দেওশ্রী মাজার প্রাঙ্গণ ৯.নরপতিখিলা মাজার প্রাঙ্গণ ১০.বাদেউড়া মাজার প্রাঙ্গণ

ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান জনাব, শাজাহান (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত)।

চেয়ারম্যান মহোদয় গণের তালিকা:-
ক্রমিক নাম মেয়াদ
ফজলুর রহমান ১৯৭৩–১৯৭৭
সৈয়দ আরজু মিয়া ১৯৭৭–১৯৮৩
আব্দুল বারেক তালুকদার ১৯৮৩–১৯৮৮
মুর্তুজা আলী ১৯৮৮–১৯৯২
জয়নাল আবেদিন তহসিল ১৯৯২–১৯৯৭
সাজাহান কবির চাম্পা ১৯৯৭–২০০৩
আজিজুল হাসান খান দুলাল ২০০৩–২০১১
সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহিন ২০১১–২০১৬
কফিল উদ্দিন তালুকদার খোকন ২০১৬–২০২১
১০ মোঃ শাহজাহান ২০২১-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা