মদন পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি পৌরসভা।[১][২]

মদন পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু১ অক্টোবর ২০০০
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মদন পৌরসভা কার্যালয়

অবস্থান ও সীমানা: সম্পাদনা

উত্তরে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন,

দক্ষিণে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন,

পূর্বে মদন ইউনিয়ন ও পশ্চিমে নব গঠিত চানগাঁও ইউনিয়ন অবস্থিত

ইতিহাস:স্তাপিত:2000সাল। সম্পাদনা

বিলুপ্ত জাহাঙ্গীর পুর ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রাম,বাাড়ীভাদেরা গ্রাম,মাহমুদপুর,মনোহর পুর ও মদন ইউনিয়নের ফচিকা গ্রাম,এমদাদ পুর এবং মদন গ্রাম নিয়ে গঠিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ওয়ার্ড সংখ্যা(নয়)টি।

মৌজাও গ্রাম:বাড়ী বাদেড়া,জাহাংগীর পুর,মাহমুদ পুর,মনোহর পুর,ফচিকা,এমদাদ পুর ও মদন।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন- ১০.১১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১৯,৩৭২ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হারঃ ৭৫%।

শিক্ষা প্রতিষ্ঠান:

(১) মদন হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজ। স্থাপিত:১৯৮৬খ্রী।

(২) জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ। স্থাপিত:২০০২খ্রী।

(৩) জাহাঙ্গীর পুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। স্থাপিত:১৯৪৬খ্রী।

কলেজের সংখ্যা ৩ টি
হাইস্কুলের সংখ্যা ৩ টি
মাদ্রাসার সংখ্যা ৫ টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫ টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২ টি

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র-সাইফুল ইসলাম সাইফ।

প্রাক্তন মেয়রগণের তালিকা

ক্রমিক মেয়রগণের নাম মেয়াদ কাল
০১ শফিকুল আলম তালুকদার (লিটন) ২০০৩-২০১১
০২ দেওয়ান মোদাচ্ছের হোসেন (শফিক) ২০১১-২০১৬
০৩ আব্দুল হান্নান তালুকদার (শামীম) ২০১৬-২০২০

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে মদন পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০ 
  2. "মদন পৌরসভা"বিডি মেয়র। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০