সিলদাভীয়

একটি কাল্পনিক ভাষা

সিলদাভীয় হলো বিখ্যাত কমিক্স লেখক অ্যার্জে দ্বারা সৃষ্ট একটি কাল্পনিক ভাষা। অ্যার্জের বিখ্যাত বই দুঃসাহসী টিনটিন এ এই ভাষাটিকে সিলদাভিয়া নামক এক কাল্পনিক রাষ্ট্রের ভাষা হিসাবে দেখানো হয়েছে। ভাষাটি ইন্দো-ইয়োরোপীয় শাখার জার্মানীয় ভাষাসমূহর অংশ হলেও এটি বলকান অঞ্চলে প্রচলিত। অ্যার্জে ভাষাটি তৈরির জন্য তাঁর মাতৃভাষা ওলন্দাজ ভাষার মারোলস নামক এক উপভাষাকে ব্যবহার করেছেন। সার্বীয় ভাষার মতো এই ভাষাটিও সিরিলীয় লিপিলাতিন লিপি উভয় লিপিতেই লেখা হয়।

সিলদাভীয়
Зйлдав, Zyldav
উচ্চারণ/zɪldav/
নির্মাতাঅ্যার্জে
তারিখ১৯৩৯
স্থাপন এবং ব্যবহারদুঃসাহসী টিনটিন
জাতিতত্ত্বসিলদাভীয় জাতিগোষ্ঠী
ব্যবহারকারী৬,৪২,০০০ (১৯৩৯) (কাল্পনিক)
উদ্দেশ্য
সিরিলীয়
লাতিন
উৎসওলন্দাজ ভাষা
মারোলস
সরকারি অবস্থা
সরকারি ভাষা
সিলদাভিয়া
নিয়ন্ত্রক সংস্থাঅজ্ঞাত
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩নেই
গ্লোটোলগNone
আইইটিএফart-x-syldavia

লিখন পদ্ধতিসম্পাদনা

সার্বীয় ভাষার মতো সিলদাভীয় ভাষাও লাতিন ও সিরিলীয় উভয় লিপি ব্যবহার করে। তবে রাজদরবারে লাতিন লিপিকে অধিক প্রধান্য দেওয়া হয়। সিলদাভীয় ভাষার লিখন ব্যবস্থার সঙ্গে পোলিশ ভাষাহাঙ্গেরীয় ভাষার লিখন ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান। অপরদিকে সিলদাভীয় ভাষার ব্যাকরণের সঙ্গে জার্মান ভাষা ও ওলন্দাজ ভাষার ব্যাকরণের মিল রয়েছে।

ধ্বনিতত্ত্বসম্পাদনা

অ্যার্জে সিলদাভীয় ভাষার জন্য একটি সমৃদ্ধ ধ্বনিতত্ত্ব দিয়েছেন।

স্বরবর্ণসম্পাদনা

নিম্নের সারণীতে সিলদাভীয় স্বরধ্বনি এবং এদের সিরিলীয় (ডান) ও লাতিন (বাম) বর্ণ দেখানো হলো।

Front Back
unrounded rounded
Close i ⟨i,и⟩ y ⟨ü,ы⟩ u ⟨u,у⟩
Near-close ɪ ⟨y,й⟩ ʊ ⟨û,ў⟩
Close-mid e ⟨e,е⟩ ø ⟨ö,ё⟩ o ⟨o,о⟩
Open-mid æ~ɛ ⟨ä,я⟩ ɔ ⟨ô,о⟩
Near-open
Open a ⟨a,а⟩

এগুলো ছাড়াও অ্যার্জে আরো কিছু স্বরবর্ণ যোগ করেছিলেন যেগুলোর উচ্চারণ প্রকৃতি স্পষ্ট নয়।

ব্যঞ্জনবর্ণসম্পাদনা

নিম্নের সারণীতে সিলদাভীয় ব্যঞ্জনধ্বনি এবং এদের সিরিলীয় (ডান) ও লাতিন (বাম) বর্ণ দেখানো হলো।

Bilabial Labiodental Alveolar Postalveolar Palatal Velar Glottal
Nasal m ⟨m,м⟩ n ⟨n,н⟩
Plosive p ⟨p,п⟩
b ⟨b,б⟩
t ⟨t,т⟩
d ⟨d,д⟩
k ⟨k,к⟩
ɡ ⟨g,г⟩
Fricative
β ⟨v,ю⟩
f ⟨f,ф⟩
v ⟨w,в⟩
s ⟨s,с⟩
z ⟨z,з⟩
ʃ ⟨sz,сз⟩
ʒ ⟨zs,зс⟩
x ⟨kh,х⟩
ɣ ⟨gh,гз⟩
h ⟨h,щ⟩
Affricate t͡s ⟨tz,тз⟩
d͡z ⟨dz,дз⟩
t͡ʃ ⟨cz,ч⟩
d͡ʒ ⟨dj,дч⟩
Trill r ⟨r,р⟩
⟨rz,рз⟩
Approximant l ⟨l,л⟩ j ⟨j,й⟩

উদাহরণসম্পাদনা

লাতিন লিপিতে

"Pir Ottokar, dûs pollsz ez könikstz, dan tronn eszt vöh mâ." Czeillâ czäídâ o eltkâr alpû, "Kzommetz lapzâda pakkeho." Könikstz itd o alpû klöppz Staszrvitchz erom szûbel o. Dâzsbíck fällta öpp o kârrö.

সিরিলীয় লিপিতে

"Пир Оттокар, дўс поллсз ез кёникстз, дан тронн есзт вёщ мӕ.” Чеиллӕ чяѝдӕ о елткӕр алпў, “Кзомметз лапзӕда паккещо.” Кёникстз итд о алпў клёппз Стасзрвитчз ером сзўбел о. Дӕзсбѝк фяллта ёпп о кӕррё.

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা