সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি

সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি বা উচ্চ-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি[] হলো কিছু কথ্য ভাষায় ব্যবহৃত এক ধরনের স্বরধ্বনি। ধ্বনিটির আধ্বব প্রতিনিধিত্বারী প্রতীক হলো ⟨e⟩।

সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি
e
আধ্বব সংখ্যা৩০২
এনকোডিং
এন্টিটি (দশমিক)e
ইউনিকোড (ষটদশমিক)U+0065
এক্স-সাম্পাe
কার্শেনবমe
ব্রেইল⠑ (ব্রেইল নিদর্শন বিন্দু-15)
অডিও নমুনা
noicon

সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনির জন্য যা সাধারণত ⟨ɪ⟩ বা ⟨i⟩ প্রতীক দিয়ে প্রতিলিপি করা হয়, দেখুন প্রায়-সংবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি। যদি সাধারণ প্রতীক ⟨e⟩ হয়, তাহলে স্বরধ্বনিটি এখানে তালিকাভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. While the International Phonetic Association prefers the terms "close" and "open" for vowel height, many linguists use "high" and "low".

বহিঃসংযোগ

সম্পাদনা