সিরাজগঞ্জ এক্সপ্রেস
সিরাজগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৫/৭৭৬) বাংলাদেশে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা ও সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন।[২]
সিরাজগঞ্জ এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ২৭ জুন ২০১৩[১] |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
পরিষেবার হার | সপ্তাহে ছয় দিন |
রেল নং | ৭৭৫−৭৭৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | ওভারহেড রেক |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
ইতিহাস
সম্পাদনা"সিরাজগঞ্জবাসী স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি"-র ব্যানারে ২০০০ সাল থেকে "হয় রেল−নয় জেল" স্লোগানে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৯ সালের ৯ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জনসভায় সিরাজগঞ্জকে রেল নেটওয়ার্কের আওতায় ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার বাস্তবায়ন করতে ২০১৩ সালের ২৭শে জুন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়। ঐ সময়ে পুরনো লোকোমোটিভ ও কোচ সংবলিত ট্রেনটি সকাল ৭টায় ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে বেলা ১০টায় সিরাজগঞ্জ বাজার হয়ে ঢাকার কমলাপুরে যাতায়াত শুরু করে। যাত্রী আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ায় আবারও ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর ট্রেনটির সময় ও রুট পরিবর্তন করে ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করে সরাসরি ঢাকায়, এবং বিকেল ৫টায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে রাতে সিরাজগঞ্জ বাজারে আসা যাওয়া শুরু করে। কিন্তু এটিতে যাত্রী অনেক কমে যায় ও একটি অলাভজনক ট্রেন হিসেবে এখনো চলাচল করছে। [৩]
আসন বিন্যাস
সম্পাদনাসিরাজগঞ্জ এক্সপ্রেসে ১১টি কোচে ৯৬৬টি আসন রয়েছে। এর মধ্যে তাপানুকুল স্লিপার শ্রেণীর ৭৮টি, স্নিগ্ধার ১০৫টি এবং শোভন চেয়ারের ৭৮৩টি আসন রয়েছে।[৪]
দুর্ঘটনা
সম্পাদনা- ০২/১০/২০২০: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপ সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি ছিটকে চলন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেসের পাওয়ার কারের সাথে সংঘর্ষ হয়। এরপর সেটি দ্বিতীয়বার ছিটকে ট্রেনের তেলের টেঙ্কির সাথে সংঘর্ষ হলে তেলের টেঙ্কি ক্ষতিগ্রস্ত হয়ে তেল বের হতে থাকে। এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত হয় এবং অন্তত চারজন আহত হয়।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিরাজগঞ্জ এক্সপ্রেসের বগি বারবার কেন লাইনচ্যুত হচ্ছে"। জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঢাকা ট্রেন এর সময়সূচি ঢাকা হইতে আন্তঃনগর ট্রেন:"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- ↑ "সিরাজগঞ্জ-ঢাকা সরাসরি চলবে সিরাজগঞ্জ এক্সপ্রেস"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
- ↑ "সিরাজগঞ্জ–ঢাকা ট্রেন চালু"। প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬।
- ↑ "টাঙ্গাইলে ট্রেন কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।