সালামাবাদ ইউনিয়ন

নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি ইউনিয়ন

সালামাবাদ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৫৯.২৩ কিমি২ (২২.৮৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১২,৪৬৮ জন।[২]

সালামাবাদ ইউনিয়ন
ইউনিয়ন
সালামাবাদ ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলাকালিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৭৭ খ্রি:
আয়তন
 • মোট৫৯.২৩ বর্গকিমি (২২.৮৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৪৬৮
 • জনঘনত্ব২১০/বর্গকিমি (৫৫০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির দক্ষিণে খুলনা-বড়দিয়া সড়ক, উত্তরে নবগঙ্গা নদী, দক্ষিণে কলাবাড়ীয়া ও বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন, পূর্বে বাঐসোনা ইউনিয়ন, এবং কালিয়া পৌরসভা অবস্থিত।

গ্রামসমূহ সম্পাদনা

  1. বাহিরডাঙ্গা
  2. দাশনাওরা
  3. বিলব্যাওচ
  4. হাড়ীডাঙ্গা
  5. দেবীপুর
  6. বাকা
  7. বলাডাঙ্গা
  8. জোকা
  9. বৈদ্যবাটি
  10. ভাউড়িরচর
  11. ধুসাহাটী
  12. জোকারচর
  13. জয়পুর
  14. নলডাঙ্গা
  15. মুনসিনগর
  16. রায়পুর
  17. হরিশপুর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সালামাবাদ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬