সাথিয়া (চলচ্চিত্র)
(সাথিয়া থেকে পুনর্নির্দেশিত)
সাথিয়া (হিন্দি: साथिया, উর্দু: ساتھیا, [Saathiya - Life Partner] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য), বাংলা: জীবনসঙ্গী) হচ্ছে ২০০২ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন শাদ আলী, যৌথভাবে প্রযোজনা করেছেন বব্বি বেদী, যশ চোপড়া ও মণি রত্নম এবং সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাণী মুখার্জী, বিবেক ওবেরয় ও তনুজা। এটি মূলত তামিল ভাষার চলচ্চিত্র আলাইপায়ুদে (২০০০) এর পুনর্নির্মাণ যেটি পরিচালনা করেছিলেন মণি রত্নম নিজেই এবং ওটিতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন এ. আর. রহমান।
সাথিয়া | |
---|---|
পরিচালক | শাদ আলী |
প্রযোজক | বব্বি বেদী যশ চোপড়া মণি রত্নম |
চিত্রনাট্যকার | গুলজার মণি রত্নম |
কাহিনিকার | মণি রত্নম |
শ্রেষ্ঠাংশে | রাণী মুখার্জী বিবেক ওবেরয় তনুজা শাহরুখ খান টাবু |
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | অনিল মেহতা |
সম্পাদক | এ. শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কালিডসকোপ এন্টারটেনমেন্ট মাদ্রাজ টকিজ যশ রাজ ফিল্মস |
মুক্তি | ২০ ডিসেম্বর, ২০০২ |
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ১৮ কোটি টাকা (ভারত)[১] |
এই চলচ্চিত্রটিতে দুটি বর্ধিত চরিত্রে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও টাবু।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রাণী মুখার্জী - সুহানি শর্মা
- বিবেক ওবেরয় - আদিত্য সেহ্গল / আদি
- তনুজা - শোভানা শর্মা (সুহানি'র মা)
- শাহরুখ খান - য়েশ্বান্ত রাও (প্রসারিত বিশেষ উপস্থিতি)
- টাবু - সাবিত্রী রাও (প্রসারিত বিশেষ উপস্থিতি)
- সতিশ শাহ - অম সেহগাল (আদিত্য'র বাবা)
- শরৎ সাক্সেনা - চন্দ্রপ্রকাশ শর্মা (সুহানি'র বাবা)
- স্বরূপ সম্পাত - শান্তি (আদিত্য'র মা)
- সন্ধ্যা মৃদুল - দিনা শর্মা (সুহানি'র বড় বোন)
- অঞ্জু মহেন্দ্রু - প্রেম
- শমিতা শেট্টি - বিশেষ উপস্থিতি ('চোরি পে চোরি' গানে)
সম্মাননা
সম্পাদনা- ফিল্মফেয়ার পুরস্কার
সাথিয়া ফিল্মফেয়ার পুরস্কার এর ছয় পুরস্কার জিতেছে.
- বিজয়ী সমালোচক পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী - রাণী মুখার্জী
- বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - এ. আর. রহমান
- বিজয়ী সেরা গান - গুলজার
- বিজয়ী শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য - সোনু নিগম গান "সাথিয়া"
- বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ - গুলজার
- বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্য - মণি রত্নম
- জি সিনে অ্যাওয়ার্ডস
- বিজয়ী শিরোণামে রহমান - জী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক জন্য সিনে পুরস্কার
- বিজয়ী জী শ্রেষ্ঠ গীতিকারের জন্য সিনে অ্যাওয়ার্ড - গুলজার
- বিজয়ী জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ নেপথ্য গায়ক-পুরুষ - সোনু নিগম
- বিজয়ী শ্রেষ্ঠ সাউন্ড - রবার্ট টেলর
- আইফা
- বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার - এ. আর. রহমান
- বিজয়ী শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কার - সোনু নিগম
- এমটিভি ইমিস
- বিজয়ী শ্রেষ্ঠ রাষ্ট্রভাষা - এ. আর. রহমান
- বিজয়ী শ্রেষ্ঠ গান: গুলজার
- বিজয়ী শ্রেষ্ঠ গায়ক (পুরুষ) - সোনু নিগম
- বলিউড সঙ্গীত পুরস্কার[২]
- বিজয়ী শ্রেষ্ঠ পুরুষ গায়ক - সোনু নিগম
- বলিউড মুভি অ্যাওয়ার্ডস[২]
- বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড) - রাণী মুখার্জী
- বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - এ. আর. রহমান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Box Office 2002"। Box office India। ২২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১১।
- ↑ ক খ "Bollywood Awards"। ৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০০৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাথিয়া (ইংরেজি)